সেরা ৭টি রিংটোন বানানোর সফটওয়্যার: ২মিনিটে রিংটোন রেডি

যদি আপনিও নিজের android mobile দিয়ে পছন্দের গান গুলির থেকে ringtone বানিয়ে নিতে চাইছেন, তাহলে আমাদের আজকে এই আর্টিকেলে বলে দেওয়া এই সেরা রিংটোন বানানোর সফটওয়্যার গুলি আপনাদের প্রচুর কাজে লাগবে

রিংটোন বানানোর সফটওয়্যার
কিভাবে রিংটোন বানাবো? সেরা রিংটোন মেকার অ্যাপস।

অনেক সময় এমন অনেক গান গুলি আমাদের এতটাই পছন্দ হয়ে থাকে যে সেই গান গুলিকে মোবাইলের রিংটোন হিসেবে সেট করে রাখতে মন চায়। তবে ইন্টারনেটে নিজের পছন্দের রিংটোন গুলি খুঁজে পাওয়াটা খানিকটা কঠিন কাজ বলেই আমার মনে হয়।

এছাড়া, পছন্দের গানের রিংটোনটি খুঁজে পেলেও, বেশিরভাগ সময় গানের সেই ভালোলাগা লাইন বা অংশটি কিন্তু রিংটোন হিসেবে পাওয়া যায়না।

তাহলে কি করা যায়? চিন্তা করতে হবেনা, যদি আপনার কাছে এন্টি এন্ড্রয়েড মোবাইল আছে, তাহলে নিচে বলে দেওয়া এই রিংটোন বানানোর সফটওয়্যার গুলি ব্যবহার করে যেকোনো গান থেকে আনলিমিটেড রিংটোন বানিয়ে নিতে পারবেন।

অবশই পড়ুন: ৭টি মিউজিক সহ গান গাওয়ার অ্যাপস

মোবাইলে কিভাবে রিংটোন বানাবো?

যেকোনো এন্ড্রয়েড মোবাইল দিয়ে রিংটোন বানানোর জন্য আপনার কাছে থাকতে হবে একটি ভালো অডিও কাটার সফটওয়্যার অ্যাপ।

এই ধরণের গান কাটার অ্যাপস গুলি Google Play Store-এর মধ্যে প্রচুর পাবেন। এছাড়া, অ্যাপস গুলি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে কোনো টাকা না দিয়েই বানিয়ে নিতে পারবেন আনলিমিটেড রিংটোন বা নোটিফিকেশন টোন গুলি।

  1. একটি ভালো Ringtone maker app download করুন।
  2. এবার অ্যাপটি ওপেন করুন এবং অডিও ফাইল সিলেক্ট করুন।
  3. আপনি যেই গান থেকে রিংটোন বানাতে চাইছেন, সেই গানটি অ্যাপ এর মধ্যে আপলোড করুন।
  4. অডিও এডিটর এর মধ্যে গানটি কাটার একটি টুল পাবেন।
  5. রিংটোন হিসেবে সেভ করতে চান, গানের সেই অংশটি সিলেক্ট করুন এবং crop/cut করুন।
  6. এবার, কেটে নেওয়া গানের অংশটিকে Ringtone বা Notification tone হিসেবে সেভ করুন।

এভাবেই, ২ মিনিটের মধ্যে নিজের পছন্দের গান থেকে তৈরি করে নিতে পারবেন একাধিক রিংটোন গুলি।

জরুরি টিপস: এন্ড্রোয়েড ফোনে বিরক্তিকর এড বন্ধ করুন

মোবাইলের সেরা রিংটোন বানানোর সফটওয়্যার: ৭টি ফ্রি অ্যাপস

নিচে, এন্ড্রয়েড মোবাইলে রিংটোন বানানোর যেই অ্যাপস গুলির বিষয়ে বলা হয়েছে সেগুলি Google Play Store থেকে অনেক সহজেই সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন। এই অ্যাপস গুলির কিছু প্রিমিয়াম বা পেইড ফীচার থাকতে পারে যদিও, রিংটোন বানানোর জন্য ফ্রি ভার্সন যথেষ্ট।

রিংটোন বানানোর অ্যাপস:টোটাল ডাউনলোড:
১. Big Bang – Ringtone Maker৫০ মিলিয়ন+
২. Dairy App & Notes – Music Cutter১০ মিলিয়ন+
৩. InShot Inc – MP3 Cutter & Ringtone৫০ মিলিয়ন+
৪. Easy To Use (OnMobi) – Ringtone Maker১ মিলিয়ন+
৫. ZipoApps – Ringtone maker৫ মিলিয়ন+
৬. Atomic Infoapps – MP3 Cutter & Ringtone১০০ মিলিয়ন+
৭. MeiHillMan – Ringtone Maker১০ মিলিয়ন+
Best MP3 cutter and ringtone maker apps for android.

জরুরি: মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার


১. Big Bang – Ringtone Maker

গুগল প্লে রেটিং: ৪.৩

এটা একটি সম্পূর্ণ ফ্রি এন্ড্রয়েড অ্যাপ যেটিকে কাজে লাগিয়ে ringtones, alarms, এবং notification tones গুলি তৈরি করা যেতে পারে। আপনি অনেক সহজেই যেকোনো MP3, FLAC, OGG, WAV,AAC(M4A)/MP4, 3GPP/AMR, MIDI files গুলির থেকে পছন্দের টোন গুলি বানাতে পারবেন।

এখানে মূলত, আপনাকে নিজের পছন্দের গান বা মিউজিক ফাইলটি আপলোড করতে হয় এবং তারপর পছন্দের অংশ গুলি কেটে Ringtone/Alarm/Notification তৈরি করতে হয়।

মূল সুবিধা গুলি:

  • প্রায় প্রত্যেক মিউজিক ফাইল ফরমেট সাপোর্ট করে।
  • গান কেটে অনেক তাড়াতাড়ি রিংটোন বানানো যায়।
  • একটি মিউজিক এডিটর হিসেবেও অ্যাপটি ব্যবহার করা যায়।
  • রিংটোনের পাশাপাশি নোটিফিকেশন টোন এবং অ্যালার্ম টোন বানানো যায়।

২. Dairy App & Notes – Music Cutter

গুগল প্লে রেটিং: ৪.৬

গুগল প্লে স্টোরে ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই অডিও এডিটর অ্যাপটি অনেক দারুন ভাবে রিংটোন বানানোর সুবিধা দিয়ে থাকে। এই মিউজিক এডিটর অ্যাপটি ব্যবহার করে যেকোনো গান এডিট করার পাশাপাশি গানের যেকোনো অংশ কেটে সেটিকে রিংটোন হিসেবে সেভ করা যেতে পারে।

এটা একটি all-in-one audio editor app, যেটিকে আপনি voice recorder, voice changer, audio player, MP3 cutter এবং ringtone maker হিসেবে ব্যবহার করতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • এটা একটি all-in-one audio editor app।
  • আলাদা আলাদা অডিও গুলিকে মার্জ করা যায়।
  • যেকোনো ভিডিও mp3-তে কনভার্ট করা যাবে।
  • Volume booster-এর দ্বারা সাউন্ড কোয়ালিটি বাড়ানো যায়।

৩. InShot Inc – MP3 Cutter & Ringtone

গুগল প্লে রেটিং: ৪.৬

InShot-এর তরফ থেকে থাকা এই MP3 Cutter & Ringtone Cutter App-টি একটি অনেক সাধারণ অ্যাপ যেটিকে কাজে লাগিয়ে যেকোনো গান কেটে সেখান থেকে একাধিক রিংটোন গুলি বানানো যাবে। প্লে স্টোর থেকে ৫০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া রিংটোন বানানোর এই সেরা সফটওয়্যারটি আপনারা একেবারে ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া, রিংটোন বানানো, সেট করা, ম্যানেজ করা ইত্যাদি সবটা এই অ্যাপ থেকেই করা যাবে।

মূল সুবিধা গুলি:

  • অনেক দ্রুত অডিও ইনপুট এবং কাটিং।
  • Mp3, wav, ogg, m4a, acc, flac, ইত্যাদি ফাইল সাপোর্ট করে।
  • সঠিক ভাবে অডিও কাটার জন্য zoom-এর অপসন পাবেন।
  • Reduce/boost volume-এর অপসন থাকছে।

৪. Easy To Use (OnMobi) – Ringtone Maker

গুগল প্লে রেটিং: ৪.৬

আপনি যদি আলাদা আলাদা সাউন্ড, মিউজিক বা গানের অংশ গুলিকে জোড়া লাগিয়ে একটি সিঙ্গেল রিংটোন ফাইল বানিয়ে নিতে চান, এক্ষেত্রে এই রিংটোন মেকার অ্যাপটি আপনার অনেক কাজে লাগবে। গান কেটে রিংটোন বানানোর পাশাপাশি লেখা দিয়েও রিংটোন তৈরি করার ফীচার এই অ্যাপে রয়েছে। এছাড়া, মোবাইলের contacts গুলির জন্য সরাসরি ringtone manage করার সুবিধা এখানে পাবেন।

মূল সুবিধা গুলি:

  • Text-এর দ্বারা ringtone বানানো যায়।
  • গান বা মিউজিক গুলি জোড়া লাগানো যায়।
  • Ringtone, Notification tone এবং Alarm tone বানানো যায়।

৫. ZipoApps – Ringtone maker

গুগল প্লে রেটিং: ৪.৩

ZipoApps-এর তরফ থেকে থাকা এই সেরা রিংটোন মেকার সফটওয়্যার অ্যাপটিতে থাকা Music Cutter tool-টি ব্যবহার করে কেবল কিছু মিনিটের মধ্যে নিজের পছন্দের রিংটোন ফাইল বানিয়ে নিতে পারবেন। আপনি ringtone, alarm sound বা notification sounds গুলিও বানাতে করতে পারবেন।

অ্যাপের মধ্যে পছন্দের গানটি সিলেক্ট করার পর গানের সেরা অংশটি সিলেক্ট করে সেভ করে নিন। রিংটোন হিসেবে সেভ করার আগে, অডিও ফাইলটি music player-এর দ্বারা আগে শুনে নিতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • গান কাটার জন্য zoom in এবং zoom out-এর সুবিধা থাকছে।
  • যেকোনো গান কাটার আগে সেটিকে শুনে নিতে পারবেন।
  • গান কেটে ringtone বা alarm sound format হিসেবে সেভ করা যায়।

৬. Atomic Infoapps – MP3 Cutter & Ringtone

গুগল প্লে রেটিং: ৪.২

Google Play Store থেকে প্রায় ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া মোবাইল দিয়ে রিংটোন বানানোর এই সফটওয়্যারটি মূলত একটি ফ্রি এবং সহজ MP3 Cutter App।

আপনাকে সোজা নিজের মোবাইল থেকে পছন্দের mp3/music file-টি সিলেক্ট করতে হবে এবং অডিও থেকে যেই অংশটি কেটে রিংটোন বানাতে চাইছেন, সেই অংশটির নির্বাচন করুন। এবার কেটে নেওয়া অডিও ফাইলটি Ringtone/Music/Alarm/Notification হিসেবে সেভ করুন।

মূল সুবিধা গুলি:

  • গানের অংশ সিলেক্ট করার জন্য touch interface পাবেন।
  • MP3, WAV, AAC, AMR, ইত্যাদি মিউজিক ফরমেট সাপোর্ট করে।
  • অনেক সহজেই গান কেটে রিংটোন বানানো যায়।

৭. MeiHillMan – Ringtone Maker

গুগল প্লে রেটিং: ৪.৩

এই Ringtone Maker & MP3 Cutter App-টি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। এটা একটি কমপ্যাক্ট এবং ব্যবহারিক রিংটোন মেকার অ্যাপ যেখানে নানান ফিচারস গুলি যুক্ত রাখা হয়েছে।

যেমন ধরুন, sound recording-এর মাধ্যমে রিংটোন বানানো যায়, গান কাটার/এডিট করার জন্য waveform display পাবেন। এছাড়া অন্যান্য শক্তিশালী অডিও এডিটিং টুলস গুলিও এখানে থাকার কথা বলা হয়েছে।

মূল সুবিধা গুলি:

  • এটা একটি অনেক শক্তিশালী মিউজিক এডিটর অ্যাপ।
  • MP3, WAV, AAC, AMR, 3GPP, 3GP, M4A, অডিও ফরম্যাট সাপোর্ট করে।
  • Ringtone বানানোর জন্য millisecond-level perfect cut-এর সুবিধা আছে।

আমাদের শেষ কথা,,

বন্ধুরা, যদি আপনারা নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে নিজের পছন্দের রিংটোন গুলি বানানোর কথা ভাবছেন, তাহলে অবশই উপরে বলে দেওয়া এই সেরা রিংটোন বানানোর সফটওয়্যার গুলি ব্যবহার করতে পারবেন।

সম্পূর্ণ ফ্রীতে পছন্দের যেকোনো গান কেটে একাধিক রিংটোন ফাইল বানানোর জন্য একটি ভালো Ringtone Maker বা MP3 Cutter App-এর প্রয়োজন হয়।

আর এই app গুলি ব্যবহার করাটাও অনেক সহজ ও সুবিধাজনক। নিজের মোবাইল থেকে পছন্দের মিউজিক ফাইলটি সিলেক্ট করুন এবং গানের যেই অংশগুলি আপনার বেশি পছন্দ, সেগুলি কেটে রিংটোন বানিয়ে নিন।

এই রিংটোন বানানোর অ্যাপস গুলি ব্যবহার করে শুধুমাত্র রিংটোনেই নয়, তবে নোটিফিকেশন টোন এবং অ্যালার্ম টোন গুলিও বানানো যাবে।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top