আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজের মোবাইলে থাকা ছবি গুলো ব্যবহার করে একটি সেরা ভিডিও তৈরি করে নিতে চান। জন্মদিন, বিবাহ বার্ষিকী বা যেকেনো বিশেষ উপলক্ষে কাওকে যদি ছবি দিয়ে ভিডিও গান তৈরি করে সেন্ড করে থাকেন, তাহলে তারা আপনার পাঠানো সেই photo video slideshow-টি অবশই পছন্দ করবেন।

এখন আপনিও হয়তো এটাই ভাবছেন যে, নিজের মোবাইলে ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব বা ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করব? তাই তো? চিন্তা করতে হবেনা, আপনিও যদি নিজের প্রিয়জনের স্মরণীয় ছবি গুলো দিয়ে একটি ভিডিও গান তৈরি করে নিতে চান, তাহলে নিচে আপনি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশই পাবেন।
অবশই পড়ুন: কিভাবে ছবির সাইজ কমানো যায়?
চলুন তাহলে জেনেনেই, মোবাইলে ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনাকে কি কি করতে হবে।
সূচিপত্র :
স্মার্টফোনে ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব?
ছবি দিয়ে ভিডিও গান তৈরি করবেন নাকি ইউটিউব বা টিকটক এর মতো সোশ্যাল মিডিয়ার জন্য একটি শর্ট ভিডিও, আপনি নিজের ইচ্ছেমতো যেকোনো ধরণের ভিডিও বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে একটি video slide show maker app-এর।
এই ধরণের স্লাইডশো মেকার সফটওয়্যার গুলো কম্পিউটার এবং মোবাইল উভয় ডিভাইসের জন্যে উপলব্ধ রয়েছে। তবে, ছবি দিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে মোবাইল সফটওয়্যার বা এপ্লিকেশন গুলো সুভিধাজনক।
রিলেটেড: সেরা ৯টি ছবি সুন্দর করার সফটওয়্যার/অ্যাপস
এছাড়া, ছবি দিয়ে স্লাইডশো ভিডিও তৈরি করার মোবাইল অ্যাপস গুলোর বেশিরভাগই ফ্রি এবং এগুলোর দ্বারা সম্পূর্ণ প্রফেশনাল এবং আকর্ষণীয় ভাবে ভিডিও বানানো যাবে।
ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব?
- আপনাকে একটি image slideshow video maker app download করতে হবে।
- এবার, App-টি অনেক করুন এবং পছন্দের ভিডিও স্লাইডশো টেমপ্লেট সিলেক্ট করুন।
- যেই video template সিলেক্ট করবেন সেই টেম্পলেট হিসেবে ভিডিওতে ছবিগুলো ডিসপ্লে করা হবে।
- এখন, মোবাইলের ফাইল ম্যানেজার থেকে পছন্দের ছবি গুলো সিলেক্ট করে আপলোড করুন।
- শেষে, ভিডিও এডিটর, ভিডিও এফেক্টস, ফিল্টার, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করুন এবং ভিডিওটি আকর্ষণীয় বানিয়ে নিন।
- ভিডিওতে গান যুক্ত করতে চাইলে, মোবাইল থেকে পছন্দের গান আপলোড করে নিতে পারবেন।
- ভিডিও এডিট করে সম্পূর্ণভাবে বানানো হয়ে গেলে সরাসরি মোবাইলে ডাউনলোড করে নিন।
এভাবেই, ওপরে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করার মাধ্যমে ভিডিও বানানোর সফটওয়্যার অ্যাপস গুলো ব্যবহার করে মোবাইলেই একটি আকর্ষণীয় image slideshow video বানিয়ে নিতে পারবেন।
অবশই পড়ুন: মোবাইলে ছবি এডিট করার ৯টি প্রফেশনাল সফটওয়্যার
সেরা ৯টি: ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার অ্যাপস
মনে রাখবেন, এন্ড্রয়েড মোবাইলে জন্য থাকা এই সেরা ভিডিও তৈরি করার অ্যাপস গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে Google Play Store থেকে Download করে নিতে পারবেন। এছাড়া, নিচে আমি প্রত্যেকটি App-এর ডাউনলোড লিংকও অবশই দিয়ে দিয়েছি।
ভিডিও বানানোর অ্যাপস | টোটাল ডাউনলোড: | গুগল রেটিং: |
---|---|---|
১. Photo Slideshow with Music | 50M+ | 4.0 |
২. FotoPlay Video Maker | 10M+ | 4.6 |
৩. Videoshow Video Maker | 100M+ | 4.4 |
৪. MoShow Slideshow | 1M+ | 4.1 |
৫. Photo Slideshow – Acar | 1M+ | 4.2 |
৬. Video Maker – Office Tools | 10M+ | 4.3 |
৭. YouCut – Video Maker | 100M+ | 4.6 |
৮. Photo Video Maker – Volio | 1M+ | 4.0 |
৯. Video Maker – TSoftek | 100K+ | 4.2 |
চলুন, নিচে ছবি দিয়ে ভিডিও তৈরি করার প্রত্যেকটি এন্ড্রয়েড অ্যাপস গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।
১. Photo Slideshow with Music
Opals Apps-এর তরফ থেকে থাকা এই Photo Slideshow with Music App-টি ব্যবহার করে আপনারা নিজের ছবি গুলো ব্যবহার করে একটি সেরা স্লাইডশো ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য আপনারা unlimited images গুলো ব্যবহার করতে পারবেন।
এছাড়া, ছবিতে পছন্দের মিউজিক বা গান যুক্ত করার অপসন তো থাকছেই। নিজের পছন্দের ফটো এবং মিউজিক গুলো ব্যবহার করে একটি দারুন ভিডিও স্টোরি তৈরি করার ক্ষেত্রে এই app-টি আপনার অনেক কাজে লাগবে।
Color Motion, Around, Dark box, Collage Video, Sprinkle ইত্যাদির মতো নানান theme গুলো পাবেন যেগুলো ব্যবহার করে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও গুলো বানানো যাবে।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. ভিডিওতে animation এবং Video FX effects ব্যবহার করার অপসন থাকছে। |
২. Birthday theme, Romantic theme, Couple video theme ইত্যাদি নানান ভিডিও থিম গুলো পাবেন। |
৩. ভিডিও video slideshow তৈরি করার আগে musical preview দেখে নিতে পারবেন। |
৪. নিজের ভিডিও স্টোরি বা স্লাইডশো ভিডিওতে পছন্দের music/mp3 track যুক্ত করা যাবে। |
৫. প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে 2D & 3D animations গুলিও ব্যবহার করতে পারবেন। |
৬. এখানে, music এর সাথে free movie maker-এর অপসনও দেওয়া হয়েছে। |
২. FotoPlay Video Maker
Google play store-এ ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড সংখ্যার সাথে এই Android Video Maker App-টি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে ছবি দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও গুলো বানাতে পারবেন।
এখানে ফটো ভিডিও মেকার, ফটো স্লাইডশো মেকার, ভিডিও ব্যবহার করার জন্য FX এবং অন্যান্য video Effects গুলিও পাবেন। এছাড়া, চাইলে ছবি সহ ভিডিওতে পছন্দের sticker এবং music যুক্ত করতে পারবেন।
FotoPlay Video Maker ব্যবহার করার মাধ্যমে আপনি নিজের ফটো স্লাইডশো গুলোতে নানান ভিডিও এফেক্টস ব্যবহার করতে পারবেন। ভিডিওতে সাধারণ sticker গুলো ব্যবহার করার পাশাপাশি animated emoji stickers গুলিও ব্যবহার করা যাবে।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. তৈরি করা ভিডিও গুলোতে beautiful movie-style effects যুক্ত করা যাবে। |
২. নিজের হিসেবে Video Aspect Ratio সেট করার অপসন রয়েছে। |
৩. FotoPlay Video Maker সম্পূর্ণভাবে ফ্রীতে ব্যবহার করা যাবে। |
৪. মিউজিক, ছবি, স্টিকার, অ্যানিমেশন ব্যবহার করে ভিডিও স্লাইডশো তৈরি করুন। |
৫. ছবি গুলোতেও নানান এফেক্টস যুক্ত করা যাবে। |
৬. কোনো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এক্সপোর্ট করা যাবে। |
৩. Videoshow Video Maker
ছবি দিয়ে ভিডিও তৈরি করার এটা এমন একটি app যেটিকে Google Play Store থেকে ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপটি কতটা জনপ্রিয় সেটা আপনারা এর ডাউনলোড সংখ্যার থেকেই বুঝতে পারছেন হয়তো।
এটা এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা একটি সম্পূর্ণ প্রফেশনাল video editor এবং video maker app। ছবি দিয়ে ভিডিও বানানো, কার্টুন ফিল্টার এফেক্টস, অ্যানিমেশন স্টিকার, নানান সাউন্ড ইফেক্ট, এই ধরণের সাধারণ বৈশিষ্ট গুলো এই অ্যাপের রয়েছে।
এখানে আগের থেকে তৈরি নানান ভিডিও টেম্পলেট গুলো পাবেন যেগুলো ব্যবহার করে অনেক সহজেই ছবি এবং গান যুক্ত একটি স্লাইডশো ভিডিও বানিয়ে নিতে পারবেন। এছাড়া, এই aap-এর মধ্যে নানান প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস গুলিও আপনারা পাবেন।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. ছবি, মিউজিক, অ্যানিমেশন স্টিকার, কার্টুন ফিল্টার এবং সাউন্ড ইফেক্ট সহ ভিডিও তৈরি করা যাবে। |
২. ফটো স্লাইডশো ভিডিও তৈরি করার জন্য নানান থিম গুলো পাবেন। |
৩. পছন্দের গানের পাশাপাশি এখানে থাকা নানান background music গুলিও ব্যবহার করা যাবে। |
৪. ভিডিওতে সুন্দর সুন্দর text / font style গুলো ব্যবহার করা যাবে। |
৫. Blurred background, voice enhancement এবং speed adjust করার সুবিধা রয়েছে। |
৬. নিজের ভিডিওতে voice-over যুক্ত করার অপসন থাকছে। |
৪. MoShow Slideshow
Picadelic-এর তরফ থেকে থাকা এই MoShow Slideshow Photo & Video App-টি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে ছবি দিয়ে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও গুলো বানিয়ে নিতে পারবেন।
Instagram, Facebook বা Twitter-এর জন্য যদি একটি সেরা ফটো স্লাইডশো মুভি তৈরি করতে চাইছেন, তাহলে এই একটি app আপনার অনেক কাজে লাগবে। ভিডিও তৈরি করার জন্য একটি সিঙ্গেল ছবি ব্যবহার করার পাশাপাশি একাধিক ছবির ফোল্ডার গুলিও ব্যবহার করা যাবে।
ভিডিও গুলি এডিট করার সময়ে glitch, buzz, sparkle ইত্যাদি নানান cinematic effects গুলিও ব্যবহার করা যাবে। এছাড়া, ভিডিও স্লাইডশোর টাইমিং এডজাস্ট করারও একটি অপসন দেওয়া হয়েছে।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. স্লাইডশো তৈরি করার জন্য glitch effects, ripple effects, brush effect ইত্যাদি ব্যবহার করা যাবে। |
২. ছবি সহ ভিডিও বানানোর ক্ষেত্রে transitions-এর ব্যবহার করা যাবে। |
৩. ভিডিওতে slideshow filter এবং blend text ব্যবহার করা যাবে। |
৪. Cinematic Glitch Edit এবং Effect ব্যবহার করার সুবিধা পাবেন। |
৫. আগের থেকে তৈরি নানান ভিডিও স্টাইল গুলো পাবেন। |
৬. ভিডিও তৈরি করার ক্ষেত্রে নানান ভিডিও ফরমেট অপসন গুলো থাকছে। |
৫. Photo Slideshow – Acar
আপনি যদি নিজের মোবাইলে থাকা ছবি এবং পছন্দের গানটি ব্যবহার করে সরাসরি একটি ভিডিও স্টোরি বা স্লাইডশো তৈরি করে নিতে চাইছেন, তাহলে আমার হিসেবে এই অ্যাপটি আপনার অবশই পছন্দ হবে।
ভিডিও বানানোর জন্য এখানে আগের থেকে তৈরি নানান সুন্দর সুন্দর ready templates গুলো পাবেন। এই templates গুলোর মধ্যে থেকে নিজের পছন্দের টেম্পলেট সিলেক্ট করার পর, আপনাকে এবার কেবল নিজের ছবি এবং মিউজিকটি সিলেক্ট করে আপলোড করতে হবে। এরপর বাকি কাজ নিজে নিজেই হয়ে যাবে।
এখানেও ভিডিওতে নানান ভিডিও ট্রানসিশন ইফেক্ট ব্যবহার করার অপসন দেওয়া হয়েছে।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. এখানে নানান প্রফেশনাল এডিটিং টুলস গুলো পাবেন। |
২. ছবি দিয়ে ভিডিও গান বানানোর সময় নানান Effects এবং Filters ব্যবহার করা যাবে। |
৩. নিজের পছন্দের music/audio-টি ভিডিওতে যুক্ত করা যাবে। |
৪. ইটা একটি free slideshow maker with music apps। |
৫. সুন্দর সুন্দর text এবং emoji গুলো ভিডিওতে যুক্ত করা যাবে। |
৬. তৈরি করা ভিডিও গুলিকে 480p, 720p এবং 1080p রেসল্যুশন সহ ডাউনলোড করুন। |
৬. Video Maker – Office Tools
বর্তমান সময়ে ছবি, গান এবং সুন্দর সুন্দর ইফেক্টস গুলো ব্যবহার করে একটি দারুন ভিডিও স্লাইডশো তৈরি করার ক্ষেত্রে এই অ্যাপটিও প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। ভিডিও মেকার এর পাশাপাশি এখানে ছবি এডিট করারও সুবিধা দেওয়া হয়েছে। আপনাকে কেবল নিজের মোবাইল থেকে পছন্দের ছবি গুলো সিলেক্ট করে আপলোড করতে হবে।
ভিডিও বানানোর জন্য আপনি যতটা খুশি ছবি সিলেক্ট করতে পারবেন। এবার প্রয়োজন হলে ছবিগুলি এডিট করুন এবং পছন্দের মিউজিক গান যুক্ত করুন। এখানে vivid effects সহ আগের থেকে তৈরি নানান themes গুলো পাবেন।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. কোনো watermark ছাড়া সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করুন। |
২. নানান প্রফেশনাল ভিডিও এবং ইমেজ এডিটিং টুলস গুলো পাবেন। |
৩. ভিডিও তৈরি করার ক্ষেত্রে নানান free themes গুলো ব্যবহার করা যাবে। |
৪. তৈরি করা ভিডিওটি সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে। |
৫. ছবিতে নানান সুন্দর সুন্দর ফটো ফ্রেম গুলিও যুক্ত করা যাবে। |
৬. ভিডিও কতটা লম্বা হবে সেটা নিজের হিসেবে এডজাস্ট করা যাবে। |
৭. YouCut – Video Maker
InShot Video Editor-এর তরফ থেকে থাকা এই YouCut – Video Editor-টি অনেক জনপ্রিয় একটি ভিডিও এডিটর যেটা আপনারা ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। App-টির জনপ্রিয়তা আপনারা এর টোটাল ডাউনলোড সংখ্যার থেকেই বুঝতে পারবেন। কেননা, app-টি গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে।
এখানেও সুন্দর সুন্দর ভিডিও টেম্পলেট, ১০০ থেকেও অধিক ভিডিও ইফেক্ট, ভিডিওতে যুক্ত করার জন্য ১০০ থেকে অধিক ট্রেন্ডিং মিউজিক, ভিডিও ট্রান্সিশন, অ্যানিমেশন টেক্সট ইত্যাদি ব্যবহার করার অপসন দেওয়া হয়েছে। একটি সেরা ভিডিও স্লাইডশো মেকার এর পাশাপাশি এটা একটি প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপ ও বটে।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. আগের থেকে তৈরি নানান templates গুলো পাবেন। |
২. এখানে ১০০ থেকেও অধিক ভিডিও এফেক্টস গুলো পাবেন। |
৩. নানান ভিডিও ফিল্টার গুলো এপ্লাই করা যাবে। |
৪. কোনো ওয়াটারমার্ক ছাড়া সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করুন। |
৫. ভিডিওর সাথে ছবি বা গান/মিউজিক যুক্ত করার সুবিধা রয়েছে। |
৬. App-এর মধ্যে কোনো ধরণের banner ads দেখানো হবেনা। |
৮. Photo Video Maker – Volio
ছবি, গান এবং সুন্দর সুন্দর ভিডিও ইফেক্ট ব্যবহার করে একটি video slideshow তৈরি করার জন্য এই এন্ড্রয়েড অ্যাপটি কিন্তু মন্দ নয়। এছাড়া, ছবি দিয়ে তৈরি করা ভিডিও গুলিকে আপনারা high video quality সহ এক্সপোর্ট করার অপসন পাবেন।
এখানেও নানান সুন্দর সুন্দর frames এবং unique transitions গুলো পাবেন। ঝটপট image slideshow video তৈরি করার ক্ষেত্রে রয়েছে নানান slideshow theme গুলো। ভিডিওতে ব্যবহার করার জন্য আপনারা নানান latest songs গুলো এখানে পাবেন।
ব্যাকগ্রাউন্ড ব্লার এবং নানান ট্রান্সিশন ইফেক্ট গুলো ব্যবহার করে ছবি দিয়ে তৈরি করতে পারবেন একটি আকর্ষণীয় ভিডিও স্টোরি।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. আগের থেকে তৈরি নানান স্লাইডশো ভিডিও থিম গুলো পাবেন। |
২. কোনো ওয়াটারমার্ক ছাড়া ফ্রীতে ব্যবহার করা যাবে। |
৩. এখানে পাবেন নানান স্লাইডশো মিউজিক কালেকশন গুলো। |
৪. ওয়াটারমার্ক ছাড়া 720p, full HD 1080p এবং 4K-তে ভিডিও এক্সপোর্ট করুন। |
৫. ছবিতে সুন্দর সুন্দর frames গুলো ব্যবহার করা যাবে। |
৯. Video Maker – TSoftek
এন্ড্রয়েড মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর তালিকার আমাদের শেষ app-টি হলো, TSoftek-এর তরফ থেকে থাকা এই Video Maker এবং Photo Slideshow app-টি। ছবি দিয়ে ভিডিও গান তৈরি করুন বা ভিডিও স্টোরি, সবটাই হাই কোয়ালিটি ভিডিও রেসল্যুশন এর সাথে এক্সপোর্ট করে নিতে পারবেন।
ভিডিও এডিট করুন বা ভিডিও তৈরি, সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে কোনো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও গুলো ডাউনলোড করার সুবিধা এই app-এ রয়েছে। এই app-টি ব্যবহার করে যেকোনো ভিডিও থেকে মিউজিক বা অডিও এক্সট্র্যাক্ট করে নিজের পছন্দের অডিও ভিডিওতে যুক্ত করতে পারবেন।
এছাড়া, নিজের তৈরি করা ভিডিওতে নানান video effects, sound effects, glitch effects, stickers এবং text fonts গুলো ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপ এর কি কি সুবিধা থাকছে? |
---|
১. সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করুন এবং ছবি দিয়ে ভিডিও বানান। |
২. App-এ কোনো ধরণের banner ads দেখানো হবেনা। |
৩. তৈরি করা ভিডিও গুলিকে watermark ছাড়া download করুন। |
৪. ভিডিওতে নানান transition effects গুলো ব্যবহার করতে পারবেন। |
৫. এই ভিডিও মেকার app-এ নানান filters এবং effects গুলো পাবেন। |
শেষ কথা,,
এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা ছবি দিয়ে ভিডিও বানানোর এই অ্যাপস গুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর ইমেজ স্লাইডশো ভিডিও গুলো বানিয়ে নিতে পারবেন। কেননা প্রতিটি অ্যাপ এর মধ্যে ভিডিওতে যুক্ত করার জন্য নানান ভিডিও ইফেক্টস এবং ফিল্টার গুলো পাবেন।
এছাড়া, আগের থেকে তৈরি থাকা সুন্দর সুন্দর video templates গুলো ব্যবহার করে অনেক তাড়াতাড়ি কেবল পছন্দের ছবি ও গান আপলোড করেই ঝটপট ভিডিও বানিয়ে নেওয়া যাবে।
তাই, ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব এবং ছবি দিয়ে ভিডিও গান বানানোর সফটওয়্যার গুলো নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো, সেটা নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
রিলেটেড: