মোবাইলের সেরা ৭টি গ্যালারি লক সফটওয়্যার – ফ্রি ডাউনলোড

বর্তমান সময়ে একটি android mobile মানেই হলো সেখানে আমাদের নানান ব্যক্তিগত ছবি এবং ভিডিও গুলো থাকা। এক্ষেত্রে, অনেক সময় যখন আমাদের মোবাইলের লক খোলা থাকে বা আপনার বন্ধু-বান্ধবেরা যদি আপনার ফোন কোনো কারণবশত নিয়ে থাকেন, তখন কিন্তু তারা আপনার মোবাইলের গ্যালারি ওপেন করে আপনার পার্সোনাল ভিডিও এবং ছবি গুলি দেখতেই পারে।

এছাড়া অনেকেই আবার সেই ছবি বা ভিডিও গুলি নিজের মোবাইলেও ট্রান্সফার করার কথা ভেবে থাকেন। আর এখেত্রেই আমাদের কাজে আসে একটি সেরা এন্ড্রয়েড গ্যালারি লক সফটওয়্যার এর।

মোবাইলের গ্যালারি লক করার সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আপনি মোবাইলের গ্যালারিটি নানান রকমের password, PIN বা pattern lock ব্যবহার করার মাধ্যমে লক রাখতে পারবেন।

এতে, আপনার মোবাইলের মুখ্য স্ক্রিন লক খোলা থাকলেও মিডিয়া গ্যালারি কিন্তু লক থাকবে এবং গ্যালারি লক খোলার জন্য আলাদা ভাবে password বা pattern lock ব্যবহার করতে হবে।

রিলেটেড: মোবাইলের সেরা অ্যাপ লক সফটওয়্যার গুলো

তাই, যদি আপনিও নিজের মোবাইলে থাকা video, images এবং অন্যান্য file গুলির নিরাপত্তা নিয়ে ভাবছেন, তাহলে আজকেই একটি মোবাইল গ্যালারি লক অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করুন। এবং আপনার সুবিধার জন্যে, নিচে আমি সেরা ৭টি android gallery lock Apps গুলোর বিষয়ে নিচে বলে দিয়েছি।

এন্ড্রয়েড গ্যালারি লক অ্যাপস গুলির সুবিধা কি?

গ্যালারি লক সফটওয়্যার
Best gallery lock android apps list with features.

Gallery Lock Apps গুলো আপনার স্মার্টফোনের জন্য থাকা এমন কিছু সিকিউরিটি সফটওয়্যার অ্যাপস যার মূল কাজ হলো আপনার মোবাইলের গ্যালারিকে রক্ষা করা এবং লুকিয়ে রাখে।

এটা তাদের জন্যে একটি অনেক জরুরি টুল যারা নিজের মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলির জন্য সুরক্ষার একটি অতিরিক্ত স্তর চান।

এর দ্বারা আপনার মোবাইলে নিরাপত্তার অতিরিক্ত বৈশিষ্ট্য গুলোকে যুক্ত করা হয়। মূলত আপনার মোবাইলের গ্যালারি অ্যাপটিতে password বা pattern lock সেট করা হয় যার ফলে মোবাইলের স্ক্রিন লক খোলা থাকলেও আপনার অনুমতি ছাড়া বা আপনার কাছে থাকা গ্যালারি লক পাসওয়ার্ড ছাড়া গ্যালারিতে প্রবেশ করা যাবেনা।

যদি আপনার মোবাইলে নানান ব্যক্তিগত ছবি এবং ভিডিও গুলো আছে এবং আপনার বাইরেও আপনার ফোন অনেকে ব্যবহার করেন, তাহলে এই ধরণের গ্যালারি লক রাখার সফটওয়্যার ব্যবহার করে নিজের ব্যক্তিগত ফাইল গুলিকে নিরাপদ রাখা যাবে।

অবশই পড়ুন: মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার/অ্যাপস

এন্ড্রয়েড গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড করুন – সেরা ৭টি অ্যাপস

Apps:Downloads:Rating:
১. Photo Lock App50M+4.1
২. Gallery Lock – Ninex5M+4.0
৩. Gallery Lock (Hide pictures)10M+4.1
৪. Gallery Lock – 118 Apps1M+4.0
৫. Safe Gallery – DEHA10M+4.3
৬. Secure Gallery – SpSoft10M+4.2
৭. App Lock – InShot Inc.10M+4.5

চলুন, নিচে আমরা প্রত্যেকটি Android Gallery Lock Apps গুলোর সুবিধা এবং বৈশিষ্ট গুলো জেনেনেই।

১. Photo Lock App – Donna Infotech

Photo Lock App-টি ব্যবহার করে আপনি নিজের মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলিকে লুকিয়ে রাখতে পারবেন। এই app-টি ইনস্টল করে সেটআপ করার পর আপনাকে কোনো ভাবেই নিজের ব্যক্তিগত ছবি এবং ভিডিও গুলো নিয়ে চিন্তা করতে হবেনা।

আপনার বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যগণ জেকেও যদি আপনার মোবাইল নিয়ে থাকেন, তাহলেও কোনো ভয় নেই। কেননা, আপনার gallery app-টি lock করা থাকায় তারা কোনো ভাবেই ফোনের গ্যালারি এক্সেস করতে পারবেননা।

কি কি সুবিধা রয়েছে:

  • ফোনে থাকা ছবি এবং ভিডিও লুকিয়ে রাখা যাবে।
  • অডিও, ফাইল এবং ডক্যুমেন্ট গুলিও হাইড করা যাবে।
  • একটি প্রাইভেট লকার পাবেন যেখানে যেকোনো ফাইল লুকিয়ে রাখা যাবে।
  • নিরাপদ ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেটে ব্রাউস করুন।
  • মোবাইলে থাকা private এবং social apps গুলি লক করা যাবে।
Required Version:5.0 and up
Total Download:50,000,000+
Rating:4.1

২. Gallery Lock – Ninex

নিজের ফোনে থাকা ভিডিও এবং ছবি গুলিকে লুকিয়ে রাখতে চান নাকি গ্যালারি অ্যাপটি লক করতে চান? তবে আপনি যেটাই চাইছেন সবটাই এই app-এর মাধ্যমে করা সম্ভব। আপনি অনেক সহজে একটি শক্তিশালী PIN বা pattern lock ব্যবহার করে media gallery app-টি লক করে রাখতে পারবেন।

আপনি চাইলে স্বতন্ত্রভাবে প্রত্যেকটি ভিডিও বা ছবি গুলিকে আলাদা আলাদা ভাবেও পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। Messages, Mail, Album Gallery, Contacts, Browsers, SMS, ইত্যাদি নিজের পছন্দমতো যেকোনো app একটি সিঙ্গেল ট্যাপ এর দ্বারা লক করে নিতে পারবেন।

কি কি সুবিধা রয়েছে:

  • PIN এবং pattern lock দ্বারা ব্যক্তিগত ছবি এবং ভিডিও সুরক্ষিত রাখুন।
  • আনলক করার চেষ্টা করা ব্যক্তির ছবি তুলে রাখা হবে।
  • একটি সিঙ্গেল ট্যাপ এর মাধ্যমে গ্যালারি বা অন্যান্য অ্যাপ লক করা যাবে।
  • Fingerprint lock-এর option-ও পাবেন।
  • নানান সুন্দর সুন্দর লক স্ক্রিন থিম গুলো রয়েছে।
Required Version:5.1 and up
Total Download:5,000,000+
Rating:4.0

৩. Gallery Lock (Hide pictures)

বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এই ধরণের একটি সেরা app lock বা gallery lock software ব্যবহার করাটা অনেক জরুরি। Google Play Store-থেকে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই অ্যাপটি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

এখানে আপনি নিজের মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলি লুকিয়ে বা লক করে রাখার পাশাপাশি app-এর লঞ্চ আইকনটিও লুকিয়ে রাখতে পারবেন। এতে, আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো ভাবেই মোবাইলের গ্যালারি ওপেন করার অপসন খুঁজে পাবেননা।

App-টি ব্যবহার করে মোবাইলের গ্যালারি লক করার জন্য আপনারা pattern lock বা PIN lock ব্যবহার করতে পারবেন।

কি কি সুবিধা রয়েছে:

  • মোবাইলে থাকা যেকোনো ছবি বা ভিডিও লুকিয়ে রাখা যাবে।
  • PIN বা pattern ব্যবহার করে মোবাইলের গ্যালারি লক করুন।
  • এই app-এর একটি ফ্রি ভার্সন রয়েছে।
  • আলাদা আলাদা ভাবে ফাইল গুলো হাইড করা যাবে।

৪. Gallery Lock – 118 Apps

Gallery Lock – App lock, Photo এবং Video vault app-টির মধ্যে আপনারা নানান ফিচার এবং সুবিধা গুলি পাবেন। মোবাইলে থাকা নানান apps, video এবং images গুলিকে lock করার জন্য আপনারা fingerprint বা Password-এর ব্যবহার করতে পারবেন।

মোবাইলে থাকা নানান সোশ্যাল মিডিয়া apps যেমন, snapchat, Facebook, Whatsapp, Tiktok ইত্যাদির থেকে শুরু করে Gallery apps পর্যন্ত লক করা যাবে।

কি কি সুবিধা রয়েছে:

  • ফটো অ্যালবাম, পিকচার, ভিডিও ইত্যাদি যেকোনো মিডিয়া ফাইল নিরাপদ রাখা যাবে।
  • Gallery vault-এর সাহায্যে ফাইল গুলি লুকিয়ে রাখা যাবে।
  • PIN, Pattern এবং fingerprint lock screen-এর অপসন থাকছে।
Required Version:6.0 and up
Total Download:1,000,000+
Rating:4.0

৫. Safe Gallery – DEHA

গুগল প্লে স্টোরে ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই সেরা গ্যালারি লক সফটওয়্যার টি অনেক সহজেই ব্যবহার করা যাবে। আপনি নিজের মোবাইলে থাকা প্রত্যেকটি মিডিয়া ফাইল গুলো এই লক অ্যাপ এর দ্বারা হাইড করে রাখতে পারবেন।

App-টি download করে মোবাইলে install করার পর যখন এটিকে ওপেন করবেন তখন আপনাকে একটি PIN দিয়ে দেওয়া হবে। এছাড়া, শুরুতেই app-টি ব্যবহার করে মিডিয়া ফাইল লক এবং আনলক করার জন্য স্টোরেজের অনুমতি প্রদান করতে হবে।

কি কি সুবিধা রয়েছে:

  • পছন্দমতো ছবি এবং ভিডিও গুলি সিলেক্ট করে লক করা যাবে।
  • ছবি এবং ভিডিওর পাশাপাশি অডিও ফাইল গুলিও লক রাখা যাবে।
  • সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে এই app-টি।
  • ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি লুকিয়ে রাখা যাবে।
Required Version:5.0 and up
Total Download:10,000,000+ 
Rating:4.3

৬. Secure Gallery – SpSoft

গুগল প্লে স্টোরে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.২ রেটিং এর সাথে মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলি লক করে বা লুকিয়ে রাখার ক্ষেত্রে এই app-টি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

এখানেও মিডিয়া ফাইল গুলো লক করার ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড বা প্যাটার্ন লক দুটোই ব্যবহার করতে পারবেন। তাই, আপনার গোপনীয়তা নিরাপদ রাখার ক্ষেত্রে মোবাইলে এই gallery lock app-টি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

App-টি সম্পূর্ণ ফ্রি এবং এখানে থাকা প্রতিটি ফীচার আপনারা ফ্রেটেই ব্যবহার করতে পারবেন।

কি কি সুবিধা রয়েছে:

  • দ্রুততম এবং সবচেয়ে নিরাপদ ব্যক্তিগত গ্যালারি অ্যাপ।
  • ছবি এবং ভিডিও পরিচালনা করার ক্ষেত্রে নানান অপসন গুলো পাবেন।
  • App launch icon-টি লুকিয়ে রাখা যাবে।
  • Fingerprint-এর মাধমেও ফাইল গুলি লক করা যাবে।
Required Version:4.0 and up
Total Download:10,000,000+
Rating:4.2

৭. App Lock – InShot Inc

Inshot-এর তরফ থেকে থাকা এন্ড্রয়েড মোবাইলের গ্যালারি লক করার এই সফটওয়্যারটি মূলত একটি app locker সফটওয়্যার। মানে, এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি নিজের মোবাইলে থাকা যেকোনো অ্যাপ লক করে নিতে পারবেন। এক্ষেত্রে সেটা আপনার মোবাইলের গ্যালারি অ্যাপও হতে পারে।

কেবল একটি click / tap এর দ্বারা পছন্দের social app বা system app-টি লক করা যাবে। App lock করার জন্য আপনারা PIN, pattern বা fingerprint যেকোনো ধরণের লক সিস্টেম ব্যবহার করতে পারবেন।

এখানেও ভুল পাসওয়ার্ড ব্যবহার করে app unlock করার চেষ্টা করা ব্যক্তির ছবি তুলে রাখা হয়।

কি কি সুবিধা রয়েছে:

  • মোবাইলে যেকোনো অ্যাপ লক করা যাবে।
  • Gallery encrypt করার মাধ্যমে photo vault তৈরি করা যাবে।
  • অ্যাপ ওপেন করার চেষ্টা করা ব্যক্তির ছবি তুলে রাখা হবে।
  • সিস্টেম অ্যাপ গুলিও লক করা যায়।
Required Version:6.0 and up
Total Download:10,000,000+
Rating:4.5

FAQ: গ্যালারি লক সফটওয়্যার নিয়ে প্রশ্ন:

Q. গ্যালারি লক করার অ্যাপ গুলো কিভাবে কাজ করে?

এই ধরণের অ্যাপ গুলো অআপনার মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলিতে পাসওয়ার্ড সেট করার অপসন দিয়ে থাকে। আবার অনেক এমন অ্যাপস রয়েছে যেগুলি সরাসরি আপনার মোবাইলের gallery app-টিতেই পাসওয়ার্ড সেট করে সেটিকে লক করে রাখবে।

Q. এই গ্যালারি লক করার সফটওয়্যার গুলো কি ফ্রি?

Google Play Store-এর মধ্যে এমন প্রচুর গ্যালারি লক অ্যাপস গুলো রয়েছে যেগুলি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে, ওপরে দিয়ে দেওয়া apps গুলিও আপনারা ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা,,

যদি আপনি নিজের মোবাইলে থাকা নানান ব্যক্তিগত মিডিয়া ফাইল গুলিকে নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে অবশই একটি ভালো gallery lock app বা app lock software ব্যবহার করতে হবে। এই ধরণের সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনার মোবাইলে থাকা ছবি এবং ভিডিও গুলো অন্য কেও আপনার অনুমতি ছাড়া দেখার সুযোগ পায়না। তাই, যদি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top