সহজে ইংরেজি শেখার সেরা অ্যাপস: ইংরেজি শেখার সহজ উপায়

আপনি কি  ইংরেজিতে দুর্বল? আর তাই ইংরেজি শেখার সহজ উপায় খুঁজছেন? চিন্তা করতে হবেনা। আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা, ইংরেজি শেখার সেরা অ্যাপ গুলির বিষয়ে বলবো। এমনিতে, সহজে ইংরেজি শেখার উপায় গুলির মধ্যে, ঘরে বসে নিজের খালি সময়ে এই english learning apps গুলি আপনাকে প্রচুর সাহায্য করতে পারে।

ইংরেজি শেখার সেরা অ্যাপ
Best Apps To Learn English From Mobile.

২০২৩-২৪ সালে দাঁড়িয়ে নতুন কৌশল ও দক্ষতা গুলি শেখার ক্ষেত্রে আপনার হাতের মুঠোয় থাকা সেই android smaprtphone-টি আপনাকে প্রচুর সাহায্য করার ক্ষমতা রাখে। পড়াশোনার ক্ষেত্রেও নানান study apps গুলি ব্যবহার করে নিজের মোবাইলটিকে কাজে লাগানো যায়।

এবার, যদি আপনারা ইংরেজি ভাষা শিখতে চাইছেন, এক্ষেত্রে আপনাকে এতো বেশি ভাবতে হবেনা। নিচে বলে দেওয়া এই best apps for learning English গুলি ব্যবহার করার মাধ্যমে অনেক সহজ ও সুবিধাজনক ভাবে ইংরেজি শিখে নিতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার/অ্যাপস

সহজে ইংরেজি শেখার সেরা অ্যাপস: ইংরেজি শেখার সহজ উপায় (Apps)

নিচে বলে দেওয়া ইংরেজি শেখার এই সেরা অ্যাপস গুলো আপনারা Google Play Store থেকে download করে নিজের মোবাইল দিয়েই ইংরেজি শিখতে পারবেন। তবে ইংরেজি শেখার অ্যাপ গুলি ছাড়াও অন্যান্য নানান উপায় গুলি রয়েছে যেগুলিকে কাজে লাগিয়ে ইংরেজি শেখা সম্ভব।

১. RealLife:

Real Life Learn english app

রেটিং: 4.8/5

ডাউনলোড: 5L+

কমবেশি ইংরেজি জানলেও একটানা কথা বলতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে এই RealLife অ্যাপ্লিকেশনটি আপনাকে সহজেই ইংরেজি শিখতে সাহায্য করবে। 

এখানে মোট ভাবে ইংলিশ বলার ক্ষমতা বাড়ানো যায়।

i. অন্যান্য ইংরেজি ভাষার মানুষের সাথে কথা বলে এবং ii. নেটিভ স্পীকারদের সেরা সমস্ত পডকাস্ট শুনে।

বিশেষ করে, এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ইংরেজি গ্রামার, উচ্চারণ, ইডিয়ামস, ফ্রেসেস এবং ফ্রেসাল ভার্বগুলো বুঝতে সাহায্য করে। এখানে আপনি একটানা ইংরেজিতে কথা বলে নিজের জড়তাও কাটাতে পারবেন।

ফিচার:

লাইভে নেটিভ স্পিকারদের সাথে কথা বলা যায়। 

১০০ ঘন্টারও বেশি বিনামূল্যের ইংলিশ পডকাস্ট।  

নানা ইংরেজি ভাষী দেশের কাল্চার সম্পর্কে জানা যায়।   

সুবিধা:

যেকোনো সময়ে প্র্যাক্টিসের সুবিধা। 

ইংরেজি শুনে বোঝার ক্ষমতা বাড়ায়। 

১০০০এরও বেশি নতুন ওয়ার্ড আছে। 

অসুবিধা:

ফ্রি ভার্সনে মাত্র মিনিট কথা বলা যায় 

২. ELSA:

ELSA best english learning apps list

রেটিং: 4.3/5

ডাউনলোড: 1Cr+

AI লার্নিংয়ের মাধ্যমে ELSA অ্যাপটি আপনার প্রয়োজনমতো ইংরেজির লেসনগুলো তৈরী করে। যাতে, আপনি অনেক সহজেই আপনার ভুলগুলো ঠিক করে নিয়ে চটপট ইংলিশ শিখতে পারেন। 

এই সফটওয়্যারে আপনি IELTS বা TOEFL-এর মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলোর জন্যেও প্রস্তুতি নিতে পারেন। এখানে ইংলিশ ছাড়াও মোট ৪৪টি বিদেশী ভাষাও শেখার সুযোগ আছে। 

ফিচার:

১৯০+ ইংলিশ কনভার্সেশন টপিক আছে।  

৭১০০+ ছোটছোট ইংরেজি লেসন আছে।  

আমেরিকান অ্যাকসেন্টে ইংলিশ শেখায়। 

সুবিধা:

নতুন ফ্রেজ শব্দ আসতেই থাকে।  

সঠিক উচ্চারণ শিখতে সাহায্য করে। 

খুব সহজেই ভুলগুলো ঠিক করার সুবিধা। 

অসুবিধা:

ইন অ্যাপ পার্চেজ আছে। 

৩. Duolingo:

সহজে ইংরেজি শেখার উপায়

রেটিং: 4.4/5

ডাউনলোড: 10Cr+

যখন কথা হচ্ছে ইংরেজি শেখার সেরা অ্যাপস গুলো নিয়ে, তখন Duolingo Apps টির বিষয়ে তো বলতেই হবে।

Duolingo হল ইংলিশ থেকে শুরু করে আরও ৪০টি ভাষা সহজেই শেখার অন্যতম সেরা একটা অ্যাপ্লিকেশন। আপনি এটিকে আপনার মোবাইল বা ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন। 

এছাড়াও, এর প্রতিটা লেসন বেশ ছোট আর মজার গেমের মতো করে সাজানো থাকে। যাতে, আপনি মজায়মজায় যেকোনো ভাষাই শিখতে পারেন।

এমনকি, এর AI-পাওয়ার্ড লার্নিং প্রসেসগুলো এমনভাবে এক্সারসাইজ তৈরী করে, যেখানে আপনার সবথেকে বেশি ভুল হবে, সেগুলোই আপনাকে বেশি করে প্র্যাক্টিস করতে হবে। 

এখানে স্পিকিং, রাইটিং, লার্নিং ও লিসেনিং সব ধরণেরই প্র্যাক্টিস সেট রয়েছে। এই english learning apps টি একবার হলেও ব্যবহার করে দেখুন। 

ফিচার:

ফ্রি ভার্সনেও প্রচুর লেসন আছে।  

একাধিক ভাষা শেখার সুবিধা রয়েছে।  

CEFR টেস্টের মতো লেসন স্ট্রাকচার আছে।   

সুবিধা:

নতুন নতুন ভোকাবুলারি রয়েছে।  

ছোট ছোট লেসন হিসেবে শেখায়।  

প্রতিদিন একটা করে লেসন শিখতেই হয়। 

অসুবিধা:

  ফ্রি ভার্সনে প্রচুর অ্যাড আসে। 

৪. Rosetta Stone: Learn Languages

ইংরেজি শেখার সহজ উপায় apps

রেটিং: 4.5/5

ডাউনলোড: 1Cr+

সহজে ইংরেজি শেখার apps গুলোর মধ্যে একমাত্র Rosetta Stone আপনাকে অফলাইনে প্র্যাক্টিস করার সুবিধা দেয়। এছাড়াও, এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই ইচ্ছেমতো যেকোনো ভাষা শিখতে পারবেন। 

এখানে আপনি ইংলিশ ছাড়াও, বিভিন্ন দেশি এবং বিদেশী ভাষাও শিখতে পারবেন। এখানে প্রতিটা লেসন মাত্র ১০মিনিট করে হয়। তাই, আপনি আপনার সময়মতো যখন খুশি এই ক্লাসগুলো নিতে পারেন।   

ফিচার:

বিভিন্ন ধরণের টপিক রয়েছে। 

প্রতিটা লেসন ১০ মিনিটের হয়। 

প্রতিটা আলাদা ইউনিট হিসেবে ইংলিশ শেখানো হয়। 

সুবিধা:

যেকোনো ডিভাইস থেকে শেখা যায়।  

  স্পিচ রিকগনিশন টেকনোলজি আছে।  

স্টোরিজ, অডিও ফ্রেজবুক থেকে শেখার সুবিধা।  

অসুবিধা:

সাবস্ক্রিপশন না নিলে একাধিক ভাষা শেখা যায় না। 

৫. Busuu: Best English Learning App

Busuu Learn English From Mobile

রেটিং: 4.4/5

ডাউনলোড: 1Cr+

অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপের মতো Busuu- আপনার ইংলিশ শেখার জার্নিকে অনেকটা সহজ করতে পারে। এখানে ইংলিশের পাশাপাশি অন্যান্য ১৪টি ভাষা শেখারও সুযোগ রয়েছে এখানে আপনি রিডিং, রাইটিং, স্পীকিং ও লিসেনিংএর মাধ্যমে যেকোনো ভাষাই শিখে নিতে পারবেন। 

এমনকি, এই অ্যাপে আপনি নানান নেটিভ স্পিকারের থেকেও সাহায্য নিতে পারেন এর ডেইলি স্ট্রিক ফিচারের জন্যে আপনাকে এখানে প্রতিদিন একটা করে লেসেন নিতেই হবে। যাতে, আপনি আপনার ভাষার সাথে সবসময়েই জুড়ে থাকেন।  

যদি আপনি ঘরে বসে সহজে ইংরেজি শেখার উপায় খুঁজছেন, তাহলে এই সেরা ইংরেজি শেখার অ্যাপটি একবার হলেও ব্যবহার করে দেখুন।

ফিচার:

নেটিভ স্পিকারের কম্যুনিটি আছে। 

স্পিকিং, রাইটিং, লিসেনিং রিডিং প্র্যাক্টিস আছে।   

গ্রামার স্পেলিং প্রতিটা লেভেলে ভালোভাবে শেখায়।  

সুবিধা:

১০ মিনিট করে স্পিকিং প্র্যাক্টিস।  

একের বেশি ল্যাংগুয়েজ শেখা যায়।  

নিজের মতো স্টাডি প্ল্যান করার সুবিধা।  

অসুবিধা:

প্রতিটা লেসেনের আগে অ্যাড দেখতে হয়। 

৬. Wlingua – Learn English

Wilingua learn english app

রেটিং: 4.1/5

ডাউনলোড: 1Cr+

সহজে ইংরেজি শেখার এই সেরা অ্যাপটিতে আপনি যেকোনো লেভেলেই ইংলিশ শিখে নিতে পারবেন। এখানে বিগিনার, বেসিক, থেকে শুরু করে অ্যাডভান্স ইংরেজি পর্যন্ত শেখার সুবিধা আছে 

আপনি এখানে উইকলি গোল সেট করে, নিজের সুবিধামতো ক্লাস করতে পারবেন। 

Wlingua অ্যাপের রিডিং ফিচারটি আপনার উচ্চারণ ঠিক করতে দারুণভাবে সাহায্য করে। এখানে আপনি আলাদাভাবে উচ্চারণ, ফ্রেসাল ভার্ব, স্পিকিং কোর্সও করতে পারবেন। 

ফিচার:

২৯০টি ফ্রেসাল ভার্বস রয়েছে।   

ইররেগুলার ভার্বের আলাদা কোর্স আছে।  

ব্রিটিশ আমেরিকান ইংলিশ উচ্চারণ আছে।  

সুবিধা:

B2 ইংলিশ কোর্সের সুবিধা আছে।      

গ্রামার ভোকাবুলারি সার্চের সুবিধা।  

রিডিং, লার্নিং, লিসেনিং প্র্যাক্টিসের সুবিধা। 

অসুবিধা:

ইনঅ্যাপ পার্চেজ আছে। 

৭. Speakeazy: English Learning App

সহজে ইংরেজি শেখার উপায়

রেটিং: 4.8/5

ডাউনলোড: 50K+

Speakeazy হল এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে আপনি IELTS বা UKVI কোর্সের মতো ইংলিশ শিখতে পারেন। এর স্পোকেন ইংলিশ কোর্স আপনাকে ঝরঝরে ইংরেজি বলতে সাহায্য করে। 

এখানে গান, গেম, গল্প ও সাইকোলোজিকাল কোডের মাধ্যমে সহজেই ইংরেজি শেখানো হয় এমনকি, এই অ্যাপ্লিকেশনটি আপনার বছরের ছোট বাচ্চাকেও সহজে ইংরেজি শেখাতে পারে।      

ফিচার:

গুগল মিটে ক্লাস করা যায়। 

অ্যাডভান্স ইংলিশ শেখানো হয়। 

পার্সোনাল ট্রেইনারের ব্যবস্থা আছে।  

সুবিধা:

ইংরেজি ফ্লুয়েন্সি বাড়াতে পারে।  

২০টি ইউনিক টিচিং মেথড রয়েছে। 

প্রোনানসিয়েশান অ্যাকসেন্ট কোর্সের সুবিধা। 

অসুবিধা:

কিছুই নেই। 

শেষ কথা,,

যদি আপনারা নিজের ঘরে বসে মোবাইলে মাধ্যমে ইংরেজি শেখার সহজ উপায় গুলি খুঁজছেন, তাহলে এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা সেরা ইংরেজি শেখার অ্যাপস গুলি ব্যবহার করার পরামর্শ আমি দিবো। এই ধরণের English Language Learning Apps গুলো আপনাকে আপনার সুবিধা এবং খালি সময় হিসেবে ইংরেজি ভাষা শেখার সুযোগ দিবে।

এছাড়া, ইংরেজি গ্রামার, ইংরেজিতে লেখা এবং কথা বলা, সব ধরণের লেসন গুলি আপনারা এই apps গুলিতে পাবেন। তাই আর দেরি কিসের, এখন ঝটপট উপরে বলে দেওয়া ইংলিশ শেখার অ্যাপস গুলিকে কাজে লাগান এবং ইংরেজি শিখেফেলুন।

অবশই পড়ুন:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top