স্মার্টফোনে দ্রুত ডাউনলোড করার অ্যাপস – (Downloader Apps)

এখনকার মোবাইলে যতই আনলিমিটেড ইন্টারনেট বা Wi-Fi থাকুক না কেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ঘনঘন অ্যাড দেওয়া আমাদের গান শোনা, ভিডিও দেখা কিংবা বুক পড়ার নেশাটাকে একেবারেই নষ্ট করে দেয়। আবার, অনেক সময়েই আমরা কম নেটওয়ার্ক থাকার কারণে কিংবা স্লো ওয়েব ব্রাউসারের কারণে বিভিন্ন ফাইল গুলো দ্রুত ডাউনলোড করার সময় অসুবিধায় পড়ি।

দ্রুত ডাউনলোড করার apps

আর এই অসুবিধা থেকেই আমাদের মুক্তি দিতে পারে, আজকের আলোচিত দ্রুত ফাইল ডাউনলোড করার অ্যাপ গুলো। Android mobile-এর জন্য থাকা এই downloader App গুলির সাহায্যে আপানি আপনার প্রিয় টিভি, ওয়েব সিরিজ, গেম, অ্যাপ, গান, ভিডিও কিংবা ছবি ফ্রিতে দ্রুত ডাউনলোড করার পাশাপাশি অ্যাড ছাড়া ইন্টারনেট ব্রাউসও করতে পারবেন। 

অবশই পড়ুন: মোবাইলের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার

Mobile Downloader App আসলে কি?

একটি এন্ড্রয়েড মোবাইল ডাউনলোডার অ্যাপ হলো এমন একটি পরিষেবা যার দ্বারা ইন্টারনেট থেকে অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে ফাইল গুলো ডাউনলোড করা যেতে পারে।

এই downloader Apps গুলোর দ্বারা এমন নানান উপায় এবং টেকনিক গুলো ব্যবহার করা হয় যার কারণে একটি সাধারণ ওয়েব ব্রাউজারের তুলনায় এই অ্যাপ গুলি অনেক তাড়াতাড়ি ও দ্রুত ভাবে ফাইল গুলোকে ডাউনলোড করতে পারে।

ডাউনলোড করা ফাইল গুলো আপনি আপনার সেট করা লোকেশন হিসেবে মোবাইলে সেভ করে নিতে পারবেন। এছাড়া, Video, Document, Audio, PDF ইত্যাদি যেকোনো ধরণের ফাইল গুলোই ডাউনলোড করা যাবে।

রিলেটেড: মোবাইলে ছবি এডিট করার ৯টি প্রফেশনাল সফটওয়্যার

মোবাইলে দ্রুত ডাউনলোড করার অ্যাপস – সেরা ৯টি

চলুন, তাহলে জেনে নেই Google Play Store-এর মধ্যে থাকা বেস্ট ফ্রি মোবাইল ডাউনলোড ম্যানেজার অ্যাপসের গুলোর সম্পর্কে বাংলাতে।

১. Free Download Manager – FDM

রেটিং: 4.5/5

ডাউনলোড: 10L+

SoftDeluxe, Inc এর তরফ থেকে থাকা এই Free Download Manager অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি যেকোনো মোবাইলের নিজস্ব ডাউনলোডারের তুলনায় ১০গুণ দ্রুত ফাইল ডাউনলোড করতে পারে। 

আসলে, এই অ্যাপটি ফাইলগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করে তারপর সেগুলিকে দ্রুত ডাউনলোড করার চেষ্টা করে থাকে। আপনি এই সফটওয়্যারটির সাহায্যে AVI, MKV, WEBM, MP4, MP3এর মতো ফাইল ফরম্যাটগুলো সহজেই ডাউনলোড করতে পারবেন। 

তবে, এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে (YouTube বাদে) যেকোনো ওয়েবসাইট থেকে বড় ফাইল, টোরেন্ট, ভিডিও মিউসিক নামাতে পারবেন।    

ফিচার:

ডাউনলোড করার টাইম সেট করা যায়। 

Wi-Fi কানেকশন থাকলে অটো ডাউনলোড হয়।  

একাধিক অডিও/ভিডিও ফাইল ফরম্যাট সাপোর্ট করে। 

এক্সপায়ার্ড ডাউনলোড লিঙ্ক নিজে থেকে রিস্যুম করে। 

BitTorrent protocol ম্যাগনেট লিঙ্ক থেকে ডাউনলোডের সুবিধা। 

২. 1DM: Browser & Video Download:

রেটিং: 4.2/5

ডাউনলোড: 1Cr+

1DM হল এমন একটা এন্ড্রয়েড ডাউনলোড ম্যানেজার, যেটা আপনার ফোনে ফ্রি অ্যাড ব্লকার প্রাইভেসী ব্রাউসার হিসেবেও কাজ করবে।

আপনি এই অ্যাপটির মাধ্যমে কোনোরকমের অ্যাড ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি, এর মাধ্যমে আপনি Wi-Fi, 2G, 3G 4G নেটওয়ার্কেও সফলভাবে মুভি, ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করতে পারেন। 

এটি হল একটি ফাস্ট টোরেন্ট ডাউনলোডার, যেটি টোরেন্ট ফাইল, ম্যাগনেট URL থেকেও ফাইল ডাউনলোড করতে পারে।

ফিচার:

লিঙ্কে দ্রুত এরর সরিয়ে দেয়। 

হিডেন ফোল্ডারে ফাইল সেভ করে। 

এক ক্লিকে HD ভিডিও ডাউনলোডের সুবিধা। 

ফাইল ৩২ পার্টে ভেঙে ফাস্ট ডাউনলোড করে। 

ফ্রি অ্যাড ব্লকার প্রাইভেসি ব্রাউসিংয়ের সুবিধা। 

ইনবিল্ট ব্রাউসার মুভি/ভিডিও/অডিও চালাতে পারে। 

zip, মিউসিক, ডক্যুমেন্ট, torrent আরও নানান ফরম্যাট সাপোর্ট করে। 

৩. Advanced Download Manager:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 5Cr+

আমাদের লিস্টের অন্যতম লাইটওয়েট ফাস্ট ফাইল ডাউনলোড ম্যানেজার হল এই Advanced Download Manager অ্যাপ্লিকেশনটি। 

আপনি এই ডাউনলোডারটি ব্যবহার করে একসাথে ৫টা ফাইল খুব দ্রুত ডাউনলোড করে নিতে পারবেন। 

মাল্টিথ্রেডিং সিস্টেমের সাহায্যে এই অ্যাপটি যেকোনো ফাইলকে ১৬টি পার্টে ভাগ করে ডাউনলোড স্পিড বাড়িয়ে তোলে। এটি সমস্ত ফাইল ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে। এছাড়া এই ADM সফটওয়্যারটি 2GB-এরও বেশি ফাইল সাপোর্ট করে থাকে।  

ফিচার:

সহজে torrent ফাইল ডাউনলোড করে। 

Wi-Fi থেকে ফাইল দ্রুত ডাউনলোড নেয়।  

ডাউনলোড স্পিড বাড়ানোর জন্য ‘turbo mode’ আছে।   

ডাউনলোড স্পীড বাড়াতে স্মার্ট অ্যালগোরিদম রয়েছে। 

2G, 3G 4G নেটওয়ার্কের ডাউনলোড স্পিড বাড়ায়।  

কানেকশন এরর হলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়।  

ফোনের ব্যাটারী লো হলে নিজে থেকে ডাউনলোড বন্ধ করে দিবে।  

বিভিন্ন ফাইল ফরম্যাট গুলো আলাদা আলাদা ফোল্ডারে ডাউনলোড করবে।

৪. Renkmobil Bilisim: Downloader

রেটিং: 4.0/5

ডাউনলোড: 5Cr+

শুধুমাত্র সু[পারফাস্ট ফাইল ডাউনলোড করাই নয়, এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি দুর্দান্ত ফাইল ম্যানেজার হিসেবেও কাজ করে। 

সবথেকে ভালো ব্যাপার হল এই যে, এটি APK, RAR, ZIP, MP3, DOC, XLSএর মতো বিভিন্ন ফরম্যাটের ফাইল গুলো খুব সহজেই ডাউনলোড করতে পারে। এমনকি, এর ফাইল ম্যানেজার ফিচারের মাধ্যমে আপনি TV সিরিজ সিনেমাও দেখতে পারবেন।

এছাড়াও, এই সফটওয়্যারের একটা নিজস্ব মিডিয়া প্লেয়ারে আপনি স্ক্রিন লক করে বা ব্যাকগ্রাউন্ডেও গান চালাতে পারবেন।

ফিচার:

2GB-এর বেশি ফাইল ডাউনলোড হয়। 

মিডিয়া প্লেয়ার ফাইল ম্যানেজার আছে। 

social media-তে ফাইল শেয়ারিং অপশন আছে।  

ফাইল ম্যানেজারের মাধ্যমে ভিডিও সার্চ শেয়ার করা যায়।    

যেকোনো সোশ্যাল মিডিয়া থেকে ফাইল ডাউনলোড করা যায়। 

Wi-Fi কানেক্শনের সাহায্যে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়।  

. Download Navi:

রেটিং: 4.1/5

ডাউনলোড: 50T+

Download Navi নামের এই ফ্রি ওপেনসোর্স অ্যাপ্লিকেশনটি সমস্ত ফাইল আপনার ফোনের ব্যাকগ্রউন্ডে ডাউনলোড করে থাকে। এর ফলে, ফাইল ডাউনলোড করার সময়েও আপনি আপনার মোবাইল নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই ডাউনলোড ম্যানেজার অটোমেটিকভাবে ডাউনলোড রিজিউম পজ করে। এখানে আপনি একসাথে ৩টি ফাইল ডাউনলোডে বসাতে পারেন। আর, এখানেও ফাইলগুলো ১৬টা পার্টে দ্রুত ডাউনলোড হয়ে যায়। 

ফিচার:

ব্যাকগ্রাউন্ডে ফাইল ডাউনলোড করে। 

শুধুমাত্র Wi-Fi থেকে ডাউনলোড নেয়। 

বিভিন্ন ইন্টারনেট ব্রাউসার সাপোর্ট করে।  

ব্যাটারী কন্ট্রোল পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার আছে।  

ডকুমেন্ট, APK, অডিও, ইমেজ নানা ফাইল ফরম্যাট সাপোর্ট করে।  

৬. 1DM Lite: Browser & Downloader:

রেটিং: 4.2/5

ডাউনলোড: 10L+

আমাদের আজকের এই দ্রুত ডাউনলোড করার apps গুলোর তালিকায় 1DM Lite App-টি আমার সব থেকে প্রিয় ডাউনলোডার অ্যাপ।

1DM Lite অ্যাপটিও মোবাইলে দ্রুত ফাইল ডাউনলোড করার অন্যতম সেরা মাধ্যম। এখানে আপনি এর ব্রাউজারের সাহায্যে ইনকগনিটো মোডে ফাইল সার্চ করতে পারবেন। এমনকি, এতে আপনি ডাউনলোড করা ফাইলগুলো হিডেন ফোল্ডারেও সেভ করতে পারবেন। 

এছাড়াও, এই অ্যাপ্লিকেশনে টেক্সট ফাইল থেকেও ডাউনলোড লিংক পাওয়া যায়। Wi-Fi-এর সাহায্যে এই অ্যাপ থেকে গান, ভিডিও, ডকুমেন্ট প্রোগ্রাম ফাইল নিমেষেই নামাতে পারবেন।   

ফিচার:

ফাস্ট টোরেন্ট ডাউনলোডার আছে। 

সরাসরি SD কার্ডে ডাউনলোড করে। 

একসাথে ১০টা ফাইল ডাউনলোড হয়।  

ডাউনলোড স্পিড লিমিট সেট করা যায়। 

ফ্রি ফাইল ব্রাউসার অ্যাড ব্লকার আছে।   

HTTP লাইভ স্ট্রিমিং ওয়েবসাইট সাপোর্ট করে।   

বেশিরভাগ ওয়েবসাইট থেকেই মিডিয়া ফাইল ক্যাপচার করে।  

৭. Loader Droid download manager:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 50L+

মোবাইলে দ্রুত ফাইল ডাউনলোড করার সেরা অ্যাপসগুলোর মধ্যে Loader Droid যথেষ্ট জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। 

এখানে আপনি ভিডিও, ছবি, মিউসিক, অ্যাপ্লিকেশন সহ যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। 

এর ইউসারফ্রেইন্ডলি অ্যাপ নিজে থেকেই ফেইল্ড লিংক সরিয়ে নতুন লিঙ্ক থেকে ডাউনলোড শুরু করতে পারে। 

ফিচার:

ডাউনলোড টাইম সেট করা যায়।  

Wi-Fi 3G নেটওয়ার্কে ডাউনলোড হয়। 

অটোমেটিক ভাবে ডাউনলোড স্টার্ট পজ হয়।  

বুক, অডিও, ভিডিও স্ট্রিম, zip ফাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়। 

৮. InShot Inc. Video Downloader:

রেটিং: 4.6/5

ডাউনলোড: 10Cr+

এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি mp4, mp3, m4a, m4v, avi, wmv, mov, pdf, txt, doc ইত্যাদি ফর্ম্যাটে ফাইল ডাউনলোড করে থাকে। 

এর নিজস্ব ওয়েব ব্রাউসার থেকে আপনি এক ক্লিকেই এর অটোডিটেক্ট করা ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। 

এখানে আপনি একসাথে অনেকগুলো ফাইল ব্যাকগ্রাউন্ডেই নামাতে পারবেন। 

ফিচার:

SD কার্ড সাপোর্ট করে। 

ইনবিল্ট ভিডিও প্লেয়ার আছে।  

লার্জ HD ফাইল সাপোর্ট করে।  

এক ক্লিকেই ভিডিও ডাউনলোড হয়।  

ভিডিও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড নেয়।  

প্রিয় ডাউনলোড ওয়েবসাইট বুকমার্ক করা যায়। 

পাসওয়ার্ড দেওয়া ফোল্ডারে ফাইল সেভ করে।  

অটোমেটিকভাবে ভিডিও ফাইল ডিটেক্ট করে।  

৯. Video & Music Downloader:

রেটিং: 4.2/5

ডাউনলোড: 10L+

সম্পূর্ণ বিনামূল্যের এই Video & Music Downloader অ্যাপ্লিকেশনটি যেকোনো ফরম্যাটের ফাইল নিরাপদে ডাউনলোড করে দিতে পারে। 

এখান থেকে আপনি টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটস্যাপ, ফেইসবুক থেকেও দ্রুত ভিডিও গান ডাউনলোড করতে পারেন। 

এছাড়াও, এই অ্যাপ থেকে প্রায় ১কোটির কাছাকাছি গান ডাউনলোড করার সুযোগ পাবেন। এর নিজস্ব ব্রাউসার ফাইল ম্যানেজারও রয়েছে।  

ফিচার:

ভিডিও থেকে অডিও কনভার্ট করা যায়। 

একসাথে অনেক ফাইল ডাউনলোড হয়।   

মাল্টিথ্রেডিং ফিচারের জন্যে খুব দ্রুত ডাউনলোড হয়।  

পাসওয়ার্ডপ্রোটেক্টেড ফোল্ডারে ফাইল ডাউনলোড হয়।   

ইনবিল্ট HD ভিডিও প্লেয়ার, ফাইল ম্যানেজার ব্রাউসার।   

 

পরিশেষে:

উপরে উল্লেখিত সমস্ত ফাইল ডাউনলোডের অ্যাপ্লিকেশন গুলো সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই ভালোভাবে চলে থাকে এবং এক্ষত্রে প্রতিটা অ্যাপ ব্যবহারকারীদের ডেটার প্রাইভেসি সুরক্ষার উপরও যথেষ্ট নজর রাখে। 

তাই, আপনি নিশ্চিন্তে এই ধরণের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। তবে, যেহেতু পাইরেসি দণ্ডনীয় অপরাধ, তাই এমন কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন, যেগুলো আপনার বিপদের কারণ হতে পারে।

ওপরে বলে দেওয়া প্রত্যেকটি দ্রুত ডাউনলোড করার apps গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে নিজের এন্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্রত্যেক android download manager Apps গুলি আপনারা Google Play Store-এর মধ্যে পেয়ে যাবেন।  

রিলেটেড: মোবাইলে টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top