ছবির সাইজ কমানোর সহজ পদ্ধতি জানুন, মোবাইল এবং কম্পিউটারে

একটি ছবির সাইজ পরিবর্তন করে সেটিকে ছোট করার কারণ নানান থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে, অনলাইনে ফর্ম ফিলআপ বা রেজিস্ট্রেশন করার সময় একটি নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে বলা হয়ে থাকে।

আর তখন মূলত আমাদের দরকার হয় একটি ভালো ইমেজ রিসাইজ করার টুল, অ্যাপ বা সফটওয়্যার এর। যদি আপনি এক সাথে অনেক গুলো ছবি ট্রান্সফার বা আপলোড করতে চাইছেন তবে ছবির সাইজ বেশি হওয়ার কারণে সেগুলো পাঠাতে পারছেননা, সেক্ষেত্রেও এই ইমেজ রিসাইজ টুলস গুলো আপনার কাজে লাগবে।

কারণ যাই হোক না কেন, যদি আপনিও ছবির সাইজ কমানোর কার্যকর পদ্ধতি গুলো খুঁজছেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক কাজে লাগবে।

আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং ছবি সহ বুঝিয়ে বলবো যে কিভাবে একটি ইমেজ রিসাইজ অ্যাপ ব্যবহার করে যেকোনো ফটোর সাইজ ছোট বা পরিবর্তন করা যেতে পারে। ছবি গুলোর আকার কমানোর পর আপনারা অতি সহজেই ছবি গুলোকে যে কোনো জায়গায় পাঠাতে এবং আপলোড করতে পারবেন।

অবশই পড়ুন: ভিডিওকে অডিওতে কনভার্ট করার প্রক্রিয়া

মোবাইল দিয়ে ছবির সাইজ কমানোর সহজ পদ্ধতি

কিভাবে ছবির সাইজ কমানো যায়

যেকোনো ছবির সাইজ ছোট করার জন্য আমরা নানান ফ্রি উপায় গুলো ব্যবহার করতে পারি।

ইন্টারনেটে এমন নানান ইমেজ রিসাইজ ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলোতে গিয়ে নিজের পছন্দের ছবিটি আপলোড করে সেটিকে রিসাইজ করার মাধ্যমে ফটোর সাইজ কমানো বা ছবিটিকে কমপ্রেস করা যেতে পারে।

এমনই একটি ওয়েবসাইটের নাম হলো, www.iloveimg.com

এই ওয়েবসাইট আপনারা নিজের মোবাইল, কম্পিউটার বা যেকোনো অন্য ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। ছবি কমপ্রেস করা এবং ফটো রিসাইজ করার পাশাপাশি ছবির সাথে রিলেটেড নানান কাজের টুলস গুলো এখানে আপনি পাবেন।

যদি আপনি নিজের কম্পিউটার বা মোবাইলে ছবির সাইজ ছোট করার জন্য কোনো ধরনের ওয়েবসাইট বা অনলাইন ইমেজ রিসাইজ টুল ব্যবহার করতে চাইছেনা, তাহলে এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, iloveimg.com এবং এরই মতো অন্যান্য ওয়েবসাইট গুলো।

অবশই পড়ুন: ছবি তোলার সেরা মোবাইল ক্যামেরা সফটওয়্যার

LitPhoto অ্যাপ দিয়ে ইমেজ রিসাইজ করার পদ্ধতি

যদি আপনি নিজের মোবাইল দিয়ে যেকোনো ছবির MB/KB কমিয়ে নিতে চাইছেন, তাহলে নিচে বলে দেওয়া টিউটোরিয়াল ফলো করুন।

স্টেপ ১. 

সবচেয়ে আগে আপনাকে Google Play Store-এ গিয়ে Download করতে হবে LitPhoto – Compress & Resize app-টি।

অ্যাপটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপে কিছুটা বিজ্ঞাপন অবশই দেখানো হবে।

LitPhoto image compressor and resize app

স্টেপ ২.

এবার অ্যাপটি ওপেন করার পর আপনারা সরাসরি Compress Photos-এর অপসন দেখতে পাবেন।

সরাসরি Compress Photo-এর অপশনে click করুন।

Select compress photo option

এতে, আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে এবং আপনাকে নিজের পছন্দের ছবিটি মোবাইল থেকে সিলেক্ট করে নিতে হবে।

স্টেপ ৩.

Image compression option with size

ছবি সিলেক্ট করার পর, এখন আপনারা ইমেজ সাইজ কমানোর জন্য নানান অপসন গুলো দেখতে পাবেন। যেমন ধরুন, size-এর অপশনে click করে আপনি নিজের পছন্দমতো ছবির সাইজ সেট করতে পারবেন।

স্টেপ ৪.

Quality-র অপশনে click করার মাধ্যমে আপনারা ছবির কোয়ালিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে ছবিটির সাইজ কমাতে পারবেন।

Image compression options

Image size বা quality, যেকোনো একটি অপসন সিলেক্ট করে তারপর সরাসরি নিচে থাকা “Start Compressing” এর অপশনে click করে দিতে হবে।

স্টেপ ৫.

Photo compressed successfully

এখন আপনার ছবিটি সফলভাবে কমপ্রেস হয়ে যাবে এবং ছবির MB বা KB সাইজ আগের তুলনায় অনেকটা কমে যাবে।

ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন যে, আমাদের ছবিটির অরিজিনাল সাইজ ছিল 447k এবং ছবিটি কম্প্রেস করার পর এখন সাইজ কমে 123k হয়ে গিয়েছে।

তাহলে এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নিজের মোবাইলে একটি ফ্রি এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে যেকোনো ছবি কমপ্রেস করার মাধ্যমে তার ফাইল সাইজ কমানো যাবে।

চলুন, এখন নিচে আমরা জেনেনেই কিভাবে ছবির aspect ratio বা width এবং height কমানো যাবে।

অবশই পড়ুন: মোবাইলের সেরা ৯টি ছবি সুন্দর করার সফটওয়্যার

ছবির width এবং height কিভাবে কমাবেন?

যেকোনো ছবি কমপ্রেস করার মতোই, ছবির হাইট এবং উইড্থ কমানোর মাধ্যমে ছবির সাইজ পরিবর্তন করার প্রক্রিয়াটিও অনেক সহজ। এক্ষেত্রেও আমরা এই একই android app-টি ব্যবহার করবো।

স্টেপ ১.

ছবি resize করার ক্ষেত্রেও আমরা এই একই LitPhoto app-টি ব্যবহার করতে চলেছি। App-টি ওপেন করার পর এবার আপনাকে Resize Photos-এর অপসনটিতে click করতে হবে।

Select resize photo option

Resize photos-এর মধ্যে click করার পর আপনার মোবাইলের file manager-টি ওপেন হয়ে যাবে যেখান থেকে নিজের পছন্দের ছবিটি সিলেক্ট করে নিতে হবে।

স্টেপ ২.

Image resize options

এখন ছবিটি রিসাইজ করার ক্ষেত্রে আপনারা মূলত দুটি অপসন দেখতে পাবেন। PIXEL এবং PERCENTAGE।

Pixel-এর ক্ষেত্রে আপনি নিজের মতো করে ছবির Width এবং Height সেট করতে পারবেন। তাই, আমি বলবো আপনারা Pixel-এর মাধ্যমে ইমেজটি রিসাইজ করুন।

যদি ছবিটি রিসাইজ করার সাথে সাথে ছবি কমপ্রেসও করতে চান, তাহলে নিচে থাকা Resize with Compression-এর অপসনটি সিলেক্ট করুন।

এখন শেষে, নিচে থাকা “Start Zooming” বাটনে click করুন। এতে, আপনার ছবি আপনার সেট করা ইমেজ রেশিও হিসেবে রিসাইজ হয়ে যাবে।

Compress image size in kb & mb app:

নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে ছবির সাইজ পরিবর্তন করার জন্য Compress image size in kb & mb app-টি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। অ্যাপটি এমনিতে সম্পূর্ণ ভাবে ফ্রি এবং অনেক সিম্পল এছাড়া অ্যাপটি ব্যবহার করে ফটোর সাইজ পরিবর্তন করার প্রক্রিয়াটিও যথেষ্ট সোজা। Google Play Store-এর মধ্যে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই অ্যাপটিতে JPG/JPEG ফরম্যাটে ছবি গুলোকে সেভ করা হয়।

ছবির এমবি কমানোর উপায়

অ্যাপটি ব্যবহার করে ইমেজ রিসাইজ করার জন্য নিম্নলিখিত স্টেপগুলো অনুসরণ করতে হবে:

স্টেপ-১: Google Play Store-এ গিয়ে Compress image size in kb & mb অ্যাপটি download এবং install করে ওপেন করুন। অ্যাপ ওপেন করার সাথে সাথে “Compress Image” এর একটি পেজ চলে আসবে।

স্টেপ-২: Compress image পেজে Choose Photo লেখা অপশনটিতে click করুন।

স্টেপ-৩: এবার আপনাকে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারটি সিলেক্ট ও ওপেন করতে বলা হবে।

স্টেপ-৪: যেই ছবিটি কমপ্রেস বা সাইজ ছোট করতে চাইছেন, সেটিকে সরাসরি সিলেক্ট করুন। ছবিটি অ্যাপ এর মধ্যে চলে আসবে।

স্টেপ-৫: ছবিটির ফাইল সাইজ কমানোর দুটো অপসন এখানে আপনি পাবেন। একটি হলো, আপনি আপনার নিজের মতো ফাইল সাইজ (KB/MB) দিয়ে সেই সাইজ হিসেবে ছবিটি ছোট করতে পারবেন। আরেকটি হলো, Quality বাটনে ট্যাপ করে ছবির কোয়ালিটি সেট করে সাইজ ছোট করা।

পছন্দমতো অপসন সিলেক্ট করে Compress এর বাটনে click করলেই আপনার ছবিটি দিয়ে দেওয়া সাইজে কমপ্রেস হয়ে যাবে।

কম্পিউটারে ইমেজ সাইজ ছোট করার উপায়: (Paint)

যদি আপনি একটি Windows PC বা Laptop ব্যবহার করছেন, তাহলে অনেক সহজেই কোনো এক্সটার্নাল সফটওয়্যার ব্যবহার না করে সম্পূর্ণ ফ্রীতে MS Paint app-টি ব্যবহার করে যেকোনো ছবি রিসাইজ করে নিতে পারবেন। MS Paint হলো একটি বেসিক ফটো এডিটিং সফটওয়্যার যেটা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যায়।

Resize any image using paint

স্টেপ-১: আপনাকে নিজের windows PC থেকে Paint অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি খুঁজে না পেলে, সরাসরি Windows Search-এর মধ্যে paint লিখে সার্চ দিলেও অ্যাপটি আপনি পেয়ে যাবেন।

স্টেপ-২: পেইন্ট ওপেন করার পর একেবারে উপরে থাকা File >> Open অপশনে ক্লিক করে পছন্দের ছবিটি নিজের পিসি থেকে সিলেক্ট করে নিন।

স্টেপ-৩: ছবি ওপেন হয়ে গেলে এবার আপনাকে Home ট্যাব থেকে Resize image-এর অপশনে click করতে হবে।

Resize image option খুঁজে না পেলেও কোনো কথা নেই, আপনি সরাসরি কীবোর্ড থেকে Ctrl + W টাইপ করেও resize image popup box-টি দেখতে পাবেন। এখানে ইমেজ রিসাইজ করার দুটো অপসন আপনি পাবেন।

একটি হলো Percentage হিসেবে এবং আরেকটি হলো Pixels হিসেবে। নিজের পছন্দমতো অপসন সিলেক্ট করে নিচে থাকা OK বাটনে ক্লিক করুন।

ফটোর সাইজ পরিবর্তন ও ছোট করার অন্যান্য অ্যাপস:

Google Play Store-এর মধ্যে এমন নানান ফ্রী অ্যাপস গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে ছবি কম্প্রেস বা রিসাইজ করতে পারবেন।

এদের মধ্যে থাকা কিছু সেরা এবং কার্যকর অ্যাপস গুলোর নাম আমি নিচে দিয়ে দিয়েছি।

  1. Pocket App Maker – Photo Compressor and Resizer,
  2. Mobso Apps – Compress image size,
  3. Technozer Solution – Compressor & Resize Image,
  4. Codenia – Photo Resizer

ওপরে বলে দেওয়া প্রত্যেকটি App আপনারা প্লে স্টোরে গিয়ে ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে ইমেজ রিসাইজ করার ওয়েবসাইট গুলো:

কোনো অ্যাপ ছাড়া সরাসরি নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে ছবি কমপ্রেস করে সাইজ কমানোর ক্ষেত্রে আপনারা নিচে বলে দেওয়া ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাকে সরাসরি ছবিটি আপলোড করতে হবে এবং কেবল একটি সিঙ্গেল ক্লিকেই ছবিটি কমপ্রেস করে তার সাইজ কমিয়ে নিতে পারবেন।

  1. Compressnow.com
  2. Jpeg-optimizer.com
  3. Imagecompressor.com
  4. Compressor.io
  5. Compressjpeg.com

ওপরে বলে দেওয়া ওয়েবসাইট গুলোতে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে নিজের JPEG, PNG ইত্যাদি ফরম্যাটে থাকা ছবি গুলোকে সরাসরি কমপ্রেস করতে পারবেন এবং নিজের মতো করে ছবির সাইজ কমিয়ে নিতে পারবেন।

উপসংহার,

তাহলে বন্ধুরা, মোবাইল হোক বা কম্পিউটার বা যেকোনো অন্য ডিভাইস যেকোনো ডিভাইস এর দ্বারা এখন আপনি অনেক সহজেই ছবি গুলোকে রিসাইজ বা কমপ্রেস করে নিতে পারবেন।

ছবির সাইজ ছোট করার জন্য উপলব্ধ অ্যাপস গুলো ব্যবহার করতে যদি অসুবিধা হয়ে থাকে, এক্ষেত্রে আপনি online image compression website গুলিও ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করছি, আমাদের আজকের আর্টিকেলের মধ্যে বলে দেওয়া অনলাইনে ছবির সাইজ কমানোর উপায় গুলো আপনার কাজে অবশই লাগবে।

অনলাইনে হোক বা অফলাইনে, নিজের মোবাইল এবং কম্পিউটারের সাহায্যে যেকোনো ছবির এমবি কমানোর উপায় গুলো আপনারা উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন। তবে আমার হিসেবে, ফটো রিসাইজ করা এবং সেগুলোকে ছোট করার ক্ষেত্রে নানান অনলাইন ইমেজ রিসাইজ ওয়েবসাইট গুলোই সেরা। তবে, আপনি আপনার পছন্দমতো tools, website এবং apps গুলো অবশই ব্যবহার করতে পারবেন।

রিলেটেড: মোবাইলে ছবি এডিট করার ৯টি প্রফেশনাল সফটওয়্যার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top