বর্তমান সময়ে আমাদের মোবাইলে একটি ফোন পরিষ্কার করার সফটওয়্যার থাকাটা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এন্ড্রয়েড মোবাইল নতুন থাকা অবস্থায় সেটা অনেক ফাস্ট কাজ করে থাকে এবং মোবাইল স্লো হওয়ার বিষয়টা আমাদের নজরে পরেনা। তবে, মোবাইল কেনার ৬ মাস মতো পার হওয়ার পর সেটা কিছুটা স্লো হয়ে যায় এবং মোবাইলের স্টোরেজ স্পেস প্রায় সম্পূর্ণ ভর্তি হতে শুরু করে।
এক্ষেত্রে, একটি মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার android mobile-এর মধ্যে থাকা অপ্রয়োজনীয় অ্যাপস, ক্যাশে ডাটা, ফাইল, অ্যাপ ডাটা ইত্যাদি পরিষ্কার করে মোবাইলটিকে আবার সেই নতুন অবস্থায় নিয়ে যেতে পারবেন।
Google Play Store-এর মধ্যে এমন নানান কার্যকর মোবাইল পরিষ্কার করার অ্যাপস গুলো আপনারা পেয়ে যাবেন যেগুলিকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
অবশই পড়ুন: স্মার্টফোনে দ্রুত ডাউনলোড করার অ্যাপস
এই Android Phone Cleaner Apps গুলো আপনার মোবাইল থেকে প্রত্যেক অব্যবহৃত এবং অপ্রয়োজীন ফাইল গুলোকে অবশই ডিলিট করে আপনার মোবাইলের ফ্রি স্টোরেজ স্পেস এবং পারফরমেন্স বৃদ্ধি করতে সাহায্য করবে।
সূচিপত্র :
মোবাইল ফোন পরিষ্কার করার সফটওয়্যার গুলোর সুবিধা:

Android Phone Cleaner Apps গুলোর প্রচুর সুবিধা ও লাভ গুলো রয়েছে। মোবাইলে থাকা অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত ফাইল গুলোকে পরিষ্কার করা ছাড়াও এই সফটওয়্যার গুলোর অন্যান্য নানান ফীচার রয়েছে।
যেমন ধরুন, SD card এবং মোবাইল স্টোরেজ এর সম্পূর্ণ ওভারভিউ, মোবাইলে থাকা ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা, battery temperature status দেখানো, মোবাইলের অ্যাপ্লিকেশন পরিচালনা করা ইত্যাদি। এছাড়া, phone booster, app manager, notification cleaner-এর মতো বৈশিষ্ট গুলিও এখানে থাকছে।
রিলেটেড: মোবাইলের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার
বর্তমানে মোবাইল পরিষ্কার করার এমন অনেক সফটওয়্যার অ্যাপস গুলো রয়েছে যেগুলো আপনার মোবাইলের ব্যাটারি বা CPU ঠান্ডা করার ফীচার প্রদান করে থাকে। শেষে, মোবাইল ফোনের কর্মক্ষমতা বৃদ্ধি করাটাও এই ধরণের অ্যাপস গুলোর অন্যতম বৈশিষ্ট গুলোর মধ্যে একটি।
সেরা ৭টি মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার/অ্যাপস
Phone Cleaner Apps: | Downloads: | Rating: |
---|---|---|
১. CCleaner – Phone Cleaner | 100,000,000+ | 4.5 |
২. Avast Cleanup | 50,000,000+ | 4.6 |
৩. Super Cleaner | 10,000,000+ | 4.3 |
৪. AVG – Storage Cleaner | 50,000,000+ | 4.6 |
৫. SD Maid – System Cleaning | 10,000,000+ | 4.4 |
৬. Norton Clean | 5,000,000+ | 4.6 |
৭. Phone Cleaner – Master | 50,000,000+ | 4.4 |
৮. 1Tap Cleaner | 5,000,000+ | 4.6 |
এন্ড্রয়েড মোবাইলে থাকা ক্যাশে, স্টোরেজ এবং অপ্রয়োজনীয় ফাইল গুলো পরিষ্কার করার সেরা সফটওয়্যার গুলোর বিষয়ে চলুন নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনেনেই।
১. CCleaner – Phone Cleaner

CCleaner, একটি অনেক জনপ্রিয় এবং প্রচলিত android cleaner app যেখানে ক্লিনিং এর সাথে জড়িত নানান অপশন গুলো আপনারা পাবেন। এই app ব্যবহার করে অনেক তাড়াতাড়ি এবং সুবিধাজনক ভাবে মোবাইলের অপ্রয়োজনীয় files এবং junk গুলিকে ক্লিন করতে পারবেন।
Files, download folders, browser history, clipboard content, leftover data ইত্যাদি নানান লুকিয়ে থাকা জাঙ্ক ফাইল গুলিকে সহজে ক্লিন করা সম্ভব।
এছাড়া, মোবাইলের স্টোরেজ স্পেস এনালাইজ করার মাধ্যমে একাধিক অপ্রয়োজনীয় files এবং apps গুলিকে খুঁজে সেগুলিকে ডিলিট বা আনইনস্টল করে নিতে পারবেন। যদি আপনার মোবাইলের ব্যাটারী অনেক তাড়াতাড়ি কমে আসছে তাহলেও CCleaner আপনার সাহায্য করবে।
কেননা, এখানে প্রত্যেক অ্যাপ্লিকেশনের প্রভাব বিশ্লেষণ করে দেখতে পারবেন এবং কোন apps গুলো সর্বাধিক ব্যাটারীর ব্যবহার করছে সেটা জেনে চাইলে সেই app আনইনস্টল করে নিতে পারবেন।
CCleaner-এর সুবিধা ও ফীচার:
- Storage space বিশ্লেষণ করার মাধ্যমে অপ্রয়োজনীয় অ্যাপস গুলিকে খুঁজে আনইনস্টল করা যাবে।
- নানান obsolete এবং residual files গুলোর মতো জাঙ্ক গুলিকে রিমুভ করুন।
- জাঙ্ক রিমুভ, মোবাইলের স্টোরেজ স্পেস ফ্রি করা, সিস্টেম মনিটর ইত্যাদি নানান কাজ গুলো করা যাবে।
- মোবাইলের RAM এবং internal storage space বিশ্লেষণ করুন।
- মোবাইলের ব্যাটারি স্তর এবং তাপমাত্রা চেক করা যাবে।
২. Avast Cleanup

এন্ড্রয়েড মোবাইল সবসময় পরিষ্কার রাখার ক্ষেত্রে এই Avast Cleanup app-টি কিন্তু আপনার নানান ভাবে কাজে লাগতে পারে। এই app ব্যবহার করে আপনি আপনার ফোনের স্টোরেজ স্পেস এর বিশ্লেষণ করার মাধ্যমে প্রত্যেক অপ্রয়োজনীয় file, app এবং data গুলি খুঁজতে ও সেগুলিকে রিমুভ করতে পারবেন।
এছাড়া, যেগুলি apps আপনি বর্তমানে ব্যবহার করছেননা, সেগুলিকেও আইডেন্টিফাই করে আনইনস্টল করে নিতে পারবেন।
App-টি ওপেন করার সাথে সাথেই Quick clean-এর একটি বাটন দেখতে পাবেন। এই Quick clean বাটন এর মধ্যে প্রেস করার মাধ্যমে মোবাইলে থাকা খালি ফোল্ডার, থাম্বনেইল, বিজ্ঞাপন ক্যাশে, APK, লুকিয়ে থাকা ক্যাশে ইত্যাদি সরাসরি ডিলিট করার মাধ্যমে মোবাইল ক্লিন করে নিতে পারবেন।
App overview-এর মাধ্যমে মোবাইলে থাকা প্রত্যেকটি apps এবং apps-এর আচরনের বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনিতে পারবেন। কোন apps গুলো মোবাইলের অধিক জায়গা দখল করেছে এবং কোন apps গুলো মোবাইলের অধিক ব্যাটারী ব্যবহার করছে সবটা বুঝে নিয়ে উপযুক্ত স্টেপ নিতে পারবেন।
Avast Cleanup-এর সুবিধা ও ফীচার:
- ফোনের স্টোরেজ স্পেস বিশ্লেষণ করার সুবিধা থাকছে।
- ফটো লাইব্রেরি ক্লিন করার ফীচার দেওয়া হয়েছে।
- অপ্রয়োজনীয় অ্যাপস গুলিকে আইডেন্টিফাই করে ডিলিট করুন।
- মোবাইলে থাকা largest files, media, apps এবং junk গুলিকে খুজুন এবং ক্লিন করুন।
৩. Super Cleaner

সেরা android mobile phone cleaning apps গুলোর মধ্যে এই Super Cleaner app-টির জনপ্রিয়তা কিন্তু কম থাকছেনা। মোবাইল পরিষ্কার করার ক্ষেত্রে জরুরি প্রত্যেক ফীচার গুলো এখানেও আপনারা পাবেন। যেমন ধরুন, জাঙ্ক ফাইল ক্লিনার, লার্জ ফাইল ক্লিনার, হোয়াটসঅ্যাপ ক্লিনার, অ্যাপ্লিকেশন ম্যানেজার ইত্যাদি।
আপনার মোবাইলে যদি একি ছবি একাধিক বার সেভ রয়েছে, তাহলে সেই ছবি গুলিকেও খুঁজে ডিলিট করা যাবে। App-টি ওপেন করার সাথে সাথেই আপনাকে junk files-এর অপসন দেখানো হবে এবং উপলব্ধ clean বাটনের মধ্যে click করে প্রত্যেক junk file গুলি সাথে সাথে ক্লিন করে নিতে পারবেন।
WhatsApp-এর মধ্যে চলেআসা images এবং videos গুলিকে সরাসরি ডিলিট করার জন্যে WhatsApp cleaner ফীচারটি ব্যবহার করা যাবে। এছাড়া, মোবাইলে থাকা নানান পুরোনো screenshot গুলিকে একটি সিঙ্গেল click-এর সাহায্যে ডিলিট করে নিতে পারবেন।
- টোটাল ডাউনলোড: 10,000,000+
- প্লে স্টোরে রেটিং: 4.3
- এন্ড্রয়েড ভার্সন লাগবে: 5.0 and up
৪. AVG – Storage Cleaner

এন্ড্রয়েড মোবাইল পরিষ্কার করার সেরা সফটওয়্যার গুলোর মধ্যে AVG Cleaner – Storage Cleaner হলো আরেকটি জনপ্রিয় অ্যাপ।
এখানে অটোম্যাটিক ক্লিনিং এর অপসন রয়েছে যার দ্বারা সেট করা সময় হিসেবে নিজে নিজেই মোবাইল ক্লিন করা হবে। অটোম্যাটিক ক্লিনিং এর ক্ষেত্রে ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা এবং সপ্তাহিক ভাবে টাইম সিলেক্ট করতে পারবেন।
এছাড়া, আপনার মোবাইলের স্টোরেজ স্পেস যদি ফুল হয়ে গিয়েছে, তাহলে AVG Cleaner-এর দ্বারা অনেকটুকু স্পেস ফ্রি করে নিতে পারবেন। এছাড়া, File manager, Junk Cleaner, Uninstall Updates, App remover, Draining apps analysis, System info-এর মতো নানান options গুলো এখানে পাবেন।
মোবাইলে থাকা junk files গুলোর থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে খারাপ মানের বা ডুপ্লিকেট ফটো গুলিকে খুঁজে নিতে পারবেন।
AVG Cleaner-এর সুবিধা ও ফীচার:
- জাঙ্ক ক্লিনার এবং অ্যাপ রিমুভার এর দ্বারা মোবাইল পরিষ্কার করুন।
- স্টোরেজ, রাম, ব্যাটারি, ডেটা খরচ এর ভিত্তিতে অ্যাপ বিশ্লেষণ করুন।
- খারাপ মানের বা ডুপ্লিকেট ফটো খুঁজে ফটো লাইব্রেরি পরিষ্কার করুন।
- স্মার্ট ফাইল ম্যানেজার এবং স্টোরেজ ক্লিনার এর সুবিধা থাকছে।
৫. SD Maid – System Cleaning

SD Maid – সিস্টেম ক্লিনিং টুলটি আপনার এন্ড্রয়েড ডিভাইসটিকে পরিষ্কার ও পরিপাটি রাখতে নানান ভাবে আপনার সাহায্য করবে। মোবাইলে থাকা ফাইল এবং অ্যাপ গুলোর সঠিক পরিচালনার ক্ষেত্রে এখানে নানান টুলস (tools) গুলো দেওয়া হয়েছে।
মোবাইল থেকে app uninstall করার পরেও কিছুনা কিছু ডাটা মোবাইলে থেকেই যায়। Logs, crash reports এবং অন্যান্য file গুলো নিয়মিত তৈরি হতে থাকার বিষয়টিও আমরা এতটা ধ্যান দিয়ে থাকিনা। এই প্রত্যেক ঝামেলার থেকে SD Maid – System Cleaning Tool-টি আমাদের মুক্তি দিতে পারে।
এর দ্বারা অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ফাইল গুলিকে ডিলিট করা, ইউসার এবং সিস্টেম অ্যাপস গুলিকে ম্যানেজ করা, আনইনস্টল করা অ্যাপ এর সাথে জড়িত ফাইল ডিটেক্ট করা, ডুপ্লিকেট ছবি, গান, ডকুমেন্ট ইত্যাদি ডিটেক্ট করার মতো সুবিধা গুলো এখানে পাবেন।
মানে, আপনার মোবাইল ফোন পরিষ্কার রাখার জন্য A to Z প্রত্যেক অব্যবহৃত এবং অপ্রয়োজনীয় ফাইল এবং ডাটা গুলিকে খুঁজে রিমুভ করা যাবে।
- টোটাল ডাউনলোড: 10,000,000+
- প্লে স্টোরে রেটিং: 4.4
- মূল বৈশিষ্ট: সিস্টেম ক্লিনিং এবং ফাইল পরিচালনা।
৬. Norton Clean

Norton Clean এবং Junk Removal মোবাইল সফটওয়্যারটি বিশ্বজুড়ে প্রচুর লোকেরা ব্যবহার করছেন। এর মাধ্যমে আপনারা নিজের মোবাইল থেকে junk এবং residual files গুলোকে রিমুভ করে ফোনের স্টোরেজ স্পেস ফ্রি করতে পারবেন।
এছাড়া, মোবাইল থেকে ক্যাশে পরিষ্কার করা, অব্যবহৃত এবং অপ্রয়োজনীয় অ্যাপস গুলোকে খুঁজে রিমুভ করা, মেমরি ফ্রি করা এবং অ্যাপস পরিচালনা করার মতো কাজ গুলো করতে পারবেন। আনইনস্টল করা অ্যাপস গুলোর সাথে জড়িত ক্যাশে এবং ফাইল গুলিকে খুঁজে ক্লিন করা যাবে।
যদি আপনারা মোবাইল পরিষ্কার করার এমন একটি অ্যাপ খুঁজছেন যেটা বিশ্বস্ত এবং প্রচুর সুবিধাজনক, তাহলে Norton Clean, Junk Removal app-টি অবশই ব্যবহার করে দেখতে পারেন।
- টোটাল ডাউনলোড: 5,000,000+
- প্লে স্টোরে রেটিং: 4.6
- মূল বৈশিষ্ট: সিস্টেম ক্লিনিং।
৭. Phone Cleaner-Master of Clean

আজকের এই আর্টিকেলের মধ্যে উল্লেখ করা নানান মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার গুলোর মধ্যে Phone Cleaner-Master of Clean app-টি আমি নিজে ব্যবহার করে দেখেছি এবং আমার হিসেবে একটি এন্ড্রয়েড মোবাইল সব দিক থেকে পরিষ্কার ও ক্লিন রাখার ক্ষেত্রে এই অ্যাপ সেরা।
এখানে মূলত Junk Cleaner, App Manger, Notification Cleaner-এর সাথে সাথে Antivirus-এর সুবিধাও রয়েছে।
App-টি ইনস্টল করার সাথে সাথেই নানান junk files cleaner এবং antivirus tools এবং features গুলো দেখতে পাবেন। আপনার ফোনের সম্পূর্ণ এনালাইজ করার মাধ্যমে প্রত্যেক log এবং temporary files গুলো খুঁজে সেগুলিকে ক্লিন করা হবে।
Phone Cleaner app-টি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলের ব্যবহার করতে পারবেন।
Phone Cleaner-এর সুবিধা ও ফীচার:
- Big Files scanning-এর মাধ্যমে অপ্রয়োজনীয় বড় ফাইল গুলোকে খুঁজে ডিলিট করা যাবে।
- এখানে থাকা শক্তিশালী antivirus engine-এর দ্বারা মোবাইলটি ম্যালওয়্যার থেকে নিরাপদ রাখুন।
- Notification Cleaner-এর দ্বারা অপ্রয়োজনীয় নোটিফিকেশন গুলিকে মিউট বা ক্লিন করুন।
- Junk cleaner-এর মাধ্যমে obsolete apk files, log এবং temporary files ক্লিন করুন।
- এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজার এর ফীচার ও রয়েছে।
৮. 1Tap Cleaner

মোবাইল থেকে প্রত্যেক cache files এবং defaults settings গুলোকে ক্লিন করার ক্ষেত্রে আপনি এই 1Tap Cleaner app-টি ব্যবহার করতে পারেন। এছাড়া, এখানে আপনারা history cleaner, call/text cleaner, SD cleaner-এর অতিরিক্ত অপসন গুলো পেয়ে যাবেন।
মোবাইলে থাকা বিভিন্ন apps গুলির ক্যাশে ডাটা গুলিকে ক্লিন করার মাধ্যমে মোবাইলের সিস্টেমটি ফ্রি এবং পরিষ্কার করে নিতে পারবেন। এই app-টি মূলত মোবাইলের প্রত্যেকটি cache data গুলিকে ডিলিট করতে আপনার সাহায্য করবে।
- টোটাল ডাউনলোড: 5,000,000+
- প্লে স্টোরে রেটিং: 4.6
- মূল বৈশিষ্ট: ক্যাশে ক্লিনার।
FAQ: মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার:
প্রশ্ন: মোবাইল পরিষ্কার করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করব?
প্রশ্ন: এন্ড্রয়েড মোবাইল ক্লিনার অ্যাপ কি?
শেষ কথা,,
যদি আপনার মোবাইল অনেক স্লো হয়ে গিয়েছে বা মোবাইলের স্টোরেজ প্রায় ফুল হয়ে এসেছে তাহলে অবশই একটি ভালো ফোন পরিষ্কার করার সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করুন।
এতে, আপনার মোবাইলে থাকা নানান অব্যবহৃত এবং অপ্রয়োজনীয় ফাইল, APK, অ্যাপ ডাটা, অন্যান্য ডাটা এবং ক্যাশে গুলি খুঁজে বের করার পাশাপাশি সেগুলি ডিলিট করে মোবাইল সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে। এর ফলে মোবাইলের স্টোরেজ স্পেস ফ্রি হবে এবং মোবাইলের পারফরম্যান্স বুস্ট হবে।
এছাড়া, এই মোবাইল পরিষ্কার করার অ্যাপস গুলো ব্যবহার করার মাধ্যমে নিয়মিত ক্যাশে ডাটা এবং অপ্রয়োজনীয় ফাইল গুলোকে স্ক্যান করে বের করে তারপর ক্লিন করতে পারবেন। প্রত্যেকটি অ্যাপ এর মধ্যে একটি clean button অপসই পাবেন জেটিতে click করার মাধ্যমে ঝটপট মোবাইল ক্লিন বা পরিষ্কার করা সম্ভব।