মোবাইলে অডিও গান ডাউনলোড করার অ্যাপস/সফটওয়্যার – ৯টি

আপনি কি এমন একজন android user যে নাকি অডিও গান, পডকাস্ট বা অডিওবুক গুলো শুনতে পছন্দ করে থাকেন? নিঃসন্দেহে, আপনি অবশই একজন অনেক ভাগ্যবান ব্যক্তি। কেননা বর্তমানের এই ডিজিটাল পরিবেশে, অডিও গান গুলো শোনার এবং ডাউনলোড করার নানান অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো আপনারা পেয়ে যাবেন।

মোবাইলে গান ডাউনলোড করার এমন নানান সফটওয়্যার গুলো রয়েছে, যেগুলোর দ্বারা আপনি আপনার পছন্দের অডিও গান গুলিকে সরাসরি ডাউনলোড করে সেভ করা সুযোগ পাবেন। তাই, গান শোনার জন্যে এখন আর আপনাকে Wi-Fi বা internet connection নিয়ে ভাবতে হবেনা। আপনি আপনার পছন্দের গানটি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অফলাইনে শুনে নিতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলতে চলেছি এমনই কিছু সেরা অডিও গান ডাউনলোড করার অ্যাপস গুলোর বিষয়ে। এই গান ডাউনলোড করার সফটওয়্যার অ্যাপস গুলো আপনারা Google Play Store-থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন।

রিলেটেড: মোবাইলের ৯টি জনপ্রিয় অডিও প্লেয়ার সফটওয়্যার

অ্যাপস গুলো দিয়ে গান ডাউনলোড করার উপায় কি?

অডিও গান ডাউনলোড করার অ্যাপস
Best android music streaming apps to listen and download songs.

সেই দিন এখন আর নেই যখন পছন্দের অডিও গান গুলো ডাউনলোড করার জন্য নানান ওয়েবসাইট গুলিতে গিয়ে গান গুলি ডাউনলোড করতে হতো। এখন সময় পাল্টে গিয়েছে এবং জিনিস গুলো প্রচুর অ্যাডভান্স হয়ে দাঁড়িয়েছে।

সেভাবেই, মোবাইলে গান শোনার জন্য এখন আর আপনাকে নানান ওয়েবসাইট গুলিতে গিয়ে পছন্দের গানটি ডাউনলোড করার প্রয়োজন নেই। কেননা বর্তমান সময়ে, একটি এন্ড্রয়েড মোবাইলে অডিও গান ডাউনলোড করার বিভিন্ন অ্যাপস গুলো আপনারা পাবেন।

এই অ্যাপস গুলো ব্যবহার করে, ডাউনলোড ছাড়া সরাসরি অডিও গান গুলো শোনা যাবে। কেবল গান নয়, তবে চাইলে পছন্দের পডকাস্ট এবং অডিওবুক গুলিও শুনে নিতে পারবেন। তবে অ্যাপস গুলোর দ্বারা সরাসরি গান স্ট্রিমিং করে শোনার জন্যে ইন্টারনেটের প্রয়োজন হবে।

এক্ষেত্রে প্রায় প্রত্যেক গান শোনার অ্যাপস গুলোতেই একটি ডাউনলোড অপসন দেওয়া হয়েছে। এই ডাউনলোড অপসনটি ব্যবহার করার মাধ্যমে অ্যাপ থেকেই নিজের পছন্দের গান গুলিকে high quality audio সহ download এবং save করে নিতে পারবেন।

এতে, ডাউনলোড করা গান গুলো আপনার মিউজিক অ্যাপ এর ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। এবার ডাউনলোড করা গান গুলোকে ইন্টারনেট বা Wi-Fi ছাড়া নিজের মোবাইল থেকে যেকোনো সময় যেকোনো জায়গার থেকে শুনতে পারবেন।

তাই এই আধুনিক মিউজিক স্ট্রিমিং apps গুলো, মোবাইলে সহজে এবং সুবিধাজনক ভাবে গান শোনার সেরা উপায় হওয়ার পাশাপাশি একটি সেরা গান ডাউনলোড করার সফটওয়্যার হিসেবে বললেও আমি ভুল হবোনা।

Music Streaming Apps গুলোর থেকে পছন্দের যেকোনো গান ডাউনলোড করার ক্ষেত্রে, আপনাকে সেই গানে ক্লিক করে দিয়ে দেওয়া অপসন গুলো দেখে নিতে হবে। অপসন গুলোর মধ্যে একটি download অপসন ও অবশই দেখতে পাবেন।

আবার কিছু কিছু গান শোনার অ্যাপ গুলোতে, প্লে করা গানের পাশেই গানটি ডাউনলোড করার অপসন/বাটন দিয়ে দেওয়া হয়।

অবশই পড়ুন: মোবাইলের সেরা ৯টি ছবি সুন্দর করার অ্যাপস

মোবাইলে অডিও গান ডাউনলোড করার অ্যাপস – ৯টি সফটওয়্যার

Audio Apps:Downloads:Rating:
১. Wynk Music100M+4.5
২. Audiomack: Downloader50M+4.4
৩. Mixtube Music player5M+4.6
৪. Gaana Songs App100M+4.3
৫. JioSaavn – Music & Podcasts100M+4.3
৬. Resso Music100M+3.7
৭. Video & Music Downloader5M+4.3
৮. Music Player – MP3100M+4.6
৯. Easyelife – Audio Player10M+4.3s

চলুন, প্রত্যেকটি android music streaming & download apps গুলোর বিষয়ে নিচে বিস্তারিত জেনেনেই।

১. Wynk Music:

Wynk music free songs and podcast

রেটিং: 4.5/5

ডাউনলোড: 100M+

অ্যান্ড্রয়েড ভার্সন: 6.0+

গান ডাউনলোড করার সফটওয়্যার গুলোর মধ্যে এই Wynk Music অ্যাপটি খুবই জনপ্রিয়। এটিও আপনাকে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই গান শুনতে দেয়। এখানে আপনি ফ্রিতে বিভিন্ন ভাষার গানের পাশাপাশি পডকাস্টও শুনতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মিউসিক লাইব্রেরিতে গানের বিশাল কালেকশন আছে। এমনকি, এখান থেকে আপনি সহজে কলারটিউনও সেট করতে পারবেন।    

ফিচার:

. কোটিরও বেশি গান রয়েছে। 

বিভিন্ন বিষয়ের উপর ফ্রি পডকাস্ট আছে। 

মাসের জন্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি। 

সুবিধা:

  • একাধিক ডিভাইসে চলে।  
  • ইচ্ছেমতো যতখুশি প্লেলিস্ট বানানো যায়।  
  • Wnyk রেডিওতে ফ্রি ননস্টপ মিউসিক চলে। 

অসুবিধা:

  • ফ্রি ভার্সনে প্রচুর অ্যাড আসে। 

২. Audiomack:

Audiomack audio streaming and download app

রেটিং: 4.4/5

ডাউনলোড: 5Cr+  

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

ইন্টারন্যাশনাল হিট অডিও গান থেকে শুরু করে লোকাল গানগুলোও খুব সহজেই Audiomack অ্যাপ থেকে স্ট্রিম ও ডাউনলোড করা যায়। আর, অফলাইন গান শোনার অ্যাপ হিসেবে এখানে MP3s, AAC, WAV, M4A বিভিন্ন অডিও ফর্ম্যাটের ফাইল আরামসে প্লে করা যায়। এছাড়া, এখানে জ্যাজ, হিপহপ, অ্যাফ্রোপপ, R&B এবং আরও নানান জনারের গান পাওয়া যায়।

আপনি এই অ্যাপটি অ্যান্ড্রোয়েড iOS ডিভাইসগুলোতেও ব্যবহার করতে পারবেন।

মোবাইলে গান ডাউনলোড করার অ্যাপস হিসেবেও এই অ্যাপটিকে ব্যবহার করা যাবে। কেননা অনলাইনে সরাসরি গান শোনার পাশাপাশি গান গুলোকে ডাউনলোড করে সেভ করারও অপসন আপনারা পাচ্ছেন।   

ফিচার:

ফেভারিট আর্টিস্টদের ফলো করা যায়। 

কোটিরও বেশি ট্রেন্ডিং অফলাইন গানের কালেকশন।  

জনার, মুড আরও নানা বিষয়ের উপর প্লেলিস্ট থাকে।   

সুবিধা:

  • সাবস্ক্রিপশন ফী অনেকটা কম।  
  • নতুন ট্রেন্ডিং মিউসিক অ্যাড হতে থাকে।
  • বিভিন্ন ধরণের অডিও ফর্ম্যাট প্লে করতে পারে।  

অসুবিধা:

  • প্রিমিয়াম ভার্সন ছাড়া প্রচুর ভিডিও অ্যাড আসে।  

৩. Mixtube Music player:

Mixtube music player app download

রেটিং: 4.5/5

ডাউনলোড: 5Cr+ 

অ্যান্ড্রয়েড ভার্সন: 6.0+

অফলাইনে অডিও গান শোনার অ্যাপগুলোর মধ্যে Mixtube হল অন্যতম সেরা একটা অ্যাপ্লিকেশন। অ্যাপটিকে একটি সেরা গান ডাউনলোড করার সফটওয়্যার হিসেবেও ব্যবহার করা যাবে। কেননা, এখানে থাকা প্রতিটি অডিও গানের পাশেই একটি অডিও ডাউনলোড (Save to offline) লিংক পেয়ে যাবেন। ডাউনলোড করা গান গুলো আপনারা এই অ্যাপ এর Local / offline ট্যাবে সহজেই পেয়ে যাবেন।  

এখানে আপনারা হিন্দি, ইংরেজি, বাংলা ইত্যাদি নানান ভাষার গান গুলো শুনতে পারবেন।

এছাড়া, এই অ্যাপটি কোনো অসুবিধা ছাড়াই ব্যাকগ্রাউন্ডে গান চালাতে পারে। MP3, AAC, MIDI, WAV, FLAC, APE এবং অন্যান্য যেকোনো অডিও ফাইল এখানে চালানো যায়। এর পাশাপাশি, এই সফটওয়্যারের ইনবিল্ট ইকুয়ালাইজারটি সহজেই পছন্দমতো গানের ফিল্টারগুলো টিউন করতে দেয়।  

ফিচার:

ইনবিল্ট ইকুয়ালাইজার আছে।  

৭০ কোটিরও বেশি গান রয়েছে।  

HD কোয়ালিটিতে গান শোনা যায় 

সুবিধা:

  • লকস্ক্রিন কন্ট্রোলের সুবিধা রয়েছে।
  • ফেভারিট কাস্টম প্লেলিস্ট বানানো যায়।
  • গানগুলো প্লেলিস্ট/আর্টিস্ট/ফোল্ডার/অ্যালবাম হিসেবে থাকে।  

অসুবিধা:

  • প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে অ্যাড আসবে। 

৪. Gaana:

গান ডাউনলোড করার অ্যাপস

রেটিং: 4.3/5

ডাউনলোড: 10Cr+ 

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

Gaana হল এমন একটা অফলাইন মিউসিক প্লেয়ার, যেখানে আপনি ফ্রিতে কোটিরও বেশি গান পডকাস্ট শুনতে পারবেন। এই অ্যাপটিতে বাংলা, হিন্দি আরও অন্যান্য ভাষার জনপ্রিয় গানের কালেকশন পেয়ে যাবেন। এছাড়াও, আপনি এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের পাশাপাশি ট্যাবলেট, কম্পিউটার এবং স্মার্ট স্পিকারেও চালাতে পারবেন।

একটি সেরা অডিও স্ট্রিমিং অ্যাপ হিসেবে অ্যাপটিকে ব্যবহার করার পাশাপাশি অডিও গান ডাউনলোড করার অ্যাপস হিসেবেও সফটওয়্যারটি ব্যবহার করা যায়। কেননা এখানে রয়েছে unlimited music downloads এর অপসন। তাই, নিজের পছন্দের যেকোনো অডিও গান ডাউনলোড করে সেটিকে যেকোনো সময় ইন্টারনেট ছাড়া অফলাইনে শোনা যাবে।   

ফিচার:

বিভিন্ন ধরণের জনারের গান আছে।   

অফলাইনে হাই HD কোয়ালিটিতে গান ডাউনলোড করে।   

একসাথে ৫টা ডিভাইসে ডাউনলোড সিনক্রোনাইজ করা সম্ভব।  

সুবিধা:

  • সাবস্ক্রিপশন চার্জ খুবই কম।  
  • ২০টিরও বেশি ভাষায় গান আছে।  
  • আনলিমিটেড গান ডাউনলোডের সুবিধা।  

৫. JioSaavn – Music & Podcasts:

গান ডাউনলোড করার উপায়

রেটিং: 4.2/5

ডাউনলোড: 10Cr+ 

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

JioSaavn অ্যাপ্লিকেশনটিতে আপনি বিশ্বের বিভিন্ন ভাষার মিউসিক শুনতে পারবেন। এখানে ১৬টি আলাদা আলাদা ভাষার গান গুলোকে শোনা এবং ডাউনলোড করার যাবে। এছাড়াও, এই অডিও গান শোনার অ্যাপ থেকে নিজের ফোন নাম্বারে কলারটিউনও সেট করা যায়। 

এখানে সারা দুনিয়ার ভালোভালো পডকাস্টগুলোও একদম বিনামূল্যে শোনা যায়। গান শোনার ও ডাউনলোড করার এই মোবাইল সফটওয়্যারটি ক্রোমকাস্ট, অ্যালেক্সা, গুগল হোম অন্যান্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের সাথেও কাজ করে। এই অ্যাপে, আনলিমিটেড অডিও গান গুলো ডাউনলোড করে নিতে পারবেন।  

এছাড়া, Jio Saavn থেকে যেকোনো গান ডাউনলোড করার উপায়টিও অনেক সোজা। আপনি যেই গানটি ডাউনলোড করতে চাইছেন সেটিতে ট্যাপ করলেই download অপসনটি আপনারা দেখতে পাবেন।

ফিচার:

অফলাইনে গান চালানো যায়।  

রিংটোন ডাউনলোড করা যায়।  

বিশেষ পডকাস্ট মিউসিক শোনা যায়।

অ্যাপটিতে আনলিমিটেড গান ডাউনলোড করার সুবিধা রয়েছে।

সুবিধা:

  • ননস্টপ অ্যাডফ্রি স্ট্রিমিং।
  • প্রতিটা গানের লিরিক্স আছে।  
  • ব্যাকগ্রাউন্ডে মিউসিক প্লে হয়।  

অসুবিধা:

  • ফ্রি ভার্সনে প্রতিটা গানের পর অ্যাড দেয়।  

৬. Resso Music:

Resso music app

রেটিং: 3.7/5

ডাউনলোড: 1Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

মোবাইলে গান শোনার এবং ডাউনলোড করার এই সফটওয়্যারটিতে আপনি প্রচুর গান ডাউনলোড করে শুনতে পারবেন। এখানে ৫০ মিলিয়ন থেকেও অধিক গান গুলো উপলব্ধ রয়েছে। এছাড়া আনলিমিটেড অডিও গান ডাউনলোড করার অপসনও থাকছে। 

এখানে আপনি নিয়মিতভাবে মিউসিক রেকমেন্ডেশনও পাবেন। পাশাপাশি গান শোনার সাথে সাথে গানের লিরিক্সও দেখার সুবিধা থাকছে। এই অ্যাপের নিজস্ব কম্যুনিটি আছে, যেখানে আপনি আপনার মিউসিক টেস্ট অনুযায়ী অন্যান্য ইউসারদের সাথে চ্যাট করতে পারবেন। 

এছাড়াও, এখানে রেডিও এবং আপনার পছন্দ অনুসারে প্লেলিস্ট বানাতে পারবেন।   

ফিচার:

গানের সাথে লিরিক্স দেখা যাবে।

প্রিমিয়াম অডিও কোয়ালিটি।  

আনলিমিটেড প্লেলিস্ট বানানো যায়। 

সুবিধা:

  • কোটিরও বেশি গান রয়েছে।
  • ব্যবহার করা অনেকটাই সহজ।  
  • প্রিমিয়াম ভার্সনে আনলিমিটেড গান ডাউনলোড হয়। 

৭. Video & Music Downloader:

Video and music downloader app for android

রেটিং: 4.3/5

ডাউনলোড: 50L+ 

অ্যান্ড্রয়েড ভার্সন: 8.0+ 

যদি আপনি, নিজের মোবাইল দিয়ে সরাসরি গান ডাউনলোড করার একটি সেরা সফটওয়্যার খুঁজছেন, তাহলে এই অডিও গান এবং ভিডিও গান ডাউনলোড করার অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, এই অডিও ভিডিও প্লেয়ার সফটওয়্যারটি আপনাকে ফ্রিতে গান ভিডিও দেখতে দেয়।

আপনাকে এই প্লেয়ারে আলাদাভাবে গান বা ভিডিও ডাউনলোড করে তবেই চালাতে হবে। আসলে, এই অ্যাপটির নিজস্ব মিউসিক লাইব্রেরি নেই। তবে, অফলাইনে, বিনামূল্যে গান শোনার জন্যে এই mp3 প্লেয়ারটি খুবই ভালো। 

এমনকি, এখানে আপনি ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার টিকটিক থেকে ডাউনলোড করা ভিডিও দেখতে পারবেন।    

ফিচার:

গানের লিরিক্স দেখায়। 

ইনবিল্ট ব্রাউসার ফাইল ম্যানেজার আছে। 

ফাইল গুলোকে খুবই ফাস্ট ভাবে ডাউনলোড করে।   

সুবিধা:

  • কোনো ধরণের সাবস্ক্রিপশন ফী নেই।  
  • একসাথে অডিও ভিডিও প্লেয়ার আছে।
  • ব্যাকগ্রাউন্ডে ফাইল ডাউনলোড করে।  

অসুবিধা:

  • অ্যাড আছে আর নিজস্ব মিউসিক লাইব্রেরি নেই।  

৮. MP3 Player: Apps10X:

রেটিং: 4.6/5

ডাউনলোড: 10Cr+ 

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

অফলাইন গান শোনার অ্যাপ হিসেবে এই MP3 Player-টি খুবই ভালো একটা সফটওয়্যার। এখানে অফলাইন মোডে অ্যাডফ্রিভাবে HD-কোয়ালিটিতে নিজের প্রিয় গানগুলো ডাউনলোড করে শোনা যায়। এছাড়াও, এর ইনবিল্ট ভিডিও প্লেয়ার ব্যাটারিসেভিং ফিচারটি মোবাইলের নিজস্ব মিউসিক প্লেয়ারের তুলনায় অনেকটাই ভালো।  

ফিচার:

লকস্ক্রিনে গান শোনা যায়  

আনলিমিটেড লিরিক্স সাপোর্ট আছে 

অফলাইন/অনলাইন দুইভাবেই গান চলে  

সুবিধা:

অডিওবুক শোনা যায়

স্লীপ টাইমার রিংটোন কাটার আছে 

নানান অডিও/ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে  

অসুবিধা:

প্রিমিয়াম ভার্সন ছাড়া প্রতিটা গানের পর অ্যাড আসে 

৯. Audio Player: Easyelife:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 1Cr+   

অ্যান্ড্রয়েড ভার্সন: 4.4+

যদি বিনা ঝামেলায় অফলাইনে গান শুনতে চান, তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে আপনি অনলাইন কানেকশন ছাড়াই নিজের মোবাইল বা SD কার্ডে ডাউনলোড করা মিউসিক সহজেই শুনতে পারবেন। এছাড়াও, এই অডিও গান শোনার অ্যাপ থেকে নিজের খুশিমতো রিংটোনও কেটে নেওয়া যায়।  

ফিচার:

অডিও mp3 বা রিংটোন কাটার আছে।  

লিরিক্সসমেত মিউসিক প্লেয়ার রয়েছে।  

অ্যালবামের জন্যে লকস্ক্রিন কন্ট্রোল আছে। 

সুবিধা:

  • সব ধরণের অডিও ফাইল চলে।      
  • স্লীপ টাইমার ড্রাইভার মোডের সুবিধা আছে।  
  • HD-কোয়ালিটি মিউসিক প্লেব্যাক উইজেট আছে

অসুবিধা:

  • অনলাইন মোডে বিজ্ঞাপন আসে।  

FAQ: গান ডাউনলোড অ্যাপস –

গান শোনার এবং ডাউনলোড করার অ্যাপস গুলো কি ফ্রি?

বেশিরভাগ অ্যাপস গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে গান শুনতে ও ডাউনলোড করতে পারবেন। তবে অ্যাপস গুলো ফ্রি মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে, প্রচুর ভিডিও বিজ্ঞাপন দেখানো হয়।

মিউজিক অ্যাপস গুলিতে ইন্টারনেট ছাড়া গান শোনা যাবে?

ইন্টারনেট ছাড়া গান শোনার ক্ষেত্রে আপনাকে নিজের পছন্দের গান গুলিকে আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা গান গুলো আপনি ইন্টারনেট ছাড়া যেকোনো সময় অফলাইনে শুনে নিতে পারবেন।

পরিশেষে:

উপরে দিয়ে দেওয়া তালিকার, মোবাইলে গান শোনার এবং ডাউনলোড করার প্রতিটা অ্যাপস আপনাকে সেরা কোয়ালিটির অডিও ফাইল শুনতে ও ডাউনলোড করতে দিবে তবে, বেশিরভাগ সময়েই এই ধরণের মিউসিক প্লেয়ারগুলোতে গান শোনার জন্যে আপনাকে মাসিক বা বার্ষিকভাবে টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন/মেম্বারশিপ নিতে হতে পারে। 

এছাড়াও, ফ্রিতে গান শুনতে হলে আপনাকে বিজ্ঞাপন দেখতেই হবে। সুতরাং, এক্ষেত্রে গান শোনার জন্যে আপনি আপনার সুবিধামতো যেকোনো একটা অ্যাপ বেছে নিতে পারেন। 

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top