এন্ড্রয়েড ফোনে এড আসা বন্ধ করব কিভাবে? এড বন্ধ করার নিয়ম

মোবাইলে কিভাবে এড বন্ধ করা যায়: একটি এন্ড্রয়েড ফোনে আমরা নানান ধরণের কাজ গুলো করে থাকি।

নানান গেমিং অ্যাপস গুলো ব্যবহার করা গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, কাজের অ্যাপস গুলো ব্যবহার করা, ইন্টারনেট ব্যবহার করা ইত্যাদি।

এক্ষেত্রে বেশিরভাগ অ্যাপস গুলো আমাদের সামনে বার বার কিছু বিরক্তিকর এড/বিজ্ঞাপন গুলি দেখিয়ে থাকে।

এই বিরক্তিকর এড গুলি বার দেখে সেগুলিকে বন্ধ করতে আমাদের প্রচুর সময়ও নষ্ট হয়ে থাকে। এক্ষেত্রে নিজের মোবাইলে যেকোনো ধরণের কাজ গুলি করতে প্রচুর সমস্যা হয়ে থাকে।

শেষে, ফোনে এড আসা বন্ধ করব কিভাবে? এই প্রশ্নটি আমাদের মাঠেই চলে আসে।

চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে, কিভাবে মোবাইলে এড বন্ধ করা যায়? এবং এড বন্ধ করার নিয়ম গুলি কি কি, সেটা আমি সম্পূর্ণ স্পষ্ট ভাবে আপনাদের বুঝিয়ে বলবো।

মোবাইলে এড বন্ধ করার মূলত ৩টি উপায় রয়েছে যেগুলির মধ্যে যেকোনো একটি ব্যবহার করলেও আপনার কাজ হয়ে যাবে।

তবে মনে রাখবেন, মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার জন্য প্রত্যেকটি ধাপ একেবারে সঠিক ভাবে সম্পূর্ণ করতে হবে।

অবশই পড়ুন: অ্যান্ড্রয়েড ফোন বারবার হ্যাং হচ্ছে? মুক্তি পেতে জেনে নিন

এন্ড্রয়েড ফোনে এড আসা বন্ধ করব কিভাবে?

ফোনে বিরক্তিকর এড বন্ধ করুন
How to Block ads in Android Mobile?

আপনার মোবাইলে থাকা apps গুলিতে চলে আসা বিরক্তিকর এড / বিজ্ঞাপন গুলি বন্ধ করার মূলত দুটি উপায় রয়েছে।

প্রথমত আপনি চাইলে মোবাইলে উপলব্ধ থাকা settings গুলি ব্যবহার করে এড গুলিকে বন্ধ করতে পারবেন।

তবে এর দ্বারা আপনারা কিছু সময়ের জন্য বিজ্ঞাপন গুলো বন্ধ রাখতে পারবেন এবং এই প্রক্রিয়া প্রত্যেকটি android device এর মধ্যে কাজ নাও করতে পারে।

কারণ, কিছু কিছু android mobile version এর মধ্যে settings>> google>> Ads>> Ads By Google এর অপসন থাকে, যার দ্বারা মোবাইলে বিজ্ঞাপন ব্লক করার অপসন সরাসরি পেয়ে যাবেন।

এখানে মূলত Ads Setting পাবেন যেখানে থেকে ads personalization-এর অপসনটি block করতে হয়।

তবে, এই Ads By Google-এর অপসন প্রত্যেক এন্ড্রয়েড মোবাইলের ভার্শনে থাকেনা।

তাই, এই মাধ্যমে প্রতিটি android mobile-এ এড বন্ধ করা যাবেনা।

তবে চিন্তা করতে হবেনা, নিচে আমি যেকোনো এন্ড্রয়েড ফোনে এড বন্ধ করার এমন সেরা উপাযয়ের বিষয়ে বলবো যেই উপায় যেকোনো মোবাইলেই কাজ দিবে।

এড বন্ধ করার দ্বিতীয় যেই সেরা উপায়টি রয়েছে, সেখানে মূলত একটি third-party ad blocker app-এর ব্যবহার করতে হবে।

Block This Ad এবং Adguard এর মতো apps গুলি ব্যবহার করে আপনি অনেক সহজেই যেকোনো এড বন্ধ করতে পারবেন।

তবে, এই দুটোই এড ব্লকার অ্যাপ সেরা এবং দুটোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করলেই কাজ হয়ে যাবে।

এই বিজ্ঞাপন ব্লকার অ্যাপ গুলির মাধ্যমে প্রায় প্রত্যেকটি এন্ড্রয়েড ফোনেই বিরক্তিকর এড গুলি বন্ধ করা যাবে।

অবশই পড়ুন: মোবাইলে কিভাবে ছবির সাইজ কমানো যায়?

Block This App কি?

Block This App হলো একটি free এবং open source android ad blocker app যেটি প্রত্যেকটি app এবং browser-এর মধ্যে কাজ করে থাকে।

ম্যালওয়্যার সুরক্ষা, ব্রাউজিং গতি বৃদ্ধি এবং মোবাইল ডেটার ব্যবহার কমানোর মতো অন্যান্য সুবিধা গুলিও এই aap আমাদের দিয়ে থাকে।

তবে, Google Play Store-এর মধ্যে এই app-টি আপনারা খুঁজে পাবেননা।

Ad Blocker App-টি ব্যবহার করার জন্য, https://block-this.com সাইটে গিয়ে “Download Now” বাটনে click করতে হবে।

মনে রাখবেন, app-টি ব্যবহার করে in-app, browser advertisements, video এবং audio ads, popup ads, banners, cookies tracking, ইত্যাদি সবটাই ব্লক করা যাবে।

কিভাবে মোবাইলে এড বন্ধ করা যায়: Block This App

আপনার মোবাইলে চলে আসা যেকোনো ধরণের Ads গুলি বন্ধ করার জন্য আপনাকে প্রথমেই Block This App-টি নিজের মোবাইলে download করে install করতে হবে।

এড ব্লক করার অ্যাপ হওয়ার কারণে হতে পারে এই app-টিকে গুগল এর প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে উপরে দিয়ে দেওয়া website link ব্যবহার করে বা গুগলে সার্চ করে অ্যাপটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

Download app: সবচে আগে আপনাকে block-this.com, ওয়েবসাইট থেকে এই app-টি download করতে হবে।

Install the app: ডাউনলোড করার পর এখন সরাসরি অ্যাপটি ইনস্টল করে নিন।

Open the app: ইনস্টল করার পর এখন app-টি সরাসরি ওপেন করতে হবে। এর জন্যে app-এর আইকনে click করলেই হবে।

Ads Block Icon: অ্যাপটি ওপেন করার পর আপনারা “Start And Feel The Freedom” এর একটি অপসন/আইকন দেখবেন যেখানে click করুন।

মোবাইলে এড বন্ধ করার উপায়।

ব্যাস, এখন এতটুকু করার পর আপনার মোবাইলে এড ব্লকার এক্টিভেট হয়ে যাবে এবং, “Ad Blocking Enable। Enjoy” লিখাটি চলে আসবে। এখন আপনার মোবাইলে যেকোনো ধরণের এড গুলো বন্ধ হয়ে যাবে এবং সেগুলি আর আপনার দেখতে হবেনা।

তাহলে দেখলেন তো, মোবাইলে এড বন্ধ করার উপায় কতটা সোজা এবং সহজ ছিল।

রিলেটেড: মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার/অ্যাপস

অ্যাপ ছাড়া মোবাইলে কিভাবে এড বন্ধ করা যায়?

যদি আপনারা কোনো ধরণের external apps ব্যবহার না করেই মোবাইলে চলে আসা বিজ্ঞাপন গুলো বন্ধ করতে চাইছেন, তাহলে এই কাজ নিজের android smartphone-এর settings app থেকেই করতে পারবেন।

তবে মনে রাখবেন, প্রত্যেক এন্ড্রয়েড ভার্শনে এই অপসন নাও থাকতে পারে।

স্টেপঃ

সবচেয়ে আগেই আপনাকে নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে settings app-টি ওপেন করতে হবে।

স্টেপঃ

Settings-এর মধ্যে খানিকটা নিচের দিকে স্ক্রল করলেই “Google” এর একটি অপসন দেখবেন যেখানে click করতে হবে।

স্টেপঃ ৩

Google-এর পেজে এখন আপনারা ADS এর একটি অপসন দেখবেন যেখানে click করতে হবে।

স্টেপঃ

Ads-এর অপসন এর মধ্যেই আপনারা Ads By Google-এর আরেকটি অপসন দেখবেন যেখানে click করতে হবে।

স্টেপঃ

এবার একটি নতুন পেজ আপনার ফোনের ব্রাউজারে ওপেন হতে চাইবে যার জন্যে আপনাকে অনুমতি দিতে হবে। অনুমতি দেওয়ার জন্য সরাসরি “Always” এর মধ্যে click করুন।

স্টেপঃ

এবার এই নতুন পেজে Ads Setting-এর অপসন দেখতে পাবেন।

এখানে click করার পর “Ads Personalized” এর একটি অপসন দেখতে পাবেন যেটা আগের থেকেই “Enabled” করা থাকবে।

আপনাকে সরাসরি “Ads Personalized” এর অপশনে click করে “Block” অপসন সেট করতে হবে।

এবার আপনার মোবাইলের স্ক্রিনে এড ডিসপ্লে হওয়া বন্ধ হয়ে যাবে এবং ফোনে দেখানো বিরক্তিকর এড গুলির থেকে মুক্তি পাবেন।

এন্ড্রোয়েড ফোনে বিরক্তিকর এড বন্ধ করার এই প্রক্রিয়া এমনিতে বেশিরভাগ android version গুলিতেই কাজ করে থাকে।

তবে যদি আপনি একেবারে নতুন android version-এর smartphone ব্যবহার করছেন, তাহলে option গুলি কিছু আলাদা ভাবে উল্লিখিত করা থাকতে পারে।

যেমন ধরুন, কিছু লেটেস্ট android mobile phone গুলিতে settings>> Google>> Ads এর পেজে “Delete advertising ID” নামের option থাকে যেটিতে click করে ডিলিট করলে, apps গুলি আপনাকে কোনো ভাবেই আর personalised ads দেখাতে পারবেনা।

রিলেটেড: মোবাইলের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার

Google Chrome-এর মধ্যে এড কিভাবে বন্ধ করব?

বেশিরভাগ ক্ষেত্রে, যখন আমরা নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকি, মূলত তখন নানান ধরণের ads গুলি আমাদের দেখানো হয়।

এক্ষেত্রে, ভিডিও, পপ-আপ, ডিসপ্লে ইত্যাদি নানান ধরণের বিজ্ঞাপন গুলিই আমরা দেখে থাকি।

যদি আপনি নিজের মোবাইল দিয়ে যেকোনো ধরণের ওয়েবসাইট ভিজিট করার সময় কোনো ধরণের এড দেখতে চাইছেনা বা সোজা ভাবে বললে এড গুলিকে ব্লক করে রাখতে চাইছেন, তাহলে এর উপায় Google Chrome-এর মধ্যেই আছে।

আসলে, মোবাইলের জন্য থাকা Google Chrome Browser-এর মধ্যে একটি built-in ad blocker-এর সুবিধা রয়েছে।

আর এই built-in ad blocker-এর দ্বারা যেকোনো ধরণের intrusive ads এবং pop-up ads গুলিকে block করা যাবে।

নিজের android mobile-এর মধ্যে Chrome ad blocker-টি চালু করার জন্য নিচে দিয়ে দেওয়া এই স্টেপ গুলি ফলো করুন।

Step 1: সবচেয়ে আগে নিজের মোবাইলে Google Chrome App-টি ওপেন করুন।

Step 2: এবার ক্রোম ব্রউজারের একেবারে উপরে হাতের দান দিকে থাকা three-dot menu-তে click করুন এবং ‘Settings’ ট্যাবে ক্লিক করুন।

Step 3: এবার আপনাকে সরাসরি চলে যেতে হবে, ‘Site settings’ > ‘Pop-ups and redirects’ এবং blocking অপশনটি চালু (enable) রাখতে হবে।

Step 4: এবার আবার ‘Site settings’ এর মধ্যে থাকা, Intrusive ads-এর মধ্যে গিয়ে অপসনটি disable করে রাখতে হবে।

এন্ড্রয়েড মোবাইলের সেরা কয়েকটি এড ব্লক করার অ্যাপ:

নিচে আমি সেরা কয়েকটি এড ব্লকার অ্যাপ গুলির বিষয়ে বলে দিচ্ছি যেগুলিকে মোবাইলে ডাউনলোড করে বিরক্তিকর বিজ্ঞাপন গুলিকে ব্লক করা যাবে।

  • AdAway (root only)
  • Adblock Plus
  • AdGuard
  • Blokada
  • DNS66
  • Total Adblock – ad blocker for Android

FAQ: কিভাবে মোবাইলে এড বন্ধ করা যায়?

১. আমার মোবাইলে pop-up এড কেন আসছে?

বেশিরভাগ ক্ষেত্রেই, এন্ড্রয়েড মোবাইল গুলিতে Pop-up ads গুলি নানান কারণে চলে আসতে পারে। যেমন ধরুন, এমন নানান অবিশ্বস্ত ওয়েবসাইট গুলিতে ভিজিট করা যেগুলির থেকে আপনার মোবাইলে অ্যাডওয়্যার ভাইরাস ছড়াতে পারে। অনেক সময় নানান মোবাইল অ্যাপস গুলিও আপনার মোবাইলে বিরক্তিকর এড দেখিয়ে থাকে। এরকম প্রচুর mobile apps গুলিও আছে যেগুলি আপনার মোবাইলে adware/malware গুলি ইনস্টল করার ফলে আপনার মোবাইল বিরক্তিকর পপ-আপ এড গুলি আসতে থাকে। এবার, নিজের মোবাইলে এই pop-up ads গুলি block করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালো ad-blocker app-এর।

২. কিভাবে মোবাইলে এড বন্ধ করা যায়?

যেকোনো এন্ড্রয়েড মোবাইলের মধ্যে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার জন্য আপনাকে সোজা ভাবে একটি সিম্পল সেটিং করতে হয়। মোবাইল ডিভাইস এর মধ্যে ads বন্ধ করার জন্য আপনাকে সরাসরি settings-এর অপশনে চলে যেতে হবে। এবার, settings-এর মধ্যে advertising বা privacy settings-এর অপসনটি খুঁজতে হবে। শেষে, personalized ads নামের একটি অপসন দেখবেন যেটিকে সরাসরি disable করে দিতে হবে। আবার অনেক মোবাইলের ক্ষেত্রে, interest-based advertising-এর অপসনটি disable করতে হয়। এছাড়া, যেকোনো এন্ড্রয়েড মোবাইলে একটি ভালো ad-blocker app ব্যবহার করে সহজেই এড গুলি ব্লক করা যায়।

৩. অ্যান্ড্রয়েডের জন্য জনপ্রিয় এড-ব্লকার অ্যাপ কোন গুলি?

এন্ড্রয়েড মোবাইলের জন্য এমনিই প্রচুর ad-blocker apps গুলি আপনারা পাবেন। এগুলির মধ্যে কিছু ad-blocker সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
AdGuard,
Blokada,
Adblock Plus,
AdAway,
Brave Browser,
DNS66,
uBlock Origin,
মনে রাখবেন, সব সময় অ্যাপস গুলিকে, Google Play Store-এর মতো কিছু বিশ্বস্ত ওয়েবসাইট বা বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন।

শেষ কথা,,

যদি এতো সহজ এবং সরল উপায় গুলি ব্যবহার করার মাধ্যমে আপনার মোবাইল ফোনে বিরক্তিকর এড গুলি বন্ধ করা যেতে পারে, তাহলে আর দেরি কেন।

এখন, Games, music, video, যেকোনো ধরণের apps গুলির মজা উপভোগ করুন কোনো ধরণের অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ছাড়া।

ফোনে এড আসা বন্ধ করব কিভাবে? যদি আমাদের আজকের আর্টিকেলটির থেকে আপনাদের কোনো ভাবেই কোনো লাভ হয়ে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।

এছাড়া, কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে কিন্তু অবশই জানিয়ে দিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top