ছবি তোলার সেরা মোবাইল ক্যামেরা সফটওয়্যার / অ্যাপস – ৮টি

বর্তমান সময়ে একটি মিডরেঞ্জ এন্ড্রয়েড মোবাইল গুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর এবং প্রায় DSLR-এর মতোই ছবি তোলা সম্ভব। তাহলে কেন বেশিরভাগ লোকেরা মোবাইলের ডিফল্ট ক্যামেরা অ্যাপটি ব্যবহার না করে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আলাদা ভাবে একটি ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করার কথা ভেবে থাকেন? মোবাইল ক্যামেরা সফটওয়্যার গুলোতে এমন কি আছে যে বেশিরভাগ লোকেরা এদের ব্যবহার করছে?

উত্তর হয়তো আপনিও জানেন। Google Play Store-এর মধ্যে থাকা নানান ছবি তোলার এপস গুলোতে এমন প্রচুর উন্নত এবং অ্যাডভান্সড ফীচার, ক্যামেরা এফেক্টস এবং ক্যামেরা টুলস গুলো থেকে থাকে যেগুলো মোবাইলের সাথে দিয়ে দেওয়া বেশিরভাগ ক্যামেরা অ্যাপস গুলোতে যুক্ত থাকেনা।

অবশই পড়ুন: মোবাইলের সেরা অ্যাপ লক সফটওয়্যার

দেখা গেছে যে জনপ্রিয় ও সেরা এন্ড্রয়েড ক্যামেরা অ্যাপস গুলো, বাই ডিফল্ট ছবির কোয়ালিটি ভালো রাখে এবং পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।

এটাই কারণ যার জন্যে বেশিরভাগ এন্ড্রয়েড ইউসাররা মোবাইলে ছবি তুলার ক্ষেত্রে আলাদা ভাবে একটি সেরা মোবাইল ক্যামেরা সফটওয়্যার অ্যাপ ব্যবহার করেন। তাহলে, Best Camera Apps for Android কোনগুলো? চলুন নিচে জেনেনেই।

আলাদা ভাবে একটি ছবি তোলার এপস কেন ব্যবহার করবেন?

মোবাইল ক্যামেরা সফটওয়্যার
Top 8 camera apps for Android mobile.

যখন একটি smartphone-এর কথা বলা হয় তখন স্মার্টফোনের ক্যামেরা নিয়ে প্রত্যেক ইউসার সব থেকে অধিক নজর দিয়ে থাকেন। বর্তমান সময়ে একটি মোবাইলের ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো বা খারাপ সেটার ওপরে নির্ভর করেই বেশিরভাগ ইউসাররা মোবাইলটিকে রেটিং দিয়ে থাকেন। এটাই কারণ যার জন্যে বর্তমানে প্রত্যেক মোবাইল কোম্পানি গুলো তাদের stock camera apps গুলিকে উন্নত করার ক্ষেত্রে নিয়মিত প্রচেষ্টা চাইলিয়ে চলেছেন।

এমনিতে প্রত্যেক android stock camera app-এর মধ্যে প্রত্যেক জরুরি tools, effects এবং features গুলো আপনারা এমনিতে পাবেন। যেমন ধরুন, HDR, Zoom, night mode, editing tools ইত্যাদি। তবে ছবি তোলার সময় অ্যাডভান্স টুলস এবং এফেক্টস গুলো এপ্লাই করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় আলাদা ভাবে একটি ক্যামেরা এপ্লিকেশন এর।

অবশই পড়ুন: মোবাইলের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার

এই ধরণের অ্যাপস গুলোতে ছবি তোলার সময় মূলত blur background, sticker, makeup, নানান filter এবং effect গুলো এপ্লাই করার অপসন দেওয়া হয়। আর তাই, বেশিরভাগ লোকেরা এন্ড্রয়েড স্টক ক্যামেরা অ্যাপস ব্যবহার করার তুলনায় এই ধরণের এক্সটার্নাল অ্যাপস গুলো ব্যবহার করে থাকেন।

রিলেটেড: মোবাইলের সেরা ৯টি ছবি সুন্দর করার সফটওয়্যার

সেরা ৮টি মোবাইল ক্যামেরা সফটওয়্যার গুলো: ফ্রি ডাউনলোড

এন্ড্রয়েড মোবাইলের সেরা মোবাইল ক্যামেরা সফটওয়্যার গুলোর বিষয়ে আমরা নিচে আলোচনা করতে চলেছি।

অ্যাপ এর নাম:টোটাল ডাউনলোড:রেটিং:
১. ProCam X – Lite: HD Camera10M+4.3
২. Pixtica: Camera and Editor500K+4.3
৩. Beauty Camera X5M+4.8
৪. Camera for Android10M+4.3
৫. Cool OS13 Camera1M+4.5
৬. Professional HD Camera10M+4.3
৭. Photoshop Camera1M+4.2
৮. Camera FV-5 Lite10M+3.5

চলুন, নিচে আমরা মোবাইলে ছবি তোলার এই প্রত্যেকটি এপস গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।

১. ProCam X – Lite: HD Camera

যদি আপনি নিজের মোবাইলের সাধারণ ক্যামেরাটিকে একটি প্রফেশনাল ক্যামেরায় কনভার্ট করতে চাইছেন, তাহলে অবশই ব্যবহার করে দেখুন এই ProCam X ক্যামেরা সফটওয়্যার অ্যাপটি। এখানে আপনি একটি প্রফেশনাল ক্যামেরার মতোই exposure, focus, white balance, ISO ইত্যাদির মতো উপাদান গুলো সম্পূর্ণ ভাবে কন্ট্রোল করতে পারবেন। এতে আপনি আপনার মোবাইল ফোটোগ্রাফিকে একটি সম্পূর্ণ আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন।

মোবাইলে সেরা ছবি তোলার পাশাপাশি এই ক্যামেরা অ্যাপ হাই রিসোলিউশন এর সাথে ভিডিও রেকর্ড করে থাকে। এই অ্যাপ ব্যবহার করে আপনারা exposure control, ম্যানুয়াল ফোকাস, Burst shooting mode, Realtime filter / color effect এবং Anti Shake-এর মতো সুবিধা গুলোর ব্যবহার করতে পারেবন।

ফীচার:

  • Face detection এবং facial recognition-এর সুবিধা।
  • Manual exposure lock এবং manual ISO-এর অপসন থাকছে।
  • ছবি তোলার সময় ক্যামেরার শাটার সাউন্ড বন্ধ করার অপসন।
  • DSLR HD camera-এর মতো ম্যানুয়াল ফোকাস।
  • 4K video recording-এর সুবিধা।

সুবিধা:

  • Brightness / exposure setting-এর সুবিধা রয়েছে।
  • ম্যানুয়াল ফোকাস ডিসটেন্স এর সুবিধা।
  • ছবি তোলার সময় Realtime Photo Filter-এর অপসন পাবেন।

২. Pixtica: Camera and Editor

Pixtica হলো একটি All-in-One camera app যেখানে একটি আকর্ষণীয় এবং সেরা ছবি তোলার ক্ষেত্রে দারুন ফিল্টার এবং অপসন গুলো পাবেন। এই মোবাইল ক্যামেরা সফটওয়্যারটিতে আপনারা ফটো এবং ভিডিও এডিটিং এর সুবিধাও পাবেন।

এখানে নানান সুন্দর সুন্দর Filters, stickers এবং textures গুলো আপনারা পাবেন যেমন, professional filters, fish-eye lenses এবং animated stickers ইত্যাদি। একটি প্রফেসশনাল DSLR-এর মতোই এখানেও আপনারা Manual Controls-এর সুবিধা গুলো পাচ্ছেন।

এছাড়া, ISO, shutter speed, focus, exposure এবং white balance সবটাই নিজের মতো করে এডজাস্ট করা যাবে। ছবি তোলার সময় যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইছেন তাহলে এখানে থাকা Portrait mode ব্যবহার করে নিতে পারেন।

এছাড়া, Panorama, HDR, স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর মতো ফীচার গুলিও এই অ্যাপে রয়েছে।

ফীচার:

  • এই ছবি তোলার এপসটিতে ফটো এবং ভিডিও এডিটর পাবেন।
  • HDR এবং ম্যানুয়াল কন্ট্রোল এর অপসন দেওয়া হয়েছে।
  • ছবিতে নানান Filters, stickers এবং textures ব্যবহার করা যাবে।

সুবিধা:

  • ফটো এবং ভিডিও এডিটর হিসেবে ব্যবহার করার সুবিধা।
  • ছবিতে টেক্সট এবং স্টিকার যুক্ত করার সুবিধা।

৩. Beauty Camera X

যদি আপনি নিজের মোবাইল দিয়ে HD ছবি এবং সুন্দর সুন্দর সেল্ফি তুলতে চান তাহলে Beauty Camera X App-টি অবশই ব্যবহার করে দেখতে পারেন। এখানে আপনারা ৫০ থেকে অধিক দারুন ফিল্টার, ২০০ থেকে অধিক স্টিকার, বিউটি সেলফি মোড এবং প্রফেশনাল মোড এর মতো অপসন গুলো পাবেন।

এছাড়া এখানে রয়েছে একটি শক্তিশালী বিল্টইন ফটো এডিটর যেটা ব্যবহার করে যেকোনো ছবি নিজের মতো করে এডিট করতে পারবেন। এটা একটি অনেক শক্তিশালী ক্যামেরা এবং ফটো এডিটিং অ্যাপ।

ক্যামেরাটি ব্যবহার করে ছবি তোলার আগেই উপলব্ধ ৫০ থেকেও অধিক ফিল্টার গুলোর মধ্যে যেকোনো একটি ফিল্টার এপ্লাই করা যাবে। আবার, ISO, Scene modes, White balance এবং Exposure compensation-এর মতো অপসন গুলি তো থাকছেই।

ফীচার:

  • রিয়েল টাইম ফিল্টার এবং স্টিকার এপ্লাই করা যাবে।
  • নানান সুন্দর সুন্দর layouts গুলোর সাথে এখানে থাকছে একটি Photo collage maker।
  • ছবিতে Backgrounds, Fonts এবং Tags যুক্ত করা যাবে।
  • ১০০ থেকেও অধিক ফিল্টার এবং নানান মেকআপ টুলস গুলো আছে।

সুবিধা:

  • আলট্রা HD ক্যামেরা যেটাতে 4K সাপোর্ট রয়েছে।
  • সাইলেন্ট ক্যাপচার মোড এবং ফাস্ট বার্স্ট শট এর সুবিধা।
  • নানান beauty selfie camera tools গুলো এখানে রয়েছে।

৪. Camera for Android

এটাও একটি অনেক জনপ্রিয় HD camera app যেখানে আপনি আপনার ফোন বা ট্যাবলেটের সমস্ত সুবিধা গুলো ব্যবহার করার মাধ্যমে চমৎকার ছবি তুলতে পারবেন। এই মোবাইল ক্যামেরা অ্যাপটিতে ছবি তোলার সাথে জড়িত ৩টি বিশেষ মোড আপনারা পাবেন। সেগুলো হলো, camera, video recorder এবং panorama।

HD ক্যামেরা এবং ভিডিওর সাথে জড়িত সমস্ত জরুরি ফীচার গুলো এখানে অবশই থাকছে।

DSLR-এর মতো থাকছে স্মার্ট প্যারানোমা শুটিং এর ফীচার। ছবির কোয়ালিটি সেটিং করার ক্ষেত্রে আপনি পাবেন প্রত্যেক জরুরি অপসন গুলো। White balance settings, Screen mode settings, Exposure ইত্যাদি এই ধরণের advanced camera tools গুলিও অবশই পেয়ে যাবেন।

সুবিধা:

  • থাকছে ডাইনামিক ইউজার ইন্টারফেস।
  • Wide screen pictures এবং Countdown Timer এর সুবিধা।
  • একটি সেরা ছবি তোলার জন্য প্রয়োজনীয় সেটিংস গুলো পাবেন।

৫. Cool OS13 Camera

Google play store-এ প্রায় ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড সংখ্যার সাথে এই ছবি তোলার ক্যামেরা সফটওয়্যারটি অনেকেই পছন্দ করছেন। মোবাইল দিয়ে DSLR-এর মতো ছবি তোলার ক্ষেত্রে এই অ্যাপ এর মধ্যে প্রত্যেক জরুরি সেটিংস গুলো আপনি পাবেন।

এখানে নানান effects এবং features গুলো আপনি দেখতে পাবেন। HDR মোড ব্যবহার করে আপনি সাধারণ কোয়ালিটির ছবির তুলনায় high quality images তুলতে পারবেন। এখানে থাকা White screen flash-এর অপসনটি ব্যবহার করে রাতের অন্ধকারেও উজ্জ্বল ও সুন্দর সুন্দর সেলফি ফটো তুলতে পারবেন।

এছাড়া, ISO, white balance, scene modes, exposure compensation সহ নানান প্রফেশনাল মোড অপসন গুলো পাচ্ছেন। সব শেষে তোলা ছবি গুলো এডিট করতে চাইলে এই এন্ড্রয়েড ক্যামেরা অ্যাপ এর মধ্যেই পেয়ে যাবেন ফটো এডিটিং টুল।

ফীচার:

  • প্রফেশনাল মোড: ISO, white balance, scene modes ইত্যাদি।
  • ছবি বা ভিডিও তুলার সময় AR stickers, mask stickers এবং emoji stickers ব্যবহার করা যাবে।
  • নানান মেকআপ অপসন যেমন, skin tone, big eyes, face-lift ইত্যাদি পাবেন।
  • ১০০ থেকেও অধিক ফিল্টার গুলো রয়েছে।

সুবিধা:

  • নানান সুন্দর সুন্দর ফিল্টার গুলো ব্যবহার করা যাবে।
  • 4K পাশাপাশি HDR mode সাপোর্ট করে থাকে।
  • ফ্রন্ট ক্যামেরার জন্যে হোয়াইট স্ক্রিন ফ্ল্যাশ এর সুবিধা।
  • ক্যামেরা এবং ভিডিওর রিসোলিউশন এডজাস্ট করা যাবে।
  • ব্লার ব্যাকগ্রাউন্ড সহ ছবি তুলতে পারবেন।
  • Timer shot এবং burst shot-এর ফীচার যুক্ত রয়েছে।

৬. Professional HD Camera

এই প্রফেশনাল ক্যামেরা অ্যাপ এর মধ্যে আপনি পাবেন একটি সেরা ক্যামেরা, নানান ফিল্টার, ভিডিও রেকর্ডিং এর সুবিধা এবং 4k বামেরার সুবিধা।

যদি আপনার এন্ড্রয়েড মোবাইলের স্টক ক্যামেরাটি অনেক সাধারণ এবং সেখানে HDR, filters, color effects ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফীচার গুলো নেই, তাহলে অবশই এই professional HD camera app-টি অবশই ব্যবহার করে দেখুন।

এর দ্বারা আপনার মোবাইলের সেই একেবারে বেসিক camera app-থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি একটি শক্তিশালী HD ক্যামেরা সফটওয়্যার ব্যবহার করার সুযোগ আপনি পাবেন। Camera app-টি মূলত আপনার ছবির low-light এবং backlit scenes গুলোকে অধিক অপ্টিমাইজ করে থাকে।

অন্যান্য নানান apps গুলোর মতো এখানে অপ্রয়োজনীয় অপশনস এবং ফীচার গুলোকে যুক্ত করা হয়তো।

সুবিধা এবং ফীচার:

  • সেলফি ছবি গুলোর কোয়ালিটি বিশেষভাবে ইমপ্রুভ করে থাকে।
  • Face Detection-এর অপসন যুক্ত রয়েছে।
  • ছবি তোলার সময় Real-time Filter/Color effect ব্যবহার করা যাবে।
  • HDR-এর মাধ্যমে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে।
  • ম্যানুয়াল ISO, ম্যানুয়াল exposure টাইম, RAW এবং ম্যানুয়াল ফোকাসিং এর অপসন থাকছে।

৭. Photoshop Camera Photo Filters

এখন আপনি যদি একটি সম্পূর্ণ ফ্রি তবে শক্তিশালী photo editor এবং camera app ব্যবহার করতে চান, তাহলে adobe-এর তরফ থেকে থাকা এই Photoshop Camera-টি একবার ব্যবহার করে দেখুন।

এই ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আপনি নিজের মোবাইলের ক্যামেরাটিকে একটি বেসিক ক্যামেরা থেকে প্রফেশনাল ক্যামেরাতে কনভার্ট করতে পারবেন। এই app-এর দ্বারা ছবি তোলার আগেই আপনি নানান filters এবং effects গুলো ছবিতে যুক্ত করতে পারবেন।

এর দ্বারা সঠিক lens সিলেক্ট করার মাধ্যমে সুন্দর সুন্দর সেলফি গুলো তুলে নিতে পারবেন। Portrait, Bloom, Pop Art, Spectrum, Desync, Food, Scenery, Natural Skies, Analog, Night Shift ইত্যাদির মতো নানান filters গুলো রয়েছে।

আবার, Studio Light, Comic Skies, Interstellar, Celestial, Cosmos, Grit, Dappled, Vibrant, Neon Pulse ইত্যাদির মতো নানান photo effects গুলিও আপনি পাবেন।

ফীচার:

  • ফটো ফিল্টার এবং ইফেক্টস এর দারুন কালেকশন।
  • Photoshop এবং AI-powered পিকচার এডিটিং এর সুবিধা রয়েছে।
  • ক্যামেরা অ্যাপ এর পাশাপাশি এটা একটি ভালো ফটো এডিটিং অ্যাপ।

সুবিধা:

  • এখানে নানান AI-powered features গুলো রয়েছে।
  • অটো টোন ফটো ইফেক্ট এবং পোর্ট্রেট কন্ট্রোল এর মতো সুবিধা।

৮. Camera FV-5 Lite

ওপরে উল্লেখিত ক্যামেরা সফটওয়্যার গুলো ডাউনলোড করার পরেও যদি আপনি এখনো সন্তুষ্ট নন, তাহলে ছবি তোলার এপস গুলোর মধ্যে আরেকটি সেরা অ্যাপ আমাদের আজকের লিস্টে রয়েছে। Camera FV-5 Lite app-টি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক বার ডাউনলোড করা হয়েছে।

এবং এখানেও একটি প্রফেশনাল HD ছবি তোলার জন্য জরুরি প্রত্যেক filter, effects এবং tools গুলো পাবেন। এছাড়া, App-টিতে DSLR-like ম্যানুয়াল কন্ট্রোল গুলোর সুবিধা দেওয়া হয়।

ISO, light metering mode, focus mode, white balance এবং program mode-এর মতো অপসন গুলোর পাশাপাশি Autofocus, macro, touch-to-focus, true manual focus ইত্যাদির সুবিধা পাবেন। ওভারঅল, অ্যাপটি একটি অনেক শক্তিশালী এবং উন্নত ফীচার যুক্ত সেরা ক্যামেরা অ্যাপ।

ফীচার এবং সুবিধা:

  • DSLR এর মতো viewfinder display পাবেন।
  • Autofocus, macro, touch-to-focus-এর সুবিধা থাকছে।
  • Multitouch pinch gesture-এর মাধ্যমে digital zoom-এর সুবিধা।
  • DSLR-এর মতো ম্যানুয়াল কন্ট্রোল অপসন গুলো পাবেন।

শেষ কথা,,

যদি আপনার মোবাইলের স্টক ক্যামেরা সফটওয়্যার অ্যাপটি ব্যবহার করে আপনি ভালো মানের ছবি তুলতে পারছেননা বা একটি সেরা ছবি তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় জরুরি ও প্রফেশনাল অপসন গুলো সেখানে নেই, তাহলে অবশই আপনি ওপরে বলে দেওয়া সেরা এন্ড্রয়েড ক্যামেরা সফটওয়্যার গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এমনিতে ওপরে বলা প্রত্যেকটি সফটওয়্যার আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

রিলেটেড:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top