ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার – ৯টি অ্যাপস

বেশিরভাগ সময় পছন্দের ছবিটি আমাদের ডিলিট করতে লাগে। কারণ, আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই কিভাবে ঝাপসা ছবি ঠিক করতে হয় এই বিষয়ে জানেননা। আপনি কি আপনার পছন্দের অস্পষ্ট ছবিটিকে একটি দ্বিতীয় সুযোগ দিয়ে দেখতে চান? যদি হ্যা, তাহলে এক্ষেত্রে আপনার কাছে রয়েছে নানান ফ্রি সমাধান গুলো।

বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা একটি সাধারণ AI image sharpening/ enhancer App ব্যবহার করে সেকেন্ডের মধ্যে যেকোনো ঝাপসা ছবি ক্লিয়ার করে নিতে পারবেন।

মোবাইলের ক্যামেরা দিয়ে তুলে পছন্দের ছবিটি ঝাপসা লাগছে? ঘোলা ছবিটি ক্লিয়ার করার উপায় খুঁজছেন? চিন্তা করতে হবেনা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন ৯টি সেরা ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার গুলোর বিষয়ে বলবো যেগুলিতে থাকছে উন্নত AI tool গুলো।

এই automatic AI tools গুলোর সাহায্যে নিজে নিজেই যেকোনো ঘোলা ছবিকে পরিষ্কার বা ক্লিয়ার করে নিতে পারবেন। এছাড়া, ঘোলা ছবি ক্লিয়ার করার এই সফটওয়্যার গুলো আপনারা Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অবশই পড়ুন:

তাহলে চলুন দেরি না করে, এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা ছবি ক্লিয়ার করার সেরা মোবাইল সফটওয়্যার গুলোর বিষয়ে জেনেনেই।

ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার/অ্যাপস – ৯টি

ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার
Best Android Apps To Make Pictures Clear.

নিচে ঘোলা ছবি ক্লিয়ার করার যেগুলো এন্ড্রয়েড সফটওয়্যার গুলোর বিষয়ে বলা হয়েছে সেগুলো প্রচুর শক্তিশালী এবং উন্নত। সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড ও ইনস্টল করে এই অ্যাপস গুলো নিজের মোবাইলের ব্যবহার করতে পারবেন।

এই App-গুলো মূলত আপনারা blurry, pixelated বা damaged photos গুলিকে দারুন ভাবে ক্লিয়ার করে HD quality সহ সেভ করে থাকে। এছাড়া, বেশিরভাগ app-গুলি AI প্রযুক্তি ব্যবহার করার কারণে ঝাপসা বা ঘোলা ছবি গুলো নিজে নিজেই অপ্টিমাইজ করে সেগুলিকে পরিষ্কার করে ছবির কোয়ালিটি উন্নত করা হয়।

তাই, যদি আপনার কাছেও এমন একটি ছবি আছে যেটিকে পরিষ্কার বা ক্লিন করে ঝাপসা থেকে HD কোয়ালিটিতে রূপান্তর করতে চাইছেন, তাহলে নিচে বলে দেওয়া যেকোনো একটি বা একাধিক apps-গুলো ব্যবহার করে দেখতে পারেন।

অ্যাপ এর নাম:টোটাল ডাউনলোড:রেটিং:
১. AI Enhancer10M+4.4
২. Remini – AI Photo Enhancer100M+4.4
৩. BlurBuster1M+4.4
৪. Picsart AI Photo Editor1B+4.2
৫. Photo Enhancer – Winfun500K+4.1
৬. SilverAI Inc – Enhancer1M+4.4
৭. PhotoTune – AI Enhancer5M+4.4
৮. EnhanceFox1M+4.0
৯. Vivid – AI Photo Enhancer100K+4.1

চলুন, নিচে আমরা ঝাপসা ছবি ক্লিয়ার করার প্রত্যেকটি অ্যাপস গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।

১. AI Enhancer:

রেটিং: 4.4/5

ডাউনলোড: 1Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

ছবি ১০-২০ বছরেরও বেশি পুরোনো হোক না কেন, এই AI Enhance অ্যাপ নিমেষেই আপনার ঝাপসা ছবিগুলোকে ঝকঝকে ও নতুন রূপ দিতে পারে।

এখানে আপনি স্ক্র্যাচ খাওয়া, সাদাকালো কিংবা হলুদ হয়ে যাওয়া ছবিকে HD-কোয়ালিটির কালার ছবিতে পরিবর্তন করতে পারবেন।

এর উন্নত AI টেকনোলজি যেকোনো পোর্ট্রেইট ছবির চোখ-মুখের ডিটেলস ও স্কিনের টেক্সচার অনেক সুন্দর করে দিতে পারে।

ফিচার:

✔ এক ক্লিকে পুরোনো ছবি কালার করার ফিচার।

✔ ছবির HD রেজোলিউশন ২০০-৮০০% বাড়িয়ে দেয়।

✔ ওয়ান-ট্যাপ ফেসিয়াল রিকগনিশন ও ডিটেলস এনহ্যান্সমেন্ট।

সুবিধা: 

⇾ Blur হওয়া ছবি একদম স্পষ্ট করে।

⇾ ছবিতে ফিল্টার ও কার্টুন এফেক্ট দেওয়া যায়।

⇾ ছেঁড়া-ফাটা সাদাকালো ছবি রিপেয়ারের সুবিধা।

অসুবিধা:

⇾ প্রচুর বিজ্ঞাপন আসে

২. Remini:

রেটিং: 4.4/5

ডাউনলোড: 10Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 6.0+

এই Remini অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র পুরোনো ছবিই নয়, আপনার ঝাপসা সেল্ফিগুলোকেও একদম HD কোয়ালিটির করে তোলে।

এই সফটওয়্যারে ছবির পাশাপাশি ভিডিওর কোয়ালিটিও বাড়ানো যায়।

এর AI টুলটি সাদাকালো ছবির ডিটেলস শার্প করে একদম স্পষ্ট করে তোলে। এছাড়াও, এর Barbie ফিল্টারটি ব্যবহার করে আপনি দারুণ সব সেল্ফিও নিতে পারেন।

ফিচার:

✔ পোর্ট্রেট ছবির ফোকাস বাড়ায়।

✔ ছবি আন-ব্লার ও রিস্টোর করে।

✔ লো-কোয়ালিটি ছবির পিক্সেল বাড়িয়ে HD-কোয়ালিটির করে।

সুবিধা: 

⇾ ভিডিওর কোয়ালিটি উন্নত করা যায়।

⇾ পুরোনো ক্যামেরার ফটোগুলো রিস্টোর করে।

⇾ ফোকাসহীন ছবিগুলোতে ফোকাস এনে দেয়।

অসুবিধা:

⇾ অ্যাড আছে ও পেইড সাবস্ক্রিপশন নিতে হয়।

৩. BlurBuster:

রেটিং: 4.4/5

ডাউনলোড: 10L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 8.0+

অস্পষ্ট ছবি ঠিক করার পাশাপাশি এই BlurBuster অ্যাপটি সঠিক লাইট অ্যাড করে ছবিগুলোকে অনেকটা আকর্ষণীয় করে তোলে। এখানে ফটো থেকে noise সরিয়ে আপনি ছবির ক্ল্যারিটি অনেকটাই বাড়াতে পারেন।

এমনকি, এর আন-ব্লার মোশন ফিচারটির সাহায্যে আপনি কেঁপে যাওয়া ছবিগুলোকেও ঠিক করে নিতে পারবেন।

এই অ্যাপ্লিকেশনটি মাত্র ১০-২০ সেকেন্ডের মধ্যেই ছবি রেডি করতে পারে।

ফিচার:

✔ লাইট কারেকশন টুল আছে।

✔ ছবি ডিনয়েস করার ফিচার।

✔ ফটো আন-ব্লার ও শার্পেন করার ফিচার।

সুবিধা: 

⇾ সহজেই ব্যবহার করা যায়।

⇾ একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়।

⇾ কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি স্পষ্ট করে।

অসুবিধা:

⇾ ছবির সাইজ খুব ছোট হলে কাজ করে না।

৪. Picsart:

রেটিং: 4.2/5

ডাউনলোড: 100 Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: যেকোনো ভার্সনেই কাজ করে।

ছবি শুধু পরিষ্কার হলেই চলে না, আসলে ফটোগুলোকে সুন্দর বানানোটাই হল আমাদের মূল উদ্দেশ্য।

তাই, Picsart-এর AI টুলগুলো সমস্ত ঝাপসা ছবিগুলোকে কেবলমাত্র ক্লিয়ার করে না, বরং এখানে ইচ্ছেমতো ছবিগুলোকে এডিটও করা সম্ভব।

এর AI-ফিচার্ড ফিল্টারগুলো আপনার ছবি থেকে শুরু করে ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট উন্নত করতে পারে।

এমনকি, এখানে নিজের ছবির উপর কার্টুন ফিল্টার লাগানো যায় ও ব্যাকগ্রাউন্ড রিমুভও করা যায়।

ফিচার:

✔ ভিডিওর কোয়ালিটি বাড়ানো যায়।

✔ অবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টুল।

✔ ছবি এনলার্জ, ডিনয়েজ বা ক্লিয়ার করা যায়।

সুবিধা: 

⇾ কোলাজ ছবি বানানোর টুল আছে।

⇾ ছবিতে চোখ-মুখের ডিটেইলস বাড়িয়ে দেয়।

⇾ একটা অ্যাপেই ফটো/ভিডিও এডিটিংয়ের সমস্ত সুবিধা।

অসুবিধা:

⇾ প্রিমিয়াম পেইড সাবস্ক্রিপশন রয়েছে।

৫. AI Photo Enhancer:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 5L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 8.0+

ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার হিসেবে AI Photo Enhancer হল একটা যথেষ্ট জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন।

এখানে ছিঁড়ে, হলুদ হয়ে যাওয়া বা স্ক্র্যাচ খাওয়া সমস্ত পুরোনো ছবি নিমেষেই নতুনের মতো করা যায়।

এমনকি, এই অ্যাপের সাহায্যে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডও মুছে ফেলতে পারেন।

তাছাড়া, নিজের অস্পষ্ট সেলফিগুলোকে এই AI enhancer-এর মাধ্যমে ক্লিয়ার করিয়ে HD কোয়ালিটিতেও বদলাতে পারেন।

ফিচার:

✔ কার্টুন ফেস ফিল্টার।

✔ ব্যাকগ্রাউন্ড রিমুভের টুল।

✔ সাদাকালো ছবি রঙিন করার টুল।

সুবিধা:

⇾ কম রেসল্যুশনের ছবি স্পষ্ট করে।

⇾ ছেঁড়া-ফাটা ও দাগ হওয়া ছবি পরিষ্কার করে তোলে।

⇾ ঝাপসা থাকা চুল, চোখ-মুখের ডিটেইলস স্পষ্ট করে।

অসুবিধা:

⇾ অনেক ফিচার কিনতে হয়।

৬. SilverAI Inc – Enhancer:

রেটিং: 4.4/5

ডাউনলোড: 10L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 7.0+

এই Enhancer অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি পুরোনো ছবি রিস্টোর করার অন্যতম সেরা একটা সফটওয়্যার। এখানে আপনি নিজের পুরোনো সেল্ফি থেকে শুরু করে ফেটে যাওয়া ফটো সেকেন্ডের মধ্যে নতুনের মতো করে নিতে পারেন। এর অটোমেটিক ফেস রিকোগনিশন ফিচারটি নিজের থেকে প্রতিটা মুখ আলাদা করে চিনে নিয়ে সঠিকভাবে চোখ-মুখ ও চুলের ডিটেলস অ্যাড করে।

ফিচার:

✔ AI অ্যানিমেশন ফিচার।

✔ ওয়ান-টাচ আন-ব্লার ফটো ফিচার।

✔ HD কোয়ালিটিতে ছবি রিস্টোর করে।

সুবিধা: 

⇾ সেকেন্ডের মধ্যে ঝাপসা ছবি ক্লিয়ার করে।

⇾ পোর্ট্রেইট, সেল্ফি ও গ্রুপ ছবির জন্যে ভালো।

⇾ এক ক্লিকে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করা যায়।

অসুবিধা:

⇾ ইন-অ্যাপ পার্চেজ ও বিজ্ঞাপন রয়েছে।

৭. PhotoTune:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 50L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 6.0+

এই AI ফটো এনহ্যান্সার অ্যাপটি আপনার ছবির কোয়ালিটিকে ২০০ থেকে ৮০০% পর্যন্ত বাড়িয়ে দেয়। আর, এই অ্যাপ্লিকেশনের কালারাইজ ফটো ফিচারটির সাহায্যে আপনি এক ক্লিকেই সাদাকালো ছবিকে কালার ছবি করে নিতে পারেন।এছাড়াও, এখানের বিউটিফাই পোর্ট্রেইট টুলটি আপনার সেল্ফি এবং গ্রুপ ফটোগুলোকে ন্যাচারালভাবে সুন্দর করে তোলে। এই অ্যাপটিতে অটোমেটিক কালার ও লাইট ব্যালান্স ফিচারও আছে, যাতে ছবির ন্যাচারাল লাইটিংটা নষ্ট না হয়।

ফিচার:

✔ পোর্ট্রেইট ফটো বিউটিফাই ও রিটাচ করে।

✔ ভিনটেজ ও পুরোনো ক্যামেরার ছবি রিস্টোর করে।

✔ HDR ফিচারটি ছবির রেসল্যুশন ও কনট্রাস্ট অ্যাডজাস্ট করে।

সুবিধা: 

⇾ ব্ল্যাক-অ্যান-হোয়াইট ছবি কালার করে।

⇾ দরকারি সব ফটো এডিটিং টুল রয়েছে।

⇾ HD কোয়ালিটি ২০০-৮০০% পর্যন্ত বাড়ানো যায়।

অসুবিধা:

⇾ ঘন-ঘন অ্যাড দেখতে হয়।

৮. EnhanceFox:

রেটিং: 4.1/5

ডাউনলোড: 10L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার গুলোর মধ্যে এই EnhanceFox অ্যাপ্লিকেশনটি ফটোর রেসল্যুশন 4K পর্যন্ত হাই-কোয়ালিটিতে নিয়ে যেতে পারে। এমনকি, আপনি ইচ্ছেমতো কোনো অ্যানিমে পিকচারও ভালো কোয়ালিটিতে পরিবর্তন করতে পারেন। এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সাহায্যে ফটোগুলোকে অনেক বেশি পরিষ্কার ও উজ্জ্বল রূপ দেওয়া যায়। এমনকি, এখানে ছবির পাশাপাশি ভিডিওর কোয়ালিটিও উন্নত করা সম্ভব।

ফিচার:

✔ সাদাকালো ফটো রঙিন করার ফিচার।

✔ ছবি আন-ব্লার এবং শার্পেন করার ফিচার।

✔ পুরোনো ছেঁড়া ও হলুদ হওয়া ছবি নতুন করা যায়।

সুবিধা: 

⇾ ছবির ডিটেলসগুলো বাড়িয়ে দেয়।

⇾ ভিডিও এনহ্যান্স করার সুবিধা আছে।

⇾ অটোম্যাটিকভাবে ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়।

অসুবিধা:

⇾ প্রচুর অ্যাড আসে।

৯. Vivid – AI Photo Enhancer:

রেটিং: 4.1/5

ডাউনলোড: 1L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 7.0+

কোনো ঝাপসা ফটো মুহূর্তে রঙিন ও নতুন করার একটা ভালো অ্যাপ হল এই Vivid। যতই পুরোনো ও নষ্ট হয়ে যাওয়া ছবি হোক না কেন, এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি সবসময়ই HD কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। এর ব্যাকগ্রাউন্ড বা লেন্স ব্লার ফিচারটি আপনার সাধারণ ছবিগুলোকে DSLR ক্যামেরায় তোলা ছবির মতো ঝাঁ চকচকে করে তোলে।

ফিচার:

✔ পোট্রেইট কার্টুন ফিল্টার।

✔ সাদাকালো ছবি রঙিন করা যায়।

✔ ব্যাকগ্রাউন্ড বা লেন্স ব্লার ফিচার।

সুবিধা: 

⇾ যেকোনো ধরনের ছবি এনহ্যান্স করা যায়।

⇾ সোশ্যাল মিডিয়াতে সরাসরি ছবি শেয়ার করা যায়।

⇾ পোট্রেইট অ্যানিমে টুলের সাহায্যে ছবিকে ভিডিওর রূপ দেয়।

অসুবিধা:

⇾ সব ফিচার ফ্রী নয়।

পরিশেষে:

আমাদের দেওয়া তালিকার সবকটি অ্যাপই বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যাবে। তবে, ঘোলা ছবি ক্লিয়ার করার এই AI ফটো এনহ্যান্সারগুলো ব্যবহার করার জন্যে অবশ্যই আপনাকে পুরোনো ছবিগুলোর ফটো ভালোভাবে ক্যামেরা থেকে তুলতে হবে বা স্ক্যান করতে হবে। তবেই একমাত্র এই অ্যাপগুলো ভালোভাবে কাজ করবে।

অবশ্যই এই সমস্ত সফটওয়্যারগুলো সফ্ট কপির মাধ্যমে ঝাপসা ছবিগুলো ক্লিয়ার করবে আর সেখানে অরিজিন্যাল হার্ড কপির ছবির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এইবার, আপনি আপনার প্রয়োজনমতো সেই রিস্টোর হওয়া সফ্ট কপির ছবিগুলো প্রিন্ট বা শেয়ার করে নিতেই পারেন।

অবশই পড়ুন: মোবাইলে টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top