যদি আপনি নিজের মোবাইলে চলে আসা এবং মোবাইল থেকে করা প্রতিটি ফোন কল অটোমেটিক ভাবে রেকর্ড করে মোবাইলে সেভ করে রাখতে চান, তাহলে অবশই নিচে বলে দেওয়া এই সেরা অটো কল রেকর্ড অ্যাপস গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই কল রেকর্ডার অ্যাপস গুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার/অ্যাপস – সেরা ৮টি
সূচিপত্র :
অটো কল রেকর্ডার অ্যাপস গুলো কি?
আপনার অ্যান্ড্রইড বা iOS স্মার্টফোনের লাইভ কল রেকর্ড করার জন্যে যেসব অ্যাপস পাওয়া যায়, সেগুলোই হল এই অটো কল রেকর্ড অ্যাপস বা কল রেকর্ডার সফটওয়্যার। এই কল রেকর্ডার গুলো আপনার ফোনের যেকোনো ইনকামিং এবং আউটগোয়িং কল গুলি নিজে নিজে রেকর্ড করতে সক্ষম।
ফোন কল রেকর্ড করার এই অ্যাপস গুলির সব থেকে মজার বিষয়টি এটাই যে এরা মাত্র কয়েক ক্লিকেই এই অটোম্যাটিকভাবে আপনার ফোনের কল রেকর্ড করে থাকে। এছাড়াও, একের বেশি ইউসাররা এইগুলোর সাহায্যে যেকোনো কল রেকর্ড করতে পারেন।
এই অ্যাপসগুলো ফ্রি (ওপেন সোর্স) এবং পেইড- দুই ভার্সন দুভাবেই পাওয়া সম্ভব।
অবশই পড়ুন: মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়?
ফোন কল রেকর্ড করার অ্যাপস গুলো ব্যবহার করার সুবিধা গুলো কি?
নিজে নিজে বা অটোমেটিক ভাবে কল রেকর্ড করার অ্যাপ গুলো আমাদের নানারকম ক্রাইম, স্ক্যাম বা চিটিংবাজি থেকে নিরাপদ রাখতে পারে। তাই, এইগুলো ব্যবহার করার অনেক লাভ বা সুবিধাও রয়েছে বলে বলা যেতেই পারে।
সেগুলোর মধ্যে কিছু সুবিধা বা লাভ হল,
- স্প্যাম নম্বর থেকে নিরাপদ রাখে,
- সমস্ত জরুরি কল সেভ হয়ে যায়,
- HD কোয়ালিটিতে ভয়েস রেকর্ড হয়,
- খুশিমতো রেকর্ডিং অন/অফ করা যায়,
- বিভিন্ন অডিও ফর্ম্যাটে রেকর্ড করা যায়,
- রেকর্ডিংগুলো শেয়ার/ডিলেট/প্লে করা সম্ভব,
- বেশিরভাগ সময়েই ফ্রিতেই ব্যবহার করা যায়,
- রেকর্ডিং ফাইলগুলো সহজেই খুঁজে পাওয়া যায়,
- অটোম্যাটিকভাবে ইনকামিং/আউটগোয়িং কল রেকর্ড হয়,
- নানা ক্ষেত্রে রেকর্ডিংগুলো প্রমাণ হিসাবেও ব্যবহার করা যায়।
অটো কল রেকর্ড অ্যাপস ডাউনলোড করুন: সেরা ৭টি
নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে ইচ্ছেমতো যেকোনো ইনকামিং বা আউটগোয়িং ফোন কল রেকর্ড করার জন্যে নিচে বলে দেওয়া এই সেরা কল রেকর্ডার অ্যাপস গুলি ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন, অ্যাপস গুলি ডাউনলোড করার জন্য আপনাকে Google Play Store-এ গিয়ে অ্যাপসটি সার্চ করে ডাউনলোড করতে হবে। তবে চিন্তা করতে হবেনা। নিচে বলে দেওয়া প্রতিটি অটো কল রেকর্ডার সফটওয়্যার এর ডাউনলোড লিংকও আমরা দিয়ে দিয়েছি।
১. Smart Voice Recorder:
রেটিং: 4.6/5
ডাউনলোড: 10M+
বেস্ট অডিও কোয়ালিটির ফ্রি অটো কল রেকর্ডার হিসেবে Smart Voice Recorder অ্যাপটি খুবই জনপ্রিয়। এর ‘Gain factor calibration’ ফিচারটি খুব কম আওয়াজকেও বেশ স্পষ্টভাবে অডিও ক্যাপচার করে।
এখানে আপনি রেকর্ডিংয়ের রিভিউ সাথে-সাথেই চেক করতে পারবেন। এর সমস্ত কল মোবাইলে ‘recording’ নামের ফোল্ডারে সেভ হয়। এমনকি, আপনি নিজের রেকর্ডিংগুলো সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারও করতে পারেন।
ফিচার:
- একটা ট্যাপেই রেকর্ড স্টার্ট হয়,
- প্রতিটা কল 2GB পর্যন্ত রেকর্ড হয়,
- কলের সাইলেন্ট সময়গুলো অটো ডিলেট হয়।
সুবিধা:
- ফোন ব্যাটারির উপর চাপ ফেলে না,
- রেকর্ডিং সেভ/পজ/স্টার্ট/রিজিউম করা যায়,
- ডিসপ্লে অফ থাকলেও ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং হয়।
২. Call Recorder Automatic:
রেটিং: 4.4/5
ডাউনলোড: 1M+
এক বা একাধিক মানুষের কল হাই-কোয়ালিটিতে অটোম্যাটিকভাবে রেকর্ড করার সেরা অ্যাপ হল এই Call Recorder Automatic।
এর নিজস্ব অডিও প্লেয়ারে অনেক সহজে ও সুবিধাজনক ভাবে রেকর্ডিংগুলো দ্রুত প্লে করে দেখেও নেওয়া যায়। আর, রেকর্ডিংগুলো লিস্ট ও ক্যালেন্ডার ফর্ম্যাটে সেভ হওয়ায়, সেগুলো আপনি মোবাইলে সহজেই খুঁজে পাবেন।
এখানে বিভিন্ন স্টোরেজে রেকর্ডেড কলগুলো স্টোরও করা যায়, যেমন- ইমেইল ও অন্যান্য।
ফিচার:
- ইন-বিল্ট অডিও প্লেয়ার আছে,
- একাধিক অডিও ফর্ম্যাটে রেকর্ড করা যায়,
- জরুরি রেকর্ডিংস ‘অ্যাড-টু-ফেভারিট লিস্ট’ করা যায়।
সুবিধা:
- ক্যালেন্ডার ফর্ম্যাটে ফাইল স্টোর করে,
- যেকোনো সময়ে রেকর্ডিং শুরু করা যায়,
- রেকর্ডেড কল ইমেইল/ক্লাউড/ব্লুটুথ/মেসেঞ্জারে সেভ করা যায়।
৩. Automatic call recorder by rachid aslmadmatic:
রেটিং: 4.4/5
ডাউনলোড: 1M+
অটো কল রেকর্ড করার এই অ্যাপটি ব্যবহার করার জন্যে কোনোরকমের সাইন-ইন বা রেজিস্টারও করতে হয় না। এখানে নিজে থেকে ভালো কোয়ালিটিতে ইনকামিং ও আউটগোয়িং কলস রেকর্ড হয়।
আপনি নিজের ইচ্ছেমতো আপনার কন্টাক্টস বা ফোন নম্বর বেছে নিয়ে, শুধুমাত্র সেগুলোকেই রেকর্ড করতে পারবেন। ইনবিল্ট শেয়ার ফাঙ্কশনের জন্যে এই অ্যাপ থেকেই সরাসরি রেকর্ডেড কল শেয়ার করা যায়।
ফিচার:
- একাধিক ডিভাইসে কাজ করে,
- আনলিমিটেড অটো কল রেকর্ডিং হয়,
- নির্দিষ্ট নম্বর সিলেক্ট করেও রেকর্ডিং করা যায়।
সুবিধা:
- আনলিমিটেড ও ফ্রি রেকর্ডিং,
- Inbuilt শেয়ার করার অপশন আছে,
- HD কোয়ালিটিতে অডিও রেকর্ড হয়।
৪. Starbox All Call Recorder:
রেটিং: 4.3/5
ডাউনলোড: 5M+
বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সব ধরণের কল গুলি রেকর্ড করার দরকার পড়ে না। তাই, ইচ্ছেমতো বা প্রয়োজন হিসেবে যেকোনো কল রেকর্ডিং শুরু করার জন্যে এই স্মার্টফোন অটো কল রেকর্ডার অ্যাপটি খুবই ভালো।
এর ‘শেক–অ্যান্ড–কল‘ ফিচারটি, আপনাকে কল চলাকালীন একবার ফোন শেক করলেই অটোম্যাটিকভাবে কল রেকর্ড শুরু করার সুবিধা দেয়। এখানের অটোডিলিট ফাঙ্কশন থেকে অদরকারি রেকর্ডিংগুলো ১ সপ্তাহের মধ্যে নিজেই ডিলিট হয়ে যায়।
ফিচার:
- রেকর্ডিং অটোডিলিট ফাঙ্কশন,
- শেক-অ্যান্ড-কল রেকর্ডিং ফাঙ্কশন,
- রেকর্ডিং ফাঙ্কশনগুলো কাস্টোমাইজ করা যায়।
সুবিধা:
- আদার পার্টি ভয়েস রেকর্ডের সুবিধা,
- এক্সট্রা ফাইন-কোয়ালিটিতে রেকর্ড হয়,
- কন্ট্যাক্ট/নম্বর/ডিউরেশন অনুসারে রেকর্ডিং সেভ হয়।
৫. Call Recorder – Talker ACR:
রেটিং: 4.1/5
ডাউনলোড: 1M+
কেবলমাত্র সেলুলার নেটওয়ার্ক থেকেই নয়, আপনি ইন্টারনেট কানেকশন (VoIP) থেকে আসা কলগুলোও এই অ্যাপের মাধ্যমে অটো রেকর্ড করতে পারবেন। শুধুমাত্র এই একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেই যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটে আসা কলও রেকর্ড করা সম্ভব।
এছাড়াও, এখানে আপনি কোনো কন্ট্যাক্ট ডিসিলেক্ট করলে, সেই নম্বর থেকে আসা কোনো কলই রেকর্ড হবে না।
ফিচার:
- ইন-অ্যাপ কলব্যাক ফাঙ্কশন,
- পুরোনো রেকর্ডিং অটোমেটিক ডিলিট হয়,
- কল রেকর্ডিং শেষ হলেই প্লে/শেয়ার/রিনেম/ডিলিট করা যায়।
সুবিধা:
- শর্ট কল নিজেই খুঁজে নেয়,
- PIN লক প্রোটেকশন আছে,
- একাধিক অডিও ফর্ম্যাট আছে।
৬. Call Recorder-callX:
রেটিং: 4.1/5
ডাউনলোড: 10M+
Call Recorder-callX নামের এই অটো কল রেকর্ড করার অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করার সবথেকে বড় সুবিধা হল, এখানে আগে থেকেই ইনকামিং স্প্যাম কলগুলো দেখে নেওয়া যায়।
এছাড়া, এখানে ম্যানুয়াল ও অটোম্যাটিক দুভাবেই সম্পূর্ণ কল রেকর্ড হয়। এই অ্যাপেও খুশিমতো নম্বর বা কন্ট্যাক্ট নেম অনুসারে কল রেকর্ডিং করার বা না করারও অপশনও সিলেক্ট করা যায়।
ফিচার:
- Caller ID অচেনা নম্বর চিনে নেয়,
- WAV/mp3 ফরম্যাটে অডিও রেকর্ড হয়,
- ভলিউম ডাউন বাটন থেকে কল ব্লক করা যায়।
সুবিধা:
- রেকর্ডেড অডিও সহজেই প্লে হয়,
- ম্যানুয়াল বা অটো রেকর্ডের সুবিধা আছে,
- যেকোনো প্ল্যাটফর্মে রেকর্ডিং শেয়ার হয়।
৭. Automatic Call Recorder Pro:
রেটিং: 4.1/5
ডাউনলোড: 10M+
বিনামূল্যের অটো কল রেকর্ডার হিসেবে, এই অ্যাপ্লিকেশনটি সমস্ত রেকর্ডেড ফাইল জিমেইলে বা মোবাইলের SD কার্ডে সেভ করে। এখানে দুই পক্ষেরই কথোপকোথন রেকর্ড হয়। আপনি চাইলে ইচ্ছেমতো অডিও ফর্ম্যাট (mp3/WAV) পাল্টাতেও পারেন। এছাড়া এখানেও অটো কল রেকর্ড শুরু করার জন্য শেক-টু-রেকর্ড ফিচার রয়েছে।
ফিচার:
- শেক-টু-রেকর্ড ফিচার,
- ইনবিল্ট রেকর্ডিং ম্যানেজার,
- কাস্টোমাইজেবল রেকর্ডিং ফিল্টার।
সুবিধা:
- রেকর্ডেড ফাইল প্লে ও শেয়ার করা যায়,
- মেমরি ইউসেজ কাস্টমাইজ করা যায়,
- নির্দিষ্ট কন্ট্যাক্ট নম্বর রেকর্ডিং থেকে বাদ দেওয়ার সুবিধা।
উপসংহার,,
বন্ধুরা, যদি আপনারা নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে কল গুলিকে অটোমেটিক ভাবে রেকর্ড করে সেগুলিকে মোবাইলে সেভ করে রাখতে চান, তাহলে উপরে বলে দেওয়া এই সেরা ফোন কল রেকর্ড করার অ্যাপস গুলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
অ্যাপস গুলি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অবশই পড়ুন:
- সহজে ইংরেজি শেখার সেরা মোবাইল অ্যাপস
- সেরা ৭টি রিংটোন বানানোর সফটওয়্যার
- ৭টি মিউজিক সহ গান গাওয়ার অ্যাপস
- সেরা কয়েকটি মুভি ডাউনলোড করার অ্যাপস