মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করুন: কার্টুন বানানো অ্যাপস

একটি এন্ড্রয়েড মোবাইল দিয়ে কাটুন ভিডিও কিভাবে তৈরি করবেন? প্রশ্নটি একবার হলেও আপনার মাথায় অবশই ঘুরেছে হয়তো। তবে, এখন কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়েই। হ্যা, আমি একেবারে ঠিক কথা বলছি। এক্ষেত্রে, আপনার কোনো ধরণের PC animation software বা tools ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।

আসলে, মোবাইলে কার্টুন বানানো সফটওয়্যার গুলো ব্যবহার করে এখন নিজের মোবাইলেই সম্পূর্ণ ফ্রীতে কাটুন ভিডিও গুলি বানিয়ে নিতে পারবেন। এর জন্য কোনো ধরণের কোডিং এর জ্ঞান বা অভিজ্ঞতার প্রয়োজন নেই।

সেই পুরোনো দিন এখন আর নেই যখন একটি সাধারণ ২ডি অ্যানিমেটেড ভিডিও তৈরি করার জন্য জটিল সফটওয়্যার এবং শক্তিশালী কম্পিউটার ডিভাইস গুলোর প্রয়োজন হতো।

তবে, বর্তমান সময়ে জেকেও কাটুন ভিডিও বানানোর অ্যাপস গুলি ব্যবহার করার মাধ্যমে নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়েই কাটুন ভিডিও তৈরি করে নিতে পারবেন।

মোবাইলে 2D এবং 3D কার্টুন অ্যানিমেটেড ভিডিও গুলো বানানোর জন্য বর্তমানে আমরা বিভিন্ন মোবাইল অ্যাপস বা অ্যানিমেশন সফটওয়্যার গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারি।

এছাড়া, এই কাটুন বানানোর অ্যাপস বা সফটওয়্যার গুলো সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে। এমন অনেক সেরা কাটুন বানানোর অ্যাপস গুলো রয়েছে যেগুলি ব্যবহার করে প্রফেশনাল অ্যানিমেশন ভিডিও গুলো বানানো যাবে।

এছাড়া, মোবাইল দিয়ে কাটুন ভিডিও তৈরি করার এই অ্যাপস গুলোতে কাজ করার জন্য কোনো ধরণের অ্যানিমেশন সম্পর্কিত স্কিল বা কাজ জানার দরকার নেই।

কেননা অ্যাপস গুলি ব্যবহার করে সম্পূর্ণ ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে 2D/3D অ্যানিমেশন কাটুন ভিডিও বানানো যাবে।

চলুন তাহলে, নিচে আমরা এনিমেশন কাটুন ভিডিও তৈরি করার সেরা সফটওয়্যার গুলোর বিষয়ে জেনেনেই এবং সেগুলিকে ডাউনলোড করে নেই। (Best free cartoon video maker apps download)।

মোবাইল দিয়ে কাটুন ভিডিও কিভাবে তৈরি করবেন?

কাটুন ভিডিও বানানোর অ্যাপস
কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে

দেখুন, যেকোনো এন্ড্রয়েড মোবাইল দিয়ে কাটুন ভিডিও বানানোর নানান Free Professional Animation Video Maker Apps গুলি আপনারা পাবেন। মনে রাখবেন, এক্ষেত্রে কোনো ধরণের animation skill বা knowledge-এর প্রয়োজন হয়না।

মোবাইল দিয়ে 2D/3D animation cartoon videos গুলি তৈরি করার ক্ষেত্রে এই অ্যাপস গুলিতে একটি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম তৈরি করা থাকে। তাই, পছন্দমতো ফীচার, মিডিয়া, এফেক্ট গুলিকে শুধু মাত্র ড্রোন এন্ড ড্রপ করেই তৈরি করে নিতে পারবেন কার্টুন ভিডিও।

মোবাইলে কার্টুন বানানো সফটওয়্যার গুলি ব্যবহার করা ছাড়াও, একটি দারুন কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাকে অন্যান্য ধাপ গুলিও অনুসরণ করতে হয়।

১. সঠিক অ্যাপটি বেছে নিন:

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার প্রচুর অ্যাপস গুলি আপনারা পেয়ে যাবেন।

এই ধরণের কিছু সেরা এবং জনপ্রিয় android cartoon video maker apps গুলি হলো, Toontastic 3D, FlipaClip, Animation Desk, Stick Nodes, এবং আরো আছে।

তবে এটা আপনার উপর থাকছে যে, আপনি কোন অ্যাপটি ব্যবহার করবেন।

এমনিতে, এই প্রত্যেক cartoon video maker অ্যাপস গুলি প্রায় একই ভাবে কাজ করে থাকে যদিও, এদের প্রত্যেকের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট গুলি অবশই রয়েছে।

আমার হিসেবে, যেই অ্যাপটি আপনি সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারছেন, সেই অ্যাপটি ব্যবহার করুন।

২. একটি দারুন স্টোরি তৈরি করা:

দারুন অ্যানিমেশন এর পর, একটি আকর্ষণীয় কার্টুন ভিডিও বানানোর জন্য যেই জিনিষটা সব থেকে অধিক গুরুত্বপূর্ণ সেটা হলো, কার্টুনের স্টোরি বা গল্প। ভিডিওটি শর্ট হোক বা লং, ভিডিওটিতে অবশই একটি আকর্ষক কাহিনী থাকাটা অনেক জরুরি।

তাই, অ্যানিমেশন তৈরি এবং এডিট করার আগেই, আপনাকে নিজের ভিডিওর গল্প, ডায়লগ, ভিডিওতে কোন কোন কার্টুন চরিত্র থাকবে, কার কি রোল থাকছে, কার্টুন ভিডিও সীন গুলি কিভাবে তৈরি করবেন, এগুলি সব আগের থেকে ভেবে বা লিখে রাখুন।

৩. অ্যাপ ইনস্টল করুন:

এবার, উপরে বা নিচে বলে দেওয়া এই কাটুন ভিডিও বানানোর অ্যাপস গুলির মধ্যে যেকোনো একটি সরাসরি Google Play Store বা Apple App Store-এর থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করুন।

অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পর, সেখানে আপনি নিজের ভিডিওর জন্য ধাপে ধাপে কার্টুন সীন গুলি তৈরি করতে পারবেন।

কার্টুন ভিডিওতে, আলাদা আলাদা লোকেশন বা সীন গুলি যুক্ত করার জন্য background images এবং cartoon character গুলিকে নিজের মোবাইলের গ্যালারি থেকে আপলোড বা ইম্পোর্ট করতে পারবেন।

সোজা ভাবে বলতে, নিজের কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য আগের থেকে ভেবে রাখা নিজের ভিডিও স্ক্রিপ্ট হিসেবে সমস্ত সীন গুলি তৈরি করে নিতে হবে।

৪. কার্টুন অ্যানিমেশন:

মনে রাখবেন, কার্টুন ভিডিও সীন গুলি তৈরি করার সময় আপনাকে নিজের কার্টুন চরিত্র গুলিকে এনিমেট অবশই করতে হবে। যেমন ধরুন, হাটা, কথা বলা, লাফানো, ইত্যাদি।

এর জন্যে, আপনাকে কার্টুন বানানো সফটওয়্যারটিতে দিয়ে দেওয়া নানান animation tools গুলিকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে, smooth animation-এর জন্যে আপনাকে একাধিক frames গুলি তৈরি করতে লাগতে পারে।

৫. Dialogue এবং Sound Effects:

যদি একটি কাহিনী নিয়ে কার্টুন ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনাকে নানান Dialogue এবং Sound Effects গুলি যুক্ত করতে হবে। এক্ষেত্রে, আলাদা আলাদা কার্টুন চরিত্র গুলির গলার আওয়াজ আলাদা আলাদা হওয়া দরকার।

এমনিতে আপনি নিজের মোবাইলের ফাইল ম্যানেজার/গ্যালারি থেকে পছন্দমতো সাউন্ড এফেক্ট বা রেকর্ড করা ভয়েস ফাইল নিজের ভিডিওতে যুক্ত করতে পারবেন।

তবে, কাটুন ভিডিও বানানোর সময় সরাসরি ভয়েস রেকর্ডিং টুল এর মাধমেও কার্টুন চরিত্র গুলির জন্য ডায়লগ যুক্ত করতে পারবেন। বেশিরভাগ, কার্টুন বানানো সফটওয়্যার গুলিতে সরাসরি ভয়েস রেকর্ড করে যুক্ত করার ফীচারটি রয়েছে।

এবার, এভাবে কয়েক মিনিটের কার্টুন অ্যানিমেশন ভিডিওটি তৈরি করে নেওয়ার পর, এবার আপনি সরাসরি সেই ভিডিওটি নিজের মোবাইলে ভিডিও ফাইল হিসেবে সেভ করে নিতে পারবেন।

মোবাইল দিয়ে কাটুন ভিডিও বানানোর অ্যাপস/সফটওয়্যার – ফ্রি ডাউনলোড

Google Play Store-এ গিয়ে, “কাটুন তৈরির সফটওয়্যার ডাউনলোড” লিখে সার্চ দিলেই এনিমেশন ভিডিও বানানোর প্রচুর সফটওয়্যার গুলো আপনারা পেয়ে যাবেন।

আজকের এই আর্টিকেলে আমি কেবল সেরা ৮টি কাটুন তৈরির সফটওয়্যার গুলো বিষয়ে বলবো যেগুলি ব্যবহার করে আকর্ষণীয় ২ডি এবং ৩ডি অ্যানিমেশন তৈরি করা যাবে।

১. FlipaClip – 2D Animation

 এন্ড্রয়েড মোবাইল দিয়ে ২ডি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে Flipa Clip একটি অনেক প্রচলিত ও বিখ্যাত অ্যাপ।

এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে, Memes, Anime, Stick Figures, Stickman, Drawing Video, Animating Pictures, Stop Motion ইত্যাদি অন্যান্য বিভিন্ন ধরণের ভিডিও ক্লিপ গুলো তৈরি করতে পারবেন।

এখানে art drawing tools, animation layers, video animation tools ইত্যাদি নানান ধরণের টুলস গুলো পাবেন। কার্টুন ভিডিও তৈরি করার সময় পছন্দ মতো মিউজিক ইফেক্ট এবং সাউন্ড ব্যবহার করা যাবে। এছাড়া, ভয়েস রেকর্ডিংয়ের সাথে আপনার অ্যানিমেশনে ডায়লগ যুক্ত করার সুবিধাও রয়েছে।

যখন আপনি প্রথমবারের জন্য FlipaClip অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন, তখন একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাকে অ্যাপ এর ব্যবহার বুঝিয়ে দেওয়া হবে। 

কি কি বৈশিষ্ট রয়েছে:

  • আর্ট ড্রয়িং টুলস রয়েছে।
  • গ্লো ইফেক্ট অ্যানিমেশন লেয়ার ফ্রীতে ব্যবহার করা যায়।
  • প্রফেশনাল ভিডিও অ্যানিমেশন টুলস গুলো আছে।
  • অ্যানিমেশন ভিডিও গুলোতে সাউন্ড, মিউজিক, গ্রাফিক্স যুক্ত করা যায়।
  • কার্টুন ভিডিওতে ডায়লগ যুক্ত করার জন্য ভয়েস রেকর্ড করা যায়।

>> Download FlipaClip App 

২. Toontastic 3D

যদি আপনি মোবাইল দিয়ে কাটুন ভিডিও বানানোর কথা ভাবছেন তাহলে এক্ষেত্রে আমার সব থেকে প্রিয় অ্যাপটি হলো Toontastic 3D। Google Play Store-এ ৫ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই অ্যাপটি ৪.২ রেটিং এর সাথে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

Toontastic অ্যাপটিতে আপনারা আগের থেকে তৈরি নানান কার্টুন চরিত্র, সেটিং এবং লোকেশন গুলো পাবেন। আপনাকে সরাসরি নিজের পছন্দমতো অপসন এবং সেটিং গুলোর বাছাই করতে হবে এবং ভয়েস যোগ করতে হবে। ব্যাস, এভাবেই সম্পূর্ণ অটোম্যাটিক ভাবে তৈরি করে নিতে পারবেন একটি সেরা কার্টুন অ্যানিমেশন ভিডিও। 

কি কি বৈশিষ্ট গুলো রয়েছে:

  • 3D drawing tools-এর সাহায্যে নিজের পছন্দমতো কার্টুন চরিত্র তৈরি করুন।
  • পছন্দমতো soundtrack, voice এবং songs গুলো যুক্ত করা যাবে।
  • Short Story, Classic এবং Science Report সহ ৩টি আলাদা আলাদা ধরণের গল্পের ধরণ সিলেক্ট করা যাবে।
  • বানানো কার্টুন ভিডিও গুলো সরাসরি নিজের মোবাইলে সেভ করা যাবে।

>> Download Toontastic 3D

৩. Stop Motion Studio

এনিমেশন ভিডিও তৈরি সফটওয়্যার

স্টপ-মোশন ক্যাপচার করার মাধ্যমেও আকর্ষণীয় অ্যানিমেশন মোশন ভিডিও গুলো তৈরি করা যাবে। আর এই ধরণের অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন Stop Motion Studio free App।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ১০ মিলিয়ন থেকেও অধিকবার ডাউনলোড করা হয়েছে। এটা একটি অনেক শক্তিশালী অ্যাপ যেখানে Overlay mode, video filters, fade effects ইত্যাদি নানান ধরণের টুলস গুলো রয়েছে।

এছাড়া কার্টুন ভিডিও বানানোর সময় সেখানে soundtrack, sound effects এবং নিজের voice যুক্ত করা যাবে। 

কি কি বৈশিষ্ট রয়েছে:

  • ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হয়েছে।
  • শক্তিশালী, পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত অ্যানিমেশন মেকার অ্যাপ।
  • আগের থেকে তৈরি নানান ভিডিও ফিল্টার গুলো আছে।
  • আপনার সুবিধার জন্য এখানে Animation guides নামের অপসন রাখা হয়েছে।
  • ক্লিন এবং পরিষ্কার টাইমলাইন পাবেন।
App name:Stop Motion Studio
Rating:4.0
Downloads:10M+
Paid / free:Free / In-app purchases
Requires Android:5.1 and up
>> Download Link

৪. Draw Cartoons 2

কাটুন তৈরি সফটওয়্যার ডাউনলোড

অ্যাপটির নাম শুনেই আপনি হয়তো বুঝা গিয়েছেন যে এটা অবশই মোবাইল দিয়ে কাটুন বানানোর একটি অ্যাপ।

অ্যাপটি ব্যবহার করে অনেক ভালো মানের কার্টুন অ্যানিমেশন গুলো বানানো যাবে। এখানে আগের থেকে তৈরি বিভিন্ন কার্টুন চরিত্র গুলো পাবেন যেগুলি নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন।

এছাড়া অনেক সুবিধাজনক ভাবে কার্টুন ভিডিও বানানোর জন্য এখানে পাচ্ছেন keyframes-এর অপসন। আবার তৈরি করা কার্টুন ভিডিওতে সহজেই ভয়েস এবং মিউজিক যুক্ত করতে পারবেন। শেষে অ্যানিমেশন ভিডিওটি সম্পূর্ণভাবে বানিয়ে নেওয়ার পর সেটিকে mp4 format এর সাথে ডাউনলোড করে নিতে পারবেন।

কি কি বৈশিষ্ট রয়েছে:

  • ১০ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড করা হয়েছে।
  • বিশেষ কোনো এডিটিং ছাড়া অটোম্যাটিক ভাবে অ্যানিমেশন তৈরি।
  • ক্যারেক্টর মুভমেন্ট সহ অ্যানিমেশন করা যায়।
  • Keyframes সহ অ্যানিমেশন তৈরি।
  • নানান কার্টুন চরিত্র এবং আইটেম গুলো আগের থেকে পাবেন।
  • ভয়েস ওভার এবং মিউজিক ও সাউন্ড যুক্ত করা যাবে।
App name:Draw Cartoons 2
Rating:4.2
Downloads:10M+
Paid / free:Free / In-app purchases
Requires Android:5.0 and up
>> Download Link

৫. MJOC2

best cartoon video maker apps

বর্তমান ইউটিউবে এমন অনেক ধরণের কার্টুন ভিডিও চ্যানেল গুলো রয়েছে যেগুলোতে Make Joke Of (MJO) ধরণের কার্টুন অ্যানিমেশন ভিডিও গুলো বানিয়ে আপলোড করা হয়।

ইন্টারনেটে এই ধরণের অ্যানিমেশন ভিডিও গুলোর চাহিদা প্রচুর।

তাই, আপনিও চাইলে MJOC2 App ব্যবহার করে এই ধরণের দারুন কার্টুন ভিডিও গুলো বানিয়ে নিতে পারবেন। কাটুন ভিডিও বানানোর এই অ্যাপ আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে দেখতে পারবেন।

সরাসরি প্রয়োজন হিসেবে কার্টুন চরিত্র সিলেক্ট করুন, একটি লোকেশন বাছাই করুন এবং ভিডিও তৈরি করার সাথে সাথে ভয়েস যুক্ত করুন। কেবল কিছু মিনিটেই তৈরি করে নিতে পারবেন একটি সেরা MJO animation video।

এছাড়া, আপনি চাইলে কার্টুন চরিত্র গুলোকে নিজের হিসেবে এডিট এবং কাস্টমাইজ করতে পারবেন।

অ্যাপ এর মূল বৈশিষ্ট গুলো:

  • ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে।
  • 3D অ্যানিমেশন কার্টুন বানানোর জন্য সেরা।
  • পছন্দমতো কার্টুন চরিত্র সিলেক্ট করে ভিডিও বানানো যায়।
  • Gestures-এর দ্বারা animation তৈরির সুবিধা।
App name:MJOC2
Rating:4.0
Downloads:1M+
Paid / free:Free / In-app purchases
Requires Android:7.0 and up
>> Download Link

৬. Plotagon Story

Plotagon Story App ব্যবহার করে একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল কার্টুন ভিডিও বানানো অনেক সোজা। এটা একটি ফ্রি অ্যানিমেশন মেকার অ্যাপ যেখানে আপনি নিজের মতো করে কার্টুন চরিত্র গুলো বানাতে পারবেন। তবে মনে রাখবেন, এই অ্যাপটি চলার জন্য মোবাইলে শক্তিশালী প্রসেসর এবং অধিক র্যাম থাকর প্রয়োজন আছে।

এমনিতে একটি লো এন্ড মোবাইলেও অ্যাপটি কাজ করবে যদিও এক্ষেত্রে মোবাইল হ্যাং হওয়ার মতো সমস্যা গুলো হতে পারে। শুরুতে অ্যাপে থাকা বিভিন্ন features, options এবং settings গুলো নিয়ে বুঝতে আপনার কিছুটা সমস্যা হতে পারে।

কেননা, এটা মোবাইল দিয়ে কার্টুন তৈরি করার অ্যাপ হলেও অন্যান্য অ্যাপ গুলির তুলনায় অনেক শক্তিশালী ও প্রফেশনাল।

একটি দারুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য সেরা লোকেশন এবং scenes গুলো রয়েছে। এছাড়া, তৈরি করা ভিডিওতে নিজের মতো করে voice, sound effects এবং music গুলো যুক্ত করতে পারবেন।

অ্যাপ এর মূল বৈশিষ্ট গুলো:

  • ৫ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড হয়েছে।
  • কার্টুন বা অ্যানিমেশন দিয়ে গল্প তৈরি করা যাবে।
  • প্রচুর কার্টুন চরিত গুলো আছে এবং চরিত্রের কাস্টোমাইজেশন সম্ভব।
  • নিজের ভয়েস, সাউন্ড, মিউজিক যুক্ত করা যাবে।
App name:Plotagon Story
Rating:3.7
Downloads:5M+
Paid / free:Free / In-app purchases
Requires Android:8.0 and up
>> Download Link

৭. TweenCraft

এটা এন্ড্রয়েড মোবাইলের জন্য একটি সেরা 2D animation app যেখানে অনেক সহজেই 2d cartoon video গুলো বানানো যাবে। এখানে আপনারা character movement এবং create custom character-এর মতো উন্নত ফীচার গুলো পেয়ে যাবেন।

অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে কেবল নিজের পছন্দের কার্টুন চরিত্র সিলেক্ট করে ডায়লগ যুক্ত করতে হয়। এছাড়া কার্টুন ক্যারেক্টার গুলোকে অ্যানিমেট করানোর জন্য সরাসরি হাতের আঙুল স্পর্শ করে কাজটি করতে হবে। তবে অ্যানিমেশন তৈরি করার প্রক্রিয়াটি অনেক সোজা।

আলাদা আলাদা ধরণের ভিডিও তৈরি করার জন্য নানান cartoon character এবং background গুলো পাবেন। অ্যাপটিতে নানান visual এবং audio effects গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে অ্যানিমেশন ভিডিওটিকে অধিক প্রফেশনাল দেখানো যাবে।

অ্যাপ এর বৈশিষ্ট গুলো:

  • ৫ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড হয়েছে।
  • নিজের পছন্দমতো কার্টুন চরিত্র তৈরি করা যায়।
  • Gesture based movement সহ অ্যানিমেশন করা যায়।
  • ভিডিও তৈরি করার সময় পছন্দমতো ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়।
  • কার্টুন চরিত্রগুলোতে এক্সপ্রেশন যুক্ত করতে পারবেন।
App name:TweenCraft
Rating:4.2
Downloads:1M+
Paid / free:Free / In-app purchases
Requires Android:5.0 and up
>> Download Link

৮. Chroma Toons – Make Animation

ChromaToons animation video maker app

যারা মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে চান তাদের জন্য এই Chroma Toons অ্যাপটি অনেক কাজের প্রমাণিত হতে পারে। ভিডিও বানানোর জন্য, আপনাকে সরাসরি background scene এবং পছন্দের cartoon character সিলেক্ট করতে হয়।

এরপর মোবাইলে আঙুল দিয়ে স্পর্শ (finger touch movements) করার মাধ্যমে কার্টুন চরিত্র গুলোকে অ্যানিমেট করতে পারবেন। কাস্টম অ্যানিমেশন তৈরি করার জন্য এখানে Keyframe animation system-এর অপসন রয়েছে। আপনি চাইলে বিভিন্ন cartoon characters এবং background scene গুলিকে ইম্পোর্ট করতে পারবেন।

এছাড়া কার্টুন ভিডিও রেকর্ড করার সময় সহজেই ভয়েস যুক্ত করা যাবে।

অ্যাপ এর বৈশিষ্ট গুলো:

  • ১ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড করা হয়েছে।
  • আনলিমিটেড কার্টুন গল্পগুলো বানানো যায়।
  • বাইরে থেকে পছন্দমতো ব্যাকগ্রাউন্ড, মিউজিক, সাউন্ড, কার্টুন চরিত্র ব্যবহার করা যায়।
  • কার্টুন চরিত্রগুলোতে নিজের হিসেবে এক্সপ্রেশন এবং মুভমেন্ট যুক্ত করা যায়।
  • অনেক শক্তিশালী তবে সম্পূর্ণ অটোমেটিক অ্যানিমেশন মেকার।
App name:Chroma Toons
Rating:3.5
Downloads:500K+
Paid / free:Free
Requires Android:6.0 and up
>> Download Link

FAQ: কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে:

১. কাটুন তৈরির সফটওয়্যার ডাউনলোড কিভাবে করবো?

যদি আপনি নিজের মোবাইল দিয়ে কার্টুন তৈরি করতে চান, তাহলে সরাসরি Google Play Store-এ গিয়ে পছন্দমতো animation maker software গুলো ডাউনলোড করে ফ্রীতে ব্যবহার করতে ও অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন।

২. মোবাইলের জন্য কাটুন বানানোর সেরা অ্যাপ কোনটি?

Toontastic 3D, TweenCraft, Chroma Toons, Stick Nodes এবং MJOC2, আমার হিসেবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর সব থেকে সেরা এবং কার্যকর অ্যাপস গুলোর মধ্যে কিছু।

৩. মোবাইলে কি সম্পূর্ণ প্রফেশনাল কার্টুন বানানো যাবে?

দেখুন, মোবাইলের জন্য থাকা কাটুন তৈরির সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনারা সীমিত ফীচার সহ একটি অনেক সাধারণ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তবে, কম্পিউটারের জন্য থাকা প্রফেশনাল অ্যানিমেশন সফটওয়্যার গুলো ব্যবহার করে একটি পারফেক্ট প্রফেশনাল কার্টুন ভিডিও বানানো সম্ভব।

৪. কার্টুন ভিডিও তৈরির অ্যাপস গুলো ফ্রীতে ব্যবহার করা যাবে?

উপরে দিয়ে দেওয়া প্রায় প্রত্যেকটি কার্টুন মেকার অ্যাপস গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। তবে, এই অ্যাপস গুলোর কিছু প্রিমিয়াম ফীচার অবশই থাকতে পারে যেগুলো ব্যবহার করার জন্য আপনাকে এদের একটি পেইড প্ল্যান ব্যবহার করতে হতে পারে। তবে, সম্পূর্ণ ফ্রেটেও ভিডিও তৈরি করা যাবে।

শেষ কথা,

তাহলে বন্ধুরা নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য কোন কোন ফ্রি অ্যাপস গুলো ব্যবহার করতে হবে সেই বিষয়ে জানলেন তো? এই কাটুন ভিডিও বানানোর অ্যাপস গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এদের মধ্যে কিছু কিছু অ্যাপস গুলিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার অপসন অবশই দেওয়া যেতে পারে।

তবে পেইড সাবস্ক্রিপশন নেওয়ার বিষয়টি আপনার ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করছে। শেষে, আশা করছি কাটুন তৈরি করার মোবাইল সফটওয়্যার গুলো নিয়ে লিখা আমাদের আর্টিকেলটি আপনাদের অবশই পছন্দ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top