মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়? সম্পূর্ণ গাইড বাংলাতে

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়? কিভাবে নিজের এন্ড্রয়েড মোবাইলে সিভি বানাতে হয়? (How To Create a CV/Resume Using Android Mobile) আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।

যদি আপনার কাছে একটি android smartphone আছে, তাহলে আর প্রয়োজনে একটি কম্পিউটার ক্যাফেতে গিয়ে আপনাকে সিভি তৈরি করতে হবেনা। কেননা, এখন আপনি নিজের মোবাইলে সিভি তৈরি করে নিতে পারবেন

এক্ষেত্রে, নিজের ঘরে বসে বা যেকোনো জায়গায় বসে থেকে নিজের হাতের মুঠোয় থাকা মোবাইল ডিভাইসটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে একটি প্রফেশনাল লুকিং সিভি বানাতে পারবেন।

বর্তমানে Google Play Store-এর মধ্যে এমন প্রচুর CV Builder Apps গুলি রয়েছে, যেগুলিকে কাজে লাগিয়ে কেবল কিছু মিনিটের মধ্যেই মোবাইল দিয়ে সিভি তৈরি করে নিতে পারবেন

অবশই পড়ুন: মোবাইলে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায়

কিভাবে? চলুন আর দেরি না করে নিচে আমরা মোবাইল দিয়ে সিভি বানানোর উপায় এবং ধাপ গুলি সরাসরি জেনেনেই।

মোবাইলে সিভি তৈরি করার লাভ এবং সুবিধাগুলো কি কি?

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়
How to create a CV using android mobile?

এখনকার সময়ে ডিজিটাল রেজ্যুমে বা সিভির চাহিদা দিনদিন বাড়ছে। 

এর পাশাপাশি এইচআর বা এমপ্লয়ারদের কাছে একটি প্রফেশনাল সিভির চাহিদা তো আরও বেশি। তাই, এখনকার বেশিরভাগ কর্মী বা ফ্রেশাররাই স্মার্টফোনেই তাদের সিভি বানাতে পছন্দ করেন। 

বর্তমানে, এরকম প্রচুর অ্যান্ড্রয়েড অ্যাপ গুলি এসেছে, যেগুলোতে সহজে এবং ফ্রিতেই মিনিটের মধ্যে সিভি বানানো যায়। এমনকি, এই মোবাইল দিয়ে সিভি বানানোর বেশ কিছু সুবিধাও রয়েছে। সেগুলো হল,

  • সিভি ডাউনলোড করার সুবিধা,
  • সহজে প্রিন্ট আউট করা যায়,
  • আগের থেকে তৈরি প্রচুর ফ্রি টেমপ্লেট পাওয়া যায়,
  • Ms Word ব্যবহারের দরকার নেই,
  • ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই, 
  • সিভি ফাইল সরাসরি ইমেইল করা যায়,
  • দিয়ে দেওয়া ফরম্যাটে নিজের ডিটেলস যুক্ত করলেই হয়ে যায়,
  • মোবাইল থেকে যেকোনো সময়ে সিভি এডিট/আপডেট করা যায়,
  • মোবাইলে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে সিভি তৈরি করা যায়।

এছাড়াও আরো নানান সুবিধা ও লাভ গুলি রয়েছে যার কারণে একটি মোবাইল দিয়ে সিভি বানানোর বিষয়টা অনেকেই পছন্দ করছেন।

অবশই পড়ুন: এন্ড্রোয়েড ফোনে বিরক্তিকর এড বন্ধ করুন

মোবাইলে সিভি কিভাবে তৈরি করতে হয়? সিভি তৈরির নিয়ম

এখন আর মোবাইল থেকে CV বানিয়ে পাঠানোর ব্যাপারটা মোটেও আনপ্রফেশনাল নেই। আর, কম সময়ের মধ্যে একমাত্র স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলো থেকেই সহজে দুর্দান্ত সব রেজ্যুমে বানানো যায়। 

তবে, যেকোনো CV বানানোর আগে তিনটে জিনিস মাথায় রাখা দরকার।

১. সঠিক CV মেকার অ্যাপ সিলেক্ট করা:

প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলেই Google Doc থেকে ফ্রীতেই CV তৈরী করা যায়। এছাড়াও, MS Word পেইড সফটওয়্যার হলেও, এখানেও আপনি রেজুমে বানাতে পারবেন। 

আপনি চাইলে বিভিন্ন notes app, যেমন- Google Keep ব্যবহার করে আপনার মোবাইলের সাথে PC বা ল্যাপটপ সিঙ্ক করে সিভি আপডেট বা শেয়ার করতেই পারেন।

এছাড়া, নিচে বলে দেওয়া এই android CV builder App-টি ব্যবহার করে একটি সেরা ও প্রফেশনাল সিভি বানিয়ে নিতে পারবেন।

তবে, যেকোনো সিভি তৈরি করার অ্যাপ ব্যবহার করলেই আলাদা করে আর কোনো প্রোগ্রাম ব্যবহারই করতে হয় না।

২. CV টেমপ্লেটের ব্যবহার:

যেকোনো সিভির মোট ৫টা দরকারি বিভাগ হয়,

  • পার্সোনাল/কন্ট্যাক্ট ডিটেইলস,
  • প্রফেশনাল প্রোফাইল,
  • key স্কিলস/দক্ষতা,
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স,
  • এডুকেশন ও কোয়ালিফিকেশন।

৩. ফাইল নেম ঠিক করা:

যেকোনো সিভি ফাইলের নামের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকলে, সেটা সহজেই এমপ্লয়ারদের চোখে পড়ে। যেমন, “আপনার নাম_পদবী_CV_জব টাইটেল” (যথা – Adam_Mondal_CV_English Teacher)।  

মোবাইল দিয়ে সিভি তৈরি করার উপায়গুলো কি কি?

মোবাইল দিয়ে সিভি তৈরির জন্যে, আমাদের সবথেকে বেশি পছন্দের অ্যাপটি হল Professional Resume Builder। 

এটি ব্যবহার করার জন্যে বিশেষ কোনো স্কিলের প্রয়োজন নেই।

মোবাইলে এটিকে ফ্রিতে ইনস্টল করে আপনি যতখুশি CV বানাতে বা এডিট করতে পারবেন। 

এই অ্যাপ্লিকেশনটি অনলাইন ও অফলাইন দুটো মোডেই কাজ করে। 

Professional Resume Builder-এর সাহায্যে সিভি বানানোর নিয়ম: 

নিচে বলে দেওয়া স্টেপস গুলি অনুসরণ করার মাধ্যমে, কিভাবে মোবাইল দিয়ে সিভি তৈরি করতে হয় সেই বিষয়ে সম্পূর্ণটা বুঝে নিতে পারবেন।

স্টেপ-১: ইনস্টল করা:

Professional resume builder app

Google Play Store-এ গিয়ে Professional Resume Builder টাইপ করে সার্চ করুন। 

এরপর, এই অ্যাপ্লিকেশনের নিচে থাকে ‘Install” বাটনে ক্লিক করে এটিকে ডাউনলোড করে ইনস্টল করুন। 

ইনস্টল হলে ‘Open’ বাটন প্রেস করে অ্যাপটিকে খুলুন।  

স্টেপ-২: অ্যাপ পারমিশন দেওয়া:

Accept terms

অ্যাপটি খোলার পর এর ‘Terms Of Services’-এর একদম নিচে থাকা ‘ACCEPT AND CONTINUE’ বাটনে চাপ দিয়ে মোবাইলে এটিকে ব্যবহারের অনুমতি দিন।

স্টেপ-৩: CV মেকিং শুরু:

মোবাইল দিয়ে সিভি বানানো

এরপর, ‘Resume Builder’ পেজের নিচের মাঝখানে থাকা বড় ‘+’ চিহ্নটিতে প্রেস করুন। 

স্টেপ-৪: ব্যক্তিগত ডিটেলস যোগ করা: 

মোবাইল দিয়ে সিভি তৈরি

‘Profile’ লেখা পাতাটি ওপেন হলে, সেখানে একে একে আপনার পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপেরিয়েন্স, স্কিলস, ও অবজেক্টিভগুলো লিখতে থাকুন। 

এখানে প্রতিটা সেকশন টাইপ করে উপরের ডানদিকে আসা ‘✔’-এ ক্লিক করলে, আপনার তথ্যগুলো সেভ হয়ে যাবে।  

স্টেপ-৫: আগে থেকে তৈরী ‘Objective’ সিলেক্ট করা:

Select objectives for your cv

আপনার ব্যক্তিগত তথ্যগুলো অ্যাড করা হলে, আপনার প্রোফাইলের সাথে মিল আছে, এমন অবজেক্টিভ বেছে নিয়ে নিজের মতো এডিটও করে নিতে পারেন। 

স্টেপ-৬: ইচ্ছেমতো আরও সেকশন অ্যাড করা:

Add new sections to your cv

আপনি চাইলে নিজের সিভিতে ‘Interests’, ‘language’, ‘Signature’, ‘activities’ ও আরও নানান সেকশন অ্যাড করতে পারেন। 

এর জন্যে আপনাকে নিজের profile থেকে Add More Section-এর মধ্যে click করতে হবে।

যেই অপসন গুলি নিজের সিভিতে যুক্ত করতে চান, সেগুলিতে click করে enable করুন এবং নিচে “Create new section” এ click করুন।

স্টেপ-৭: ‘View CV’-তে ক্লিক করা:

মোবাইল সিভি বানানোর অ্যাপস

সমস্ত CV-টাতে নিজের সমস্ত ডেটা দেওয়ার পর ‘Profile’ পাতার উপরের ডানদিকে থাকা ‘View CV’ অপশনে ক্লিক করুন।

স্টেপ-৮: টেমপ্লেট বাছা:

Select CV templates and apply

‘Choose Template’ থেকে আপনি নিজের পছন্দমতো যেকোনো একটা টেমপ্লেট বাছলেই আপনার রেজ্যুমে নিজে থেকেই তৈরী হয়ে যাবে। এখানে আপনি তৈরি হওয়া নিজের সিভির প্রিভিউও দেখতে পারবেন। 

স্টেপ-৯: সেন্ড/প্রিন্ট/শেয়ার/এক্সপোর্ট/ করা:

Save and download your cv

এরপর, আপনি প্রয়োজন অনুসারে তৈরি করা সিভিটি PDF ফাইল হিসেবে সেভ ও এক্সপোর্ট করতে পারেন। 

‘send’ অপশন থেকে সরাসরি জিমেইল বা যেকোনো সোশ্যাল মিডিয়াতেও পাঠাতে পারেন। 

এমনকি, প্রয়োজনে মোবাইল থেকে সরাসরি প্রিন্ট, শেয়ার বা এক্সপোর্ট করে নেওয়া যায়। 

মোবাইলে সিভি তৈরি করার অ্যাপস বা সফটওয়্যার:

ওপরে বলে দেওয়া এন্ড্রয়েড মোবাইল অ্যাপটি ব্যবহার করে অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে একটি প্রফেশনাল সিভি বানানো যায়। এর জন্যে আপনাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয়না।

তবে, আপনি যদি Google Play Store-এ থাকা অন্যান্য সেরা কিছু Android CV Builder Apps গুলি ব্যবহার করে সিভি বানাতে চাইছেন, তাহলে নিচে বলে দেওয়া এই CV maker apps গুলি ব্যবহার করতে পারবেন।

১. Resume Builder App

  • রেটিং: 4.5
  • ডাউনলোড: 1Cr+

২. Resume Builder & CV Maker for Jobs

  • রেটিং: 4.5
  • ডাউনলোড: 50T+

৩. Online CV Maker

  • রেটিং: 4.1
  • ডাউনলোড: 10L+

৪. Resume Builder – CV Engineer

  • রেটিং: 4.3
  • ডাউনলোড: 10L+

৫. AI Powered: CV & Resume Maker

  • রেটিং: 4.3
  • ডাউনলোড: 50L+

৬. PDF Resume App

  • রেটিং: 4.2
  • ডাউনলোড: 1L+

৭. Resume Builder App – Intelligent CV

  • রেটিং: 4.6
  • ডাউনলোড: 10M+

৮. AI Powered: CV & Resume Maker

  • রেটিং: 4.5
  • ডাউনলোড: 5M+

এগুলি ছাড়াও Google Play Store-এর মধ্যে আপনারা এমন প্রচুর free resume maker apps গুলি পেয়ে যাবেন, যেগুলির দ্বারা অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে নিজের মোবাইলে সিভি তৈরি করা যায়।

FAQ: মোবাইলে সিভি তৈরি করার নিয়ম:

প্রশ্ন: চাকরির জন্য মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়?

Google Play Store-এর যেকোনো সিভি মেকার অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করলেই জবের জন্যে মোবাইল দিয়েই সিভি বানানো যায়। কেননা, বেশিরভাগ মোবাইল সিভি মেকার অ্যাপ গুলিতেই আপনারা নানান প্রফেশনাল সিভি ফরম্যাট গুলি পেয়ে যাবেন যেগুলি চাকরি বা জব এর ক্ষেত্রে অনেক আকর্ষণীয় CV তৈরি করতে সক্ষম।

প্রশ্ন: অ্যান্ড্রয়েড ফোনে ফ্রেশারদের জন্যে কিভাবে সিভি তৈরী করা যায়?

ফ্রেশারদের জন্যে অ্যান্ড্রয়েড ফোন থেকে সিভি তৈরী করতে গেলে, তাদের সিভিতে বেশি করে অ্যাচিভমেন্টস, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এবং অবজেক্টিভ সেক্শনটি আকর্ষণীয়ভাবে লিখতে হবে। 

প্রশ্ন: অ্যান্ড্রয়েড ফোনে ফ্রিতে কিভাবে সিভি তৈরী করতে হয়?

প্লে স্টোরের যেকোনো সিভি মেকার অ্যাপ দিয়েই ফ্রিতে সিভি বানানো যায়। তবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে অ্যাড দেখতেই হবে। 

প্রশ্ন: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ওয়ার্ডে কিভাবে সিভি বানানো যায়?

Ms Word-এর পেইড ভার্সন অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে, সেখানে টেমপ্লেট ইউস করে সিভি বানানো সম্ভব। 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে সিভি বানাতে হয় সেই বিষয়ে এখন হয়তো সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝতেই পেরেছেন।

উপরে বলে দেওয়া এই সিভি বানানোর অ্যাপটিতে আপনাকে কেবল নিজের তথ্য গুলি জমা করতে হয় এবং একটি পছন্দের টেম্পলেট সিলেক্ট করতে হয়।

এতে, সম্পূর্ণ ফ্রীতে এবং নিজে নিজেই আপনার সিভি ফাইল তৈরি করে যাবে এবং ফাইলটি আপনি সরাসরি শেয়ার বা ডাউনলোড করতে পারবেন। মোবাইল দিয়ে সিভি বানানোর এই অ্যাপ গুলি সত্যি অনেক শক্তিশালী ও কার্যকর।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top