মোবাইলে ছবি এডিট করার ৯টি প্রফেশনাল সফটওয়্যার/অ্যাপস

ছবি এডিট করার apps: যদি আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলে ছবি এডিট করতে চান তাহলে এর জন্যে নানান প্রফেশনাল android photo editing Apps গুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া, বেশিরভাগ ছবি এডিট করার সফটওয়্যার গুলো ডাউনলোড করে ব্যবহার করার জন্য আপনাকে কোনো ধরণের টাকা দিতে হয়না।

ছবি এডিট করার apps

তবে পেইড সাবস্ক্রিপশন এর মাধ্যমে কিছু উন্নত ফীচার এবং টুলস গুলোর ব্যবহার করা যেতে পারে। যদি আপনি আপনার ছবি গুলোতে নানান effects গুলো এপ্লাই করার মাধ্যমে সেটিকে অধিক আকর্ষণীয় এবং সুন্দর করে নিতে চান, তাহলে নিচে বলে দেওয়া এই ছবি এডিট করার অ্যাপস গুলো একবার ব্যবহার করে দেখতে পারেন।

মোবাইল দিয়ে ছবি এডিট করার যেই অ্যাপস/সফটওয়্যার গুলোর বিষয়ে আমি বলতে চলেছি সেগুলি ব্যবহার করার জন্য কোনো ধরণের ফটো এডিটিং দক্ষতার (skills) প্রয়োজন নেই। এছাড়া, অ্যাপস গুলো এক থেকে দুবার ভালো করে ব্যবহার করার পর আপনি সম্পূর্ণ editing tools, effects এবং features গুলোর বিষয়ে বুঝে নিতে পারবেন।

আজকের এই ডিজিটাল যুগে, আমাদের হাতের মুঠোয় থাকা এই স্মার্টফোনটি কেবল একটি যোগাযোগের যন্ত্র হয়ে থাকেনি। স্মার্টফোনে উন্নত high-quality built-in camera গুলো থাকার কারণে আমরা এখন নিজের মোবাইলের মাধ্যমেই করে নিতে পারছি professional photography।

এছাড়া, নানান উন্নত এবং প্রফেশনাল ছবি এডিট করার সফটওয়্যার (photo editing apps) গুলোর ব্যবহার করে নিজের মোবাইলেই করে নিতে পারছি এডিটিং এর সমস্ত কাজ গুলো।

অবশই পড়ুন: মোবাইলে টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা ছবি এডিট করার নানান জনপ্রিয় অ্যাপস গুলোর বিষয়ে জানবো এবং এদের মধ্যে কি কি এডিটিং টুলস এবং ফীচার গুলো দেওয়া হয়েছে সেই বিষয়েও বিস্তারিত আলোচনার মাধ্যমে জানবো।

রিলেটেড: মোবাইলে কাটুন ভিডিও বানানোর ফ্রি অ্যাপস

আমি আবারো বলছি, কোনো ধরণের ছবি এডিটিং অভিজ্ঞতা ছাড়াও ছবি এডিট করার এই জনপ্রিয় অ্যাপস গুলো ব্যবহার করে আপনি যেকোনো ফটো এডিট করতে পারবেন।

মোবাইলে ছবি এডিট করার নিয়ম কি?

নিজের মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য প্রথমত আপনার মোবাইলটি একটি স্মার্টফোন হতে হবে। কেননা, কেবল স্মার্টফোনের মধ্যে আপনি আলাদা ভাবে ছবি এডিট করার apps গুলো ডাউনলোড করে সেগুলিকে মোবাইলেই সরাসরি ব্যবহার করতে পারবেন। মোবাইল দিয়ে যেকোনো ছবি এডিট করার ধাপ গুলো নিচে বলা হলো,

১. Download image editor:

সবচেয়ে আগেই আপনাকে নিজের android mobile-এ একটি photo editing app download করে install করতে হবে। এক্ষেত্রে আপনি Adobe Photoshop Express, Snapseed, Pixlr ইত্যাদি নানান option গুলো পেয়ে যাবেন।

২. Select image: 

এখন App-টি ওপেন করুন এবং যেই ছবিটি এডিট করতে চান সেটিকে নিজের ফোন গ্যালারি থেকে সিলেক্ট করে নিন।

৩. Brightness and color:

ছবিটিকে অধিক উজ্জ্বল করার ক্ষেত্রে আপনারা brightness, contrast, exposure এবং ছবির color (hue, saturation) ভালো করে সেটিং করতে পারেন। এই সাধারণ সামঞ্জস্য গুলি আপনার ছবিটিকে অধিক ব্রাইট করতে এবং ছবিতে প্রাণবন্ততা নিয়ে আসতে সাহায্য করবে।

৪. Filters and effects:

যেকোনো ছবিতে প্রফেশনাল লুক যুক্ত করার জন্য সেটিতে নানান filters এবং effects গুলো ব্যবহার করা জরুরি। বিভিন্ন filter এবং effects গুলো এপ্লাই করার মাধ্যমে ছবির একটি নতুন লুক তৈরি করা সম্ভব। অবশই, android image editor apps গুলোতে আপনারা নানান preset filters এবং effects গুলো পেয়ে যাবেন।

৫. Crop and resize:

ছবির থেকে অপ্রয়োজনীয় অংশ এবং জায়গা গুলোকে সরানোর জন্য আপনারা Crop অপসন ব্যবহার করতে পারবেন। এছাড়া, কোনো নির্দিষ্ট সাইজে ছবিটিকে সেট করার জন্য resize অপসন ব্যবহার করা যাবে।

৬. Finishing touches:

বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ছবি এডিট করার সফটওয়্যার গুলোতে আপনারা adding text, stickers, frames ইত্যাদির মতো নানান অতিরিক্ত ফীচার গুলো পেয়ে যাবেন। এই অতিরিক্ত ফীচার গুলোর মাধ্যমে আপনারা নিজের ছবিটির ভিজ্যুয়াল কাস্টোমাইজেশন করার মাধ্যমে সেটিকে অধিক আকর্ষণীয় করে তুলতে পারবেন।

৭. Save image:

একবার আপনার ছবি সম্পূর্ণ ভাবে এডিট এবং কাস্টোমাইজ হয়ে যাওয়ার পর আপনি সেটিকে সরাসরি সেভ করে নিতে পারবেন। আপনার সেভ করা ছবিটি মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

রিলেটেড: মোবাইলে লোগো তৈরী করার ৭টি সফটওয়্যার

মোবাইলে ছবি এডিট করার জনপ্রিয় সফটওয়্যার/অ্যাপস – ফ্রি ডাউনলোড

নিচে আমি সরাসরি ছবি এডিট করার সবচেয়ে ভালো ৯টি সফটওয়্যার এর বিষয়ে বলে দিচ্ছি। আপনি যেকোনো একটি বা চাইলে একাধিক অ্যাপস গুলিকে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। আমার হিসেবে এই প্রত্যেকটি অ্যাপ কিন্তু সেরা এবং প্রফেশনাল ভাবে ছবি এডিট করতে আপনার প্রচুর কাজে আসবে।

অ্যাপস এর নাম:ডাউনলোড সংখ্যা:প্লে স্টোরে রেটিং:
Picsart – AI Photo Editor1,000,000,000+4.2
Snapseed100,000,000+4.2
Pixlr – Photo Editor50,000,000+ 4.2
Adobe Lightroom100,000,000+4.3
Photo Editor Pro100,000,000+4.6
Canva100,000,000+4.5
Lumii – Photo Editor, Filters50,000,000+4.4
EPIK – AI Photo Editor50,000,000+4.1
PhotoRoom10,000,000+4.2

চলুন, নিচে আমরা প্রত্যেক অ্যাপ এর features গুলোর বিষয়ে জেনেনেই।

১. Picsart – AI Photo Editor

ছবি এডিট করার অ্যাপস

Picsart, একটি অনেক জনপ্রিয় ও প্রচলিত এন্ড্রয়েড ইমেজ এডিটর অ্যাপ যেখানে নানান professional photo editing tools এবং effects গুলো আপনারা পাবেন। এখানে থাকা AI tool-এর মাধ্যমে নিজে নিজেই দরকারি সেটিংস গুলো এপ্লাই করে নিতে পারবেন।

এছাড়া, ছবির জন্য নানান trending filters এবং photo effects গুলো এখানে পাবেন। ছবির ব্যাকগ্রাউন্ড মুছার এবং পরিবর্তন করার জন্য এখানে Background Eraser-এর একটি অপসন থাকছে। 200+ designer fonts সহ নানান texts গুলি নিজের ছবিতে যুক্ত করা যাবে।

যদি আপনি নিজের ছবিটি কার্টুনে রূপান্তর করতে চান তাহলে সেটাও এখানে করা যাবে।

Features of Picsart AI photo editor:

  • Erase and replace image backgrounds,
  • 200+ designer fonts,
  • Retouch selfies, hair color changer, makeup stickers,
  • Blur backgrounds,
  • flip & crop photos,
  • Add stickers to pictures,
  • Stylized photo filters.

২. Snapseed

ছবি এডিট করার apps

Google LLC তরফ থেকে থাকা এই সেরা ছবি এডিট করার apps টি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা ব্যবহার করছেন। এখানে প্রচুর professional editing tools, effects এবং filters গুলো দেওয়া হয়েছে যেগুলি ব্যবহার করে যেকোনো ছবিকে অধিক আকর্ষণীয় করে তোলা সম্ভব।

RAW Develop, Tune image, White Balance, Vignette, Lens Blur ইত্যাদির মতো নানান উন্নত tools এবং filters গুলো আপনারা পাবেন। এখানে থাকা Grainy Film ইফেক্ট ব্যবহার করে যেকোনো ছবিতে realistic grain এবং modern film looks পেতে পারবেন।

Snapseed একটি অনেক শক্তিশালী ছবি এডিটিং সফটওয়্যার যেখানে প্রায় প্রত্যেক উন্নত tools এবং effects গুলো পেয়ে যাবেন।

Features of Snapseed:

  • Healing, Brush, Structure, HDR, Perspective ইত্যাদির মতো ২৯টি tools এবং filters পাবেন।
  • ছবির exposure এবং color নিজে নিজে এডজাস্ট করা যাবে।
  • Image crop করার সুবিধা থাকছে।
  • White Balance এর মাধ্যমে ছবির কালার এডজাস্ট করুন।
  • ছবিতে লেখা (text) যুক্ত করা যাবে।
  • Lens Blur, Glamour Glow, Grainy Film, Vintage, Retrolux, Noir ইত্যাদি নানান effects গুলো রয়েছে।
  • ছবিতে নানান সুন্দর সুন্দর frames গুলো যুক্ত করা যাবে।

৩. Pixlr

Pixlr professional photo editor for mobile

Pixlr অবশই একটি অনেক জনপ্রিয় এবং বিখ্যাত android photo editor App যেখানে নানান উন্নত tools এবং effects গুলো রয়েছে। বলা হয়েছে যে এখানে effects, overlays এবং filters গুলির প্রায় ২ মিলিয়ন থেকেও অধিক combination রয়েছে।

এছাড়া, যদি আপনি একাধিক ছবি গুলো ব্যবহার করে একটি collage তৈরি করতে চান, তাহলেও এখানে নানান collage templates গুলো পেয়ে যাবেন। Double Exposure-এর effect ব্যবহার করে একটি ছবির সাথে আরেকটি ছবি যুক্ত করতে পারবেন।

Pencil sketch, poster, watercolor ইত্যাদি নানান Stylize effects গুলির মাধ্যমে সুন্দর সুন্দর ফটো ইফেক্ট তৈরি করা যাবে।

Features of Pixlr:

  • Create photo collages,
  • Auto Fix-এর দ্বারা একটি ক্লিক করেই ছবির কালার এডজাস্ট করা যাবে,
  • Double Exposure effect ব্যবহার করা যাবে,
  • Overlays-এর দ্বারা ছবির tone এডজাস্ট করতে পারবেন,
  • ছবিতে text যুক্ত করা যাবে। এক্ষেত্রে, সুন্দর সুন্দর ফন্ট ডিজাইন গুলো রয়েছে।
  • নানান border style গুলো রয়েছে।
  •  Crop and resize images,
  • FREE effects, overlays, filters।

৪. Adobe Lightroom

Adobe lightroom photo editor app

মোবাইলের জন্য থাকা Adobe Photoshop Lightroom App-টি ফ্রিতে ব্যবহার করা যাবে। এটা একটি অনেক শক্তিশালী ইমেজ এডিটিং সফটওয়্যার যেখানে নানান tools এবং camera filters গুলো আপনারা পাবেন।

এছাড়া, camera filters, object removal এবং background fine-tuning-এর মতো উন্নত features গুলিও এখানে রয়েছে। 200+ exclusive Premium Presets গুলো ব্যবহার করার মাধ্যমে দারুন ভাবে ছবি তৈরি করা যাবে।

Precision sliders-এর মাধ্যমে contrast, exposure, highlights, shadows ইত্যাদির মতো হালকা সেটিংস গুলো রিটাচ দিতে পারবেন।

Features of Adobe Photoshop Lightroom:

  • 200+ exclusive Premium Presets,
  • Color mixer এবং color grading tools পাবেন,
  • Crop & rotate your photo,
  • Exposure, timer, photo filters ইত্যাদি,
  • Advanced capture modes (raw, professional, & HDR)।
  • AI Recommended Presets।

৫. Photo Editor Pro

ছবি এডিট করার সবচেয়ে ভালো সফটওয়্যার

InShot Inc. এর তরফ থেকে থাকা এই Photo Editor Pro App-টি ব্যবহার করে আপনি নানান ভাবে নিজের ছবি গুলোকে এডিট করতে পারবেন। এখানে, aesthetic filter, change sky, photo collage, AI blur ইত্যাদির মতো নানান আধুনিক এবং উন্নত features/tools গুলো পাবেন।

Remove object tool ব্যবহার করার মাধ্যমে ছবির থেকে যেকোনো বস্তু বা ব্যক্তিকে সরানো বা মুছে ফেলা যাবে। এই বিশেষ ফীচার এর জন্য মোবাইল দিয়ে ছবি এডিট করার নানান apps গুলোর মধ্যে এই App-টি আমার সব থেকে প্রিয়।

Neon, Glitch, Drip, Light fx, Cartoon effect ইত্যাদি নানান effects গুলো পাবেন যেগুলি ছবিতে ব্যবহার করা যাবে।

Features of Photo Editor Pro App:

  • Remove: ছবি থেকে যেকোনো বস্তু বা ব্যক্তিকে সরানো যাবে।
  • Cutout: One-click cutout,
  • ১০০ থেকেও অধিক ফ্রি ফিল্টার গুলো পাবেন।
  • Collage maker এর ক্ষেত্রে 100+ layouts এবং backgrounds গুলো পাবেন।
  • ছবির background blur করা যাবে।
  • 100+font style,
  • Face & body editor এর মাধ্যমে selfies Retouch করুন এবং body Reshape করুন।
  • 200+ Filters গুলো পাচ্ছেন।
  • Glitch Effects & Blur Photo Background,
  • Photo Blender & Light FX।

৬. Canva

Canva photo editor for mobile

Canva আমার সবচেয়ে প্রিয় ছবি এডিট করার অ্যাপস যেটিকে আমি নিয়মিত ব্যবহার করে থাকি। এই অ্যাপটি ব্যবহার করে মূলত IG post, Thumbnail, Photo collage, Poster, Logo, Resume Card ইত্যাদি তৈরি করতে পারবেন।

এছাড়া, সরাসরি ছবি এডিট করার ক্ষেত্রেও এখানে নানান filter, sticker, tools এবং effects গুলো পাবেন। ছবিতে থাকা light adjust করার ক্ষেত্রে Brightness, contrast, saturation ইত্যাদি এডজাস্ট করা যাবে।

আবার চাইলে Auto Focus এবং background blur-এর মতো উন্নত features গুলিও ব্যবহার করা যাবে।

Features of Canva App:

  • সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
  • সহজেই যেকোনো ছবি crop, flip বা edit করা যাবে।
  • Auto Focus এর অপসন থাকছে।
  • ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার (blur) করা যাবে।
  • ছবিতে নানান filters, effects, text বা stickers গুলো যুক্ত করা যাবে।
  • সম্পূর্ণ ফ্রীতে সুন্দর সুন্দর photo collage তৈরি করতে পারবেন।

৭. Lumii – Photo Editor, Filters

Lumii android image editor app

Lumii হলো InShot এর তরফ থেকে থাকা এন্ড্রয়েড মোবাইলের একটি অনেক শক্তিশালী ছবি এডিট করার সফটওয়্যার।

এখানে আপনারা প্রায় প্রত্যেক advanced tools, photo filters এবং photo effects গুলো পেয়ে যাবেন যেগুলি প্রফেশনাল ভাবে একটি ছবি এডিট করার ক্ষেত্রে জরুরি। ছবি এডিট করার জন্য আপনারা নানান Trendy Templates, Filters, Effects, BG, Frames, Curves & HSL ইত্যাদি পাবেন।

ফটো এডিটিং এর জন্য জরুরি Basic Picture Editor Tools, Photo Filters, Effects, Stylish Texts, Templates ইত্যাদি সবটাই আপনারা এখানে পাবেন।

Features of Lumii App:

  • Double exposure effects এখানে পাবেন।
  • Film, LOMO , Retro ইত্যাদির মতো নানান লেটেস্ট photo filters এবং effects গুলো পাবেন।
  • Glitch, Light Leak, Double Exposure ইত্যাদি photo effects গুলো রয়েছে।
  • Background blur with variety effects,
  • Background Eraser & Background Changer,
  • Powerful curves tools,
  • Amazing glitch photo effects,
  • Add and edit text, different text styles,
  • Trendy Templates।

৮. EPIK – AI Photo Editor

Epik AI photo editor for mobile

এটাও ওপরে বলা অন্যান্য প্রত্যেক ফটো এডিটিং অ্যাপস গুলোর মতোই একটি সেরা এবং শক্তিশালী ফটো এডিটর অ্যাপ। এখানেও আপনারা remove object tool-টি পাবেন যেটি ব্যবহার করার মাধ্যমে ছবি থেকে যেকোনো বস্তু বা ব্যক্তিকে সরিয়ে বা মুছে ফেলতে পারবেন। এছাড়া, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ফটো কোলাজ তৈরি, ছবিতে মেকআপ করা, কালার কারেকশন ইত্যাদির মতো নানান উন্নত ফিচার গুলো পেয়ে যাবেন।

Features of EPIK – AI Photo Editor:

  • Professional editing features,
  • Artistic photo styling (Trendy Effects, Stickers, Text, Brush, Time stamp, Draw shapes),
  • Background, Color frame, Border, AI filter, AI Expression,

৯. PhotoRoom

Photoroom AI photo editor

Photoroom হলো একটি জনপ্রিয় all-in-one app image editing app যেখানে নানান আধুনিক ও উন্নত ফীচার গুলি পেয়ে যাবেন। যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে বা পাল্টে নিতে চান তাহলে এই অ্যাপ ব্যবহার করে কাজটি করে নিতে পারবেন।

এখানে আপনারা 1000+ backgrounds এবং templates গুলি পাবেন যেগুলো নিজের ছবিতে ব্যবহার করা যাবে। এছাড়া, ছবিতে text, effects, filters ইত্যাদি যুক্ত করাটাও এখানে সম্ভব। এখানেও Magic Retouch tool পাবেন যেটি ব্যবহার করে ছবিতে থাকা অপ্রয়োজনীয় বস্তু এবং ব্যক্তিদের সরিয়ে নিতে পারবেন।

Features of PhotoRoom AI Photo Editor:

  • 1000+ available backgrounds or templates,
  • Remove image background, blur the background,
  • Magic Retouch, remove any unwanted objects।

FAQ: ছবি এডিট করার apps:

Q. মোবাইলে ছবি এডিট করার নিয়ম কি?

মোবাইলে ছবি এডিট করার জন্য আপনাকে একটি image editor App ডাউনলোড করে ব্যবহার করতে হবে। App-এর মধ্যে এডিটিং এর সাথে জড়িত নানান effects, filter এবং tools গুলো পেয়ে যাবেন।

Q. মোবাইল দিয়ে ছবি এডিট করা কি সম্ভব?

অবশই সম্ভব, বর্তমান সময়ে স্মার্টফোনের জন্যে নানান প্রফেশনাল ফটো এডিটিং অ্যাপস গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে মোবাইলেই একেবারে প্রফেশনাল ফটো এডিটিং করা সম্ভব।

Q. মোবাইলে ছবি এডিট করার সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি?

মোবাইলে ছবি এডিট করার সবচেয়ে ভালো সফটওয়্যার বলতে এক্ষেত্রে একাধিক মোবাইল অ্যাপস/সফটওয়্যার গুলো রয়েছে। যেমন, YouCam Perfect, PhotoDirector, Adobe Lightroom Mobile, Snapseed ইত্যাদি।

রিলেটেড: দুই ছবি একসাথে করার সেরা সফটওয়্যার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top