আমি প্রিয়া কর একজন গ্রাজুয়েট আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। আমি লেখালেখি করে পছন্দ করি এবং এই ব্লগে আমি আমার লেখা গুলো আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
কিছুদিন আগেই আমি বিভিন্ন এন্ড্রয়েড এপ্লিকেশন গুলোর বিষয়ে সার্চ করাতে দেখতে পাই যে এর সাথে জড়িত বাংলা কনটেন্ট ইন্টারনেটে তেমন ভালো রকমের পাওয়া যাচ্ছেনা। আর এখান থেকেই আমার মাথায় চলে আসে android apps review এর বিষয় নিয়ে একটি নতুন ব্লগ চালু করার।
তাই, আমি এবং আমার সহকর্মীরা একসাথে এই ব্লগে নানান রকমের android mobile apps রিলেটেড আর্টিকেলপাবলিশ করতে শুরু করেছি।
আগের থেকেই আমার লেখালেখি করে অনেকটাই ভালো লাগে, আর এমনিতে নিজের একটি জনপ্রিয় ব্লগ তৈরি করাটাও আমার একটি স্বপ্ন বলেই বলতে পারেন। তাই, আমার এটাই চেষ্টা রইলো যে আমি আপনাদের কাজে আশা আর্টিকেল নিয়মিতই ভাবে যাতে পাবলিশ করে চলতে পারি।
এই সম্পূর্ণ blog / website নিয়ন্ত্রিত এবং পরিচালিত করা হচ্ছে ভারত (India) থেকে। আমাদের থেকে কোনো রকম ভুল হয়ে থাকলে আমাদের ইমেইল করে সরাসরি জানিয়ে দিতে পারবেন। এছাড়া, আপনিও যদি একজন রাইটার এবং আপনারাও যদি আমাদের এই কাজে সাহায্য করতে চান, তাহলে আমাদের সাথে অবশই যোগাযোগ করবেন।
Contact Us – [email protected]