মোবাইলের সেরা অ্যাপ লক সফটওয়্যার গুলো: ৭টি অ্যাপস

এমনিতে প্রত্যেক এন্ড্রয়েড মোবাইলেই PIN, Fingerprint, Pattern ইত্যাদি নানান মাধ্যমে মোবাইলে লক লাগানোর অবশই থেকে থাকে। তবে অনেক সময় মোবাইলে থাকা নানান অ্যাপ গুলোকে আমরা আলাদা ভাবে লক করে রাখতে চাই।

আর এখেত্রেই আপনি ব্যবহার করতে পারেন একটি ফ্রি অ্যাপ লক সফটওয়্যার এর। অ্যাপ লক করার এই ধরণের সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনি নিজের মোবাইলের থাকা অ্যাপ এর মধ্যে স্বতন্ত্রভাবে লক বা পাসওয়ার্ড লাগিয়ে রাখতে পারবেন। এতে, মোবাইলের মূল লক খোলা থাকলেও মোবাইলে থাকা আপনার ব্যক্তিগত এবং সংবেদনশীল অ্যাপ গুলোকে আপনার বাইরে অন্য কেও খুলতে বা ওপেন করতে পারবেনা।

অবশই পড়ুন: মোবাইলে লোগো তৈরী করার ৭টি সফটওয়্যার

একটি smartphone হলো খুব ব্যক্তিগত একটি গ্যাজেট জেটিতে আমরা নানান social media apps গুলো ব্যবহার করে থাকি। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলোতে আমাদের নানান ব্যক্তিগত মেসেজ গুলো থাকার পাশাপাশি নানান পোস্ট, ছবি, ভিডিও ইত্যাদি থেকে থাকে।

এগুলো ছাড়াও এমন নানান banking apps গুলোও থেকে থাকে যেগুলো ভুল হাতে পড়লে আপনি অনেক বড় ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই নিজের মোবাইলের জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপ লক করার একটি ভালো সফটওয়্যার ডাউনলোড করে এই ধরণের সংবেদনশীল অ্যাপস গুলোকে লক করে রাখার মাধ্যমে আপনি সব সময় টেনশন মুক্ত থাকতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইলে টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

আপনার মোবাইলের লক খোলা থাকলেও আলাদা ভাবে লক করে রাখা সোশ্যাল মিডিয়া অ্যাপস, ব্যাঙ্কিং অ্যাপস বা গ্যালারি অ্যাপস গুলোকে আপনার অজান্তে কেও খুলে দেখতে পারবেনা। 

এন্ড্রয়েডের সেরা ৭টি অ্যাপ লক সফটওয়্যার / অ্যাপস:

অ্যাপ লক সফটওয়্যার

চলুন তাহলে, এন্ড্রোইড মোবাইলের জন্য গুগল প্লে স্টোরের মধ্যে অ্যাপ লক করার যেগুলো ফ্রি সফটওয়্যার উপলব্ধ রয়েছে সেগুলোর নাম এবং বৈশিষ্ট গুলো আমরা নিচে একে একে জেনেনেই।

  1. InShot – App Lock & Password
  2. Norton App Lock
  3. DoMobile AppLock
  4. Lock apps & Pin lock – SailingLab
  5. App Locker – Hide Apps (NO ROOT)
  6. IVYMOBILE – AppLock
  7. Ultra Lock – App Lock & Vault

চলুন, এবার একে একে প্রত্যেকটি অ্যাপ লকার সফটওয়্যার গুলো এবং এদের বৈশিষ্ট ও সুবিধা গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।

১. InShot – App Lock & Password

টোটাল ডাউনলোড: 10M+

রেটিং: 4.8

Inshot-এর তরফ থেকে থাকা এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার পছন্দমতো একাধিক অ্যাপ গুলোকে pattern, PIN বা Fingerprint lock-এর মাধ্যমে লক করে রাখতে পারবেন।

কেবল একটি ট্যাপ এর সাথেই লক করে নিতে পারবেন পছন্দের অ্যাপটি।

এছাড়া ভুল পাসওয়ার্ড ব্যবহার করে লক খুলার চেষ্টা করলে অ্যাপ ওপেন করতে চেষ্টা করা ব্যক্তির ছবি পর্যন্ত তুলে রাখা হবে।

শেষে, যদি আপনি আপনার মোবাইলের গ্যালারি লক করে রাখতে চান, তাহলেও গ্যালারি লক (Glary Lock) করার অপসন এখানে পাবেন। 

ফীচার:

  1. Pattern, PIN এবং Fingerprint lock-এর সাহায্যে অ্যাপ লক করা যাবে। 
  2. ভুল পাসওয়ার্ড দিয়ে অ্যাপ লক খুলতে চেষ্টা করা ব্যক্তির ছবি তুলে রাখা হবে। 
  3. মোবাইলে থাকা যেকোনো অ্যাপ এর আইকন চেঞ্জ করে রাখতে পারবেন। 

সুবিধা:

  1. Facebook, WhatsApp, Messenger, Calls, Gmail, Play Store ইত্যাদি lock করা যাবে। 
  2. ছবির সাথে ভিডিও লক করে রাখা জন্যে Photo vault-এর সুবিধা রয়েছে।
  3. মোবাইলে চলে আসা নোটিফিকেশন প্রিভিউ হাইড করে রাখতে পারবেন।

২. Norton App Lock

টোটাল ডাউনলোড: 5M+

রেটিং: 4.4

Norton App Lock-এর সাথে নিজের মোবাইলে ইনস্টল থাকা যেকোনো অ্যাপ লক করুন এবং নিজের গোপনীয়তা রক্ষা করুন।

একটি secure password বা pattern lock ব্যবহার করার মাধ্যমে মোবাইলে থাকা একাধিক অ্যাপস গুলিকে লক করে রাখা যাবে।

App lock করার ক্ষেত্রে আপনি Custom PIN, Password বা Pattern Lock Screen-এর ব্যবহার করতে পারবেন। অ্যাপস এর পাশাপাশি মোবাইলে থাকা ভিডিও এবং ছবি গুলিকেও সুরক্ষিত রাখা যাবে।

WhatsApp এবং Facebook-এর মতো সোশ্যাল অ্যাপ গুলোর গোপনীয়তা রক্ষা করাটা বর্তমানে অত্যন্ত জরুরি। তাই, Norton App Lock ব্যবহার করে আপনি প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাপস এবং ওয়ালেট অ্যাপস গুলোকে পাসওয়ার্ড বা পিন কোডের মাধ্যমে নিরাপদ রাখতে পারবেন।

ফীচার:

  1.  সর্বোচ্চ ৩ বার ভুল পাসওয়ার্ড ব্যবহার করা ব্যক্তির ছবি তুলে রাখা হবে।
  2. মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলিও লক করে রাখা যাবে।
  3.  একই 4-digit PIN pass code ব্যবহার করে একাধিক অ্যাপস লক করা যাবে।

সুবিধা:

  1. ব্যক্তিগত তথ্য গুলো লুকিয়ে রাখা যাবে।
  2. নিজের ইচ্ছা মতো একাধিক অ্যাপস গুলো লক রাখা যাবে।
  3. App লক করার ক্ষেত্রে PIN, Password, বা Pattern Lock Screen ব্যবহার করা যাবে।

৩. DoMobile AppLock

টোটাল ডাউনলোড: 100M+

রেটিং: 4.3

মোবাইলে Facebook, WhatsApp, Gallery, Messenger, Snapchat, Instagram, SMS, Contacts, Gmail, Settings, incoming calls, ইত্যাদির মতো থাকা নানান অ্যাপস গুলোকে পাসওয়ার্ড বা পিন এর মাধ্যমে লক করে রাখার ক্ষেত্রে DoMobile Lab-এর তরফ থেকে থাকা এই সেরা অ্যাপ লক করার অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন।

আপনার মোবাইলে যদি কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও রয়েছে যেগুলো অন্যদের থেকে সেফ রাখতে চান, তাহলে AppLock-এর মাধ্যমে ফোনে থাকা ছবি এবং ভিডিও গুলিকেও লক করে রাখতে পারবেন।

এতে, বন্ধুরা যখন আপনার ফোন কোনো কারণে নিয়ে থাকেন, তখন আপনাকে কোনো রকমের চিন্তা করতে হয়না। কেননা, আপনি নিজের মোবাইলের প্রত্যেক ব্যক্তিগত ও জরুরি অ্যাপস গুলিকে আগের থেকেই লক রেখেছেন।

ফীচার:

  1. মোবাইলের ইমেজ বা ভিডিও ভিডিও গ্যালারি লক রাখা যাবে।
  2. ছবি এবং ভিডিও গুলিকে আলাদা ভাবে লক রাখতে পারবেন।
  3. পছন্দের যেকোনো অ্যাপে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক সেট করা যাবে।

সুবিধা:

  1. এখানে random keyboard এবং invisible pattern lock-এর সুবিধা রয়েছে।
  2. লুকিয়ে রাখা ছবি এবং ভিডিও গুলি গ্যালারিতে কোনো ভাবেই দেখানো হয়না।

৪. Lock apps & Pin lock – SailingLab

টোটাল ডাউনলোড: 100M+

রেটিং: 4.7

আমাদের এন্ড্রয়েড স্মার্টফোনে নানান ধরণের সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো থেকে থাকে এবং এই সোশ্যাল মিডিয়া গুলোতে নানান বন্ধু-বান্ধবদের সাথে আমরা নানান ব্যক্তিগত কথাবার্তা এবং তথ্য গুলো শেয়ার করে থাকি।

এক্ষেত্রে, আমাদের বলা কথা বা শেয়ার করা তথ্য গুলো অন্যান্য ব্যক্তিরা বা পরিবারের কোনো সদস্যরা জানুক সেটা আমরা কখনোই চাইবোনা।

তাই, নিজের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে আমরা SailingLab-এর তরফ থেকে থাকা এই Lock apps & Pin lock-টি ব্যবহার করতে পারি।

এই অ্যাপ লক করার অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে মোবাইলে থাকা social apps গুলোর পাশাপাশি Gallery, SMS, Contacts, Gmail, Settings, ইত্যাদির মতো system apps গুলিকেও আপনি lock করে রাখতে পারবেন।

ফীচার:

  1. কাস্টম প্যাটার্ন লক এর ব্যবহার করা যাবে।
  2. লক স্ক্রিন এর জন্য আলাদা ভাবে উপলব্ধ ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে।
  3. সিঙ্গেল ট্যাপ এর সাথে পছন্দের অ্যাপটি লক করুন।

সুবিধা:

  1. User apps-এর পাশাপাশি system apps গুলিকেও লক করা যাবে।
  2. ছবি এবং ভিডিও গুলি লুকিয়ে রাখার জন্যে photo vault-এর অপসন রয়েছে।
  3. এখানে সুন্দর সুন্দর প্যাটার্ন এবং পিন থিম গুলো আপনারা পাবেন।

৫. App Locker – Hide Apps (NO ROOT)

টোটাল ডাউনলোড: 1M+

রেটিং: 4.3

নিজের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে নিজের মোবাইলে থাকা কিছু সংবেদনশীল অ্যাপস যেমন WhatsApp, Facebook, Gallery ইত্যাদি গুলিকে অবশই পাসওয়ার্ড এর মাধ্যমে লক করে রাখতে লাগে।

এতে, মোবাইলের লক খোলা থাকলেও আপনার অজান্তে কোনো ব্যক্তি এই সংবেদনশীল অ্যাপ গুলিকে ওপেন বা এক্সেস করতে পারবেননা।

তবে লক করে রাখা এই অ্যাপ গুলো ওপেন করতে চাইলেও তাদের সামনে PIN বা security code-এর অপসন চলে আসবে যেটা কেবল আপনার জানা থাকবে। এক্ষেত্রে, Hide Apps (NO ROOT)-এর তরফ থেকে থাকা এই Mobile App locker Software-টি ব্যবহার করতে পারেন।

এর দ্বারা অনেক সহজেই মোবাইলে থাকা যেকোনো social apps (Facebook, Messenger, Vine, Twitter, Instagram, Snapchat etc.) গুলিতে password বা fingerprint lock লাগিয়ে রাখতে পারবেন।

এছাড়া, Gmail, YouTube, games, messages ইত্যাদির মতো থার্ড পার্টি এবং সিস্টেম Apps গুলিতেও লক লাগিয়ে রাখা যাবে।

ফীচার:

  1. ফোন এর সেটিংস গুলিকেও লক করার অপসন রয়েছে।
  2. Incoming Calls এবং messages গুলিকেও পর্যন্ত লক করা যাবে।
  3. Contacts, SMS, gallery, video, email ইত্যাদি নানান system apps গুলো lock করা যাবে।

সুবিধা:

  1. মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলিকেও লক করার সুবিধা।
  2. Fingerprint lock-এর সুবিধা থাকছে।
  3. লক থাকা অ্যাপ গুলোর ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা প্রদান করা হয়।

৬. IVYMOBILE – AppLock

টোটাল ডাউনলোড: 10M+

রেটিং: 4.4

AppLock-এর মাধ্যমে স্মার্টফোনে থাকা নানান অ্যাপস গুলোকে লক করার পাশাপাশি ছবি, ভিডিও এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য গুলোকে password lock বা pattern lock-এর মাধ্যমে লক করে নিরাপদ রাখতে পারবেন।

এই IVY AppLock সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলে ব্যবহার করা যাবে।

এই সফটওয়্যার ব্যবহার করে মোবাইলে থাকা নানান সোশ্যাল অ্যাপস, সিস্টেম অ্যাপস এবং Gmail, YouTube, games ইত্যাদির মতো থার্ড-পার্টি অ্যাপস গুলোকেও লক করার মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবেন।

এই অ্যাপ লক সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলিকেও লক করে রাখা যাবে।

ফীচার:

  1. AppLock Theme Store-এর থেকে পছন্দের থিম সিলেক্ট করা যাবে।
  2. ভুল পাসওয়ার্ড সহ অ্যাপ ওপেন করতে চেষ্টা করার ব্যক্তির ছবি তুলে রাখা হবে।
  3. AppLock icon-টি চেঞ্জ করে Clock, Calculator ইত্যাদি অন্যান্য আইকন হিসেবে সেট করতে পারবেন।

সুবিধা:

  1. Photo Vault এবং Video Vault-এর সুবিধা দেওয়া হয়েছে।
  2. এখানে junk file cleaner এবং boost phone speed-এর অপসন পাবেন।

৭. Ultra Lock – App Lock & Vault

টোটাল ডাউনলোড: 1M+

রেটিং: 4.5

এই Ultra Lock App-এর মাধ্যমে আপনি না কেবল সোশ্যাল মিডিয়া অ্যাপস তবে ফাইল ম্যানেজার, গ্যালারি, মেইল, ক্যামেরা, সেটিংস, মেসেজ ইত্যাদি প্রায় প্রত্যেকটি অ্যাপ পিন পাসওয়ার্ড বা প্যাটার্ন লক এর সাহায্যে লক রাখতে পারবেন।

মোবাইলে থাকা যেকোনো ছবি বা ভিডিও গুলোকেও লক বা হাইড করে রাখার অপসন আপনাকে দেওয়া হবে। এছাড়া, আলাদা ভাবে লক স্ক্রিন এর ব্যাকগ্রাউন্ড সেট করারও অপসন অ্যাপটিতে থাকছে।

লক থাকা যেকোনো অ্যাপ শেষবারের মতো কখন আনলক করে ওপেন করা হয়েছিল সেই নোটিফিকেশন ও আপনাকে দেখানো হবে।

শেষে, যেকোনো অন্য সেরা অ্যাপ লক করার মোবাইল সফটওয়্যার এর মতোই এখানেও লক থাকা অ্যাপ খুলতে চেষ্টা করা ব্যক্তির ছবি তুলে রাখা হবে।

এতে আপনি সেই প্রত্যেক ব্যক্তিদের বিষয়ে জেনেনিতে পারবেন যারা আপনার মোবাইলে লক থাকা যেকোনো অ্যাপ খুলতে চেষ্টা করেছিলেন।

ফীচার:

  1. PIN এবং Pattern lock-এর বাইরেও নানান ইউনিক লক অপসন গুলো থাকছে।
  2. মোবাইলের ব্যাটারী পার্সেন্টেজটি লক পাসওয়ার্ড হিসেবে সেট করা যাবে।
  3. লক অ্যাপ এক্সেস করতে চেষ্টা করলে ছবি তুলে রাখা হবে।
  4. Photo এবং Gallery Lock-এর অপসন থাকছে।

সুবিধা:

  1. লক অ্যাপ গুলোর লাস্ট ওপেন টাইম দেখতে পারবেন।
  2. ব্যক্তিগত ছবি এবং ভিডিও গুলির জন্য সিকিউর ভল্ট এর অপসন রয়েছে।

শেষ কথা,,

যদি আপনার মোবাইল আপনার বন্ধুরা বা জেকেও কোনো ভাবে আপনার থেকে নিয়ে ব্যবহার করে থাকেন, এক্ষেত্রে যদি নিজের ব্যক্তিগত ছবি, ভিডিও এবং কিছু অ্যাপ গুলো তাদের থেকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটি সেরা অ্যাপ লক সফটওয়্যার এর। ওপরে বলে দেওয়া অ্যাপস গুলো আপনারা গুগল প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রীতে পেয়ে যাবেন।

এছাড়া, মোবাইলে অ্যাপ লক করার সফটওয়্যার গুলোর গুগল প্লে ডাউনলোড লিংক আমি অবশই দিয়ে দিয়েছি। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটি অবশই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।   
অবশই পড়ুন:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top