দুই ছবি একসাথে করার সফটওয়্যার । ছবির সাথে ছবি লাগানো অ্যাপ

ছবির সাথে ছবি লাগানো সফটওয়্যার: আমাদের মোবাইলে থাকা নানান ছবি গুলোর মধ্যে এমনও কিছু ছবি রয়েছে যেগুলিকে একসাথে একত্রিত করে রাখলে, দেখতে অনেক সুন্দর ও ভালো লেগে থাকে। দুই ছবি একসাথে জোড়া লাগানোর মাধ্যমে আমরা আমাদের ছবি গুলির আকর্ষণ এবং সুন্দর্য অধিক বাড়িয়ে তুলতে পারি।

তবে এখন প্রশ্ন হলো, কিভাবে দুটি বা একাধিক ছবি গুলোকে একসাথে জোড়া লাগানো যাবে? তাই তো?

চিন্তা করতে হবেনা। আজকের আর্টিকেলের মধ্যে আমি আপনাদের দুই ছবি একসাথে করার সেরা সফটওয়্যার গুলোর বিষয়ে বলবো যেগুলি ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

অবশই পড়ুন: মোবাইলে কাটুন ভিডিও বানানোর ফ্রি অ্যাপস

ছবির সাথে ছবি লাগানোর এই সফটওয়্যার গুলো মূলত একটি Photo Collage Maker Apps, যেগুলো ব্যবহার করার মাধ্যমে একাধিক ছবি গুলোকে নানান ভাবে একসাথে জোড়া লাগানো সম্ভব।

ছবির সাথে ছবি লাগানো সফটওয়্যার গুলোর ব্যবহার:

দুই ছবি একসাথে করার সফটওয়্যার ডাউনলোড

এই ছবি জোড়া লাগানোর সফটওয়্যার গুলোর ব্যবহার অনেক সোজা। আপনাকে প্রথমে নিচে বলে দেওয়া Photo Collage Maker Apps গুলোর মধ্যে যেকোনো একটি নিজের মোবাইলে ডাউনলোড করে তারপর ওপেন করতে হবে।

মনে রাখবেন, সফটওয়্যার গুলো Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করা যাবে।

  1. ডাউনলোড করা ফটো কোলাজ মেকার অ্যাপটি ওপেন করুন।
  2. এখন আপনাকে নিজের মোবাইল থেকে ছবি আপলোড করতে হবে।
  3. যেই ছবি গুলোকে একসাথে জোড়া লাগাতে চাইছেন সেগুলো সিলেক্ট করুন।
  4. কোলাজ মেকার অ্যাপ এর মধ্যেই আপনারা বিভিন্ন ফটো ফ্রেম গুলো পাবেন।
  5. শেষে, নিজের পছন্দ মতো ফ্রেম এবং ডিজাইন সিলেক্ট গুলো।
  6. ব্যাস, এখন আপনার ছবি গুলো অনেক সুন্দর ভাবে একসাথে একটি ফ্রেমে সেট হয়ে যাবে।
  7. ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি নিজের মোবাইলে ডাউনলোড করে নিন।

তাহলে বুঝলেন তো, কিভাবে ব্যবহার করতে হবে দুই ছবি একসাথে করার এই সফটওয়্যার গুলো।

দুই ছবি একসাথে করার সফটওয়্যার – ফ্রি ডাউনলোড

একটি ছবির সাথে আরেকটি বা একাধিক ছবি জোড়া লাগিয়ে সেগুলোকে একটি সিঙ্গেল ছবিতে রূপান্তর করার ক্ষেত্রে নিচে বলে দেওয়া এই অ্যাপস গুলো সেরা। অ্যাপস গুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবির ফ্রেম এবং ফ্রেমের ডিজাইন গুলো পাবেন। এই ফ্রেম গুলোর মাধ্যমে একসাথে জোড়া লাগানো ছবি গুলোকে অধিক আকর্ষণীয় ও সুন্দর করা যেতে পারে।

১. Collage Maker | Photo Editor

ছবির সাথে ছবি লাগানো সফটওয়্যার

এই অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ ১০০টি ছবিকে একসাথে জোড়া লাগানো সম্ভব।

এছাড়া, এখানে পাবেন 100+ frames layout এবং grids গুলো যেগুলির দ্বারা আলাদা আলাদা ডিজাইন এর সাথে ছবি গুলিকে একসাথে করা যাবে।

এর বাইরেও অ্যাপটিতে থাকছে সুন্দর সুন্দর Background, Sticker এবং Font, যেগুলিকে নিজের ছবির মধ্যে যুক্ত করা যাবে। ছবি গুলোকে একসাথে করার জন্য Free style এবং Grid style, এই দুটি ডিজাইন সিলেক্ট করা যাবে। Film, Magazine, Ripped Paper ইত্যাদির মতো নানান templates গুলো ব্যবহার করতে পারবেন।

শেষে, আপনি চাইলে blur background অপসন ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড blur করে রাখতে পারবেন।

App name:Collage Maker
Downloads:100,000,000+ 
Android version:7.0 and up
Rating:4.7
>> Download Collage Maker

২. Phototactic Collage Maker

ছবি জোড়া লাগানোর অ্যাপ

এই অ্যাপটিকে আপনারা photo editor, Collage editor এবং Mirror editor হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে, ছবি গুলোকে একসাথে একটি ফ্রেমে জোড়া লাগানোর পাশাপাশি একটি ছবির মিরর ইমেজ তৈরি করার ক্ষেত্রেও অ্যাপটি ব্যবহার করা যাবে।

এই collage maker app-এর মধ্যে আপনারা ১০০+ ব্যাকগ্রাউন্ড গুলো পেয়ে যাবেন। অ্যাপটিতে আপনারা Grid এবং freestyle দুটো ধরণেরই ফটো কোলাজ তৈরি করতে পারবেন।

অ্যাপটির কিছু বিশেষ ফীচার:

  • নানান ধরণের photo layouts এবং frame গুলো পাবেন।
  • এই collage maker app গুলোতে 100+ backgrounds গুলো পাবেন।
  • Grid এবং freestyle দুই ধরণে ছবি জোড়া লাগানো যাবে।
  • জোড়া লাগানোর পর ছবিতে নানান filters এবং effects গুলো এপ্লাই করতে পারবেন।
  • সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
App name:Phototactic Collage Maker
Downloads:10,000+
Android version:6.0 and up
Rating:4.9
>> Download Collage Maker

৩. Collage Maker by Grit Inc.

ছবি জোড়া লাগানোর অ্যাপ গুলোর মধ্যে এই অ্যাপটি আমার প্রিয়। এখানে আপনারা দুটি বা বিভিন্ন ছবি গুলোকে নানান টেমপ্লেট বা লেআউট এর মাধ্যমে একসাথে জোড়া লাগিয়ে সুন্দর সুন্দর কোলাজ ফটো তৈরি করতে পারবেন।

এছাড়া, একসাথে করা ছবি গুলোকে background, frame, filter, sticker, text, doodle ইত্যাদির মাধ্যমে এডিট ও করতে পারবেন। এছাড়া, এখানেও আপনারা Film, Magazine এবং Ripped Paper এর মতো ১০০+ স্টাইলিং টেমপ্লেট গুলো পাবেন।

অ্যাপটির কিছু বিশেষ ফীচার:

  • 100+ Layouts of frames বা grids পাবেন।
  • Blur, Color, Artistic, Rainbow ইত্যাদি বিভিন্ন ফটো ব্যাকগ্রাউন্ড গুলো পাবেন।
  • ছবির জন্য নিজের হিসেবে বর্ডার সেট করা যাবে।
  • ১০০ থেকে অধিক art photo frames গুলো ব্যবহার করতে পারবেন।
  • ১০০ থেকে অধিক সুন্দর সুন্দর photo filters গুলো রয়েছে।
  • বিভিন্ন funny stickers, text এবং Doodle গুলো ছবিতে ব্যবহার করা যাবে।
App name:Collage Maker by Grit Inc.
Downloads:1,000,000+
Android version:5.0 and up
Rating:4.7
>> Download Collage Maker

৪. PicCollage: Photo Grid Editor

Piccollage photo grid editor app free

একটি ছবির সাথে আরেকটি ছবি জোড়া লাগানোর জন্য এই PicCollage Photo Grid Editor App-টি আপনার অনেক কাজে আসবে। সব থেকে মজার বিষয় এটাই যে এখানে ছবি জোড়া লাগানোর জন্য আপনারা ফ্রীতেই প্রচুর templates এবং layouts গুলো পেয়ে যাবেন।

ছবিতে লাগানোর জন্য ৫০ হাজার থেকেও অধিক stickers এবং backgrounds গুলো তো পাবেনই। শুধুমাত্র একাধিক ছবি গুলোকে জোড়া লাগানো ছাড়াও এই অ্যাপ দিয়ে আপনারা অন্যান্য নানান কাজ গুলো করতে পারবেন। যেমন, ছবির background change করা, ছবিতে ফিল্টার এবং এফেক্ট গুলো এপ্লাই করা, স্টিকার এবং ডুডল গুলো যুক্ত করা, ইত্যাদি।

অ্যাপটির কিছু বিশেষ ফীচার:

  • প্রচুর লোকেরা ডাউনলোড করেছে। রেটিং অনেক ভালো।
  • Photo collages এর পাশাপাশি video collages বানানো যায়।
  • ছবি গুলো filter, effects, retouch, এবং crop-এর দ্বারা এডজাস্ট করা যায়।
  • আকর্ষণীয় ফটো গ্রিড লাইব্রেরি পেয়ে যাবেন।
  • আগের থেকে তৈরি নানান collage maker template গুলো পাবেন।
App name:PicCollage: Photo Grid
Downloads:100,000,000+
Android version:9 and up
Rating:4.5
>> Download PicCollage App

৫. Photo Collage Maker by Square photo

Photo collage maker app download

আপনি যদি Instagram, Snapchat, WhatsApp, Facebook বা Messenger ইত্যাদির জন্য একাধিক ছবি গুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটি সেরা ফটো কোলাজ তৈরি করতে চান, তাহলে এই অ্যাপটি অবশই ব্যবহার করে দেখুন।

সরাসরি নিজের পছন্দের ছবি গুলো সিলেক্ট করুন এবং নানান layout, sticker, emoji, effect, filter, frame, background, text ইত্যাদি ব্যবহার করে একটি আকর্ষণীয় ফটো কোলাজ তৈরি করে নিন।

অ্যাপ এর কিছু বিশেষ ফীচার:

  • ১০০ থেকেও অধিক লেআউট গুলো ব্যবহার করা যাবে।
  • Custom photo grid size, border এবং background সেট করা যাবে।
  • ছবিতে নানান effects এবং filters ব্যবহার করা যাবে।
  • চাইলে ছবি গুলোতে emoji, sticker এবং text গুলো ব্যবহার করা যাবে।
  • Blur, mirror, zoom photo ইত্যাদি বিভিন্ন ফটো এফেক্ট গুলো পাবেন।
  • ৫০০ থেকেও অধিক স্টিকার গুলো পাবেন যেগুলো ছবিতে ব্যবহার করা যাবে।
App name:Photo Collage Maker
Downloads:1,000,000+
Android version:4.1 and up
Rating:4.7
>> Download Collage Maker

৬. Photo Editor & Collage Maker

Ekti chobike arekti chobir shathe jora lagano

একটি ফ্রেমে একাধিক ছবি গুলো একসাথে জোড়া লাগানোর সফটওয়্যার গুলোর মধ্যে এই সফটওয়্যারটিও অনেক কাজের। অ্যাপটি ব্যবহার করে ২০টি ছবি একসাথে জোড়া লাগানো যাবে।

এছাড়া, ছবির সাথে ছবি লাগানোর ক্ষেত্রে আগের থেকে তৈরি বিভিন্ন templates, sticker, layouts, filters ইত্যাদি পাবেন। এছাড়া ছবিতে photo blender, frames, backgrounds, text fonts ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে দারুন ও আকর্ষণীয় ভাবে ছবি জোড়া লাগানো যাবে।

Free style এবং Grid style, দুভাবেই একটি সেরা কোলাজ ফটো তৈরি করে নিতে পারবেন।

অ্যাপ এর কিছু বিশেষ ফীচার:

  • Blur background এর সাথে ছবি জোড়া লাগানো যাবে।
  • ছবি গুলোতে border সেট করা যাবে।
  • ৩০০ থেকেও অধিক ফটো ফ্রেমের লেআউট পেয়ে যাবেন।
  • ছবির সাথে ছবি লাগানোর পর, আলাদা আলাদা Background, Sticker, Fonts ব্যবহার করা যাবে।
  • এই App ব্যবহার করে সুন্দর সুন্দর memes তৈরি করা যাবে।
App name:Photo Editor & Collage Maker
Downloads:50,000,000+
Android version:7.0 and up
Rating:4.8
>> Download Collage Maker

৭. Collage Maker by, A Photo Studio

Chobi jora laganor software download

এটি একটি সেরা photo collage maker এবং photo editor App যেটা ব্যবহার করে সর্বোচ্চ ২০টি ছবিকে একসাথে একটি ছবি হিসেবে জোড়া লাগাতে পারবেন। এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা ছবির সাথে ছবি লাগানোর সফটওয়্যার গুলোর মধ্যে এই সফটওয়্যারটি আমি নিজেই অনেক পছন্দ করে থাকি।

ফটো কোলাজ তৈরির ক্ষেত্রে আপনারা ২০০ থেকেও অধিক লেআউট গুলো পেয়ে যাবেন। এখানেও, তৈরি করা কোলাজ ছবিতে filters, texts, stickers, doodles ইত্যাদি ব্যবহার করে ছবিটিকে অধিক আকর্ষণীয় করা যেতে পারে।

ছবির সাথে ছবি জোড়া লাগানোর পর সেটিকে অধিক সুন্দর দেখানোর জন্য তাতে background, border, roundness ইত্যাদি এপ্লাই করতে পারবেন।

অ্যাপ এর সেরা বৈশিষ্ট গুলো:

  • ২০০ থেকেও অধিক layouts, grids এবং frames গুলো পাবেন।
  • একসাথে ২০টি ছবি জোড়া লাগানো যাবে।
  • ছবিতে DSLR effect এপ্লাই করা যাবে।
  • আকর্ষণীয় দেখানোর জন্য ছবিতে stickers, text, doodles ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
App name:Collage Maker by, A Photo Studio
Downloads:10,000,000+
Android version:4.4 and up
Rating:4.8
>> Download Collage Maker

৮. Canva: Photo & Video Editor

Canva photo editor app

নিজের মোবাইল দিয়ে হোক বা পিসি দিয়ে, যেকোনো ছবি বা ভিডিও এডিট করার একটি ফ্রি এবং প্রফেশনাল অ্যাপ বা সফটওয়্যার হলো Canva। ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এই সেরা ইমেজ এডিটর অ্যাপটিতে Photo Collage নামের একটি অপসন রয়েছে।

এই Photo Collage-এর দ্বারা আপনি পছন্দমতো ছবি গুলোকে ক্যানভাতে আপলোড করে সেগুলোকে একসাথে একটি ছবিতে ফ্রেম করতে পারবেন। আগের থেকে তৈরি নানান আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর collage templates গুলোতে click করে ঝামেলা মুক্তভাবে ছবি গুলো জোড়া লাগানো যাবে।

ক্যানভার বৈশিষ্ট গুলো:

  • প্রচুর ফটো collage template গুলো পাবেন।
  • ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং রিমুভ করা যায়।
  • হাই কোয়ালিটিতে ছবি ডাউনলোড করা যাবে।
  • Canva সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
App name:Canva
Downloads:100,000,000+
Android version:6.0 and up
Rating:4.5
>> Download Collage Maker

৯.


তাহলে বন্ধুরা, ওপরে বলে দেওয়া দুই ছবি একসাথে করার বিভিন্ন সফটওয়্যার গুলো ডাউনলোড করুন এবং একটি ছবির সাথে আরেকটি ছবি বা একাধিক ছবি গুলোকে জোড়া লাগিয়ে একটি সেরা কোলাজ ফটো তৈরি করে নিন। Google Play Store-এ এমনিতে ছবির সাথে ছবি লাগানো সফটওয়্যার গুলো প্রায় একই ভাবেই কাজ করে থাকে।

তাই, আপনি ওপরে বলা যেকোনো একটি সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনার সত্যি পছন্দ হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top