ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস/সফটওয়্যার – ৭টি

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলো ব্যবহার করার মাধ্যমে নিজের পছন্দের ভিডিওটি ফেসবুক থেকে সহজে এবং সুবিধাজনক ভাবে নিজের মোবাইলে ডাউনলোড ও সেভ করা যাবে। ভিডিও গুলি ডাউনলোড করার ক্ষেত্রে SD এবং HD, উভয় ভিডিও কোয়ালিটির অপসন দেওয়া হবে।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
Best android apps to download videos from Facebook.

বর্তমানের ডিজিটাল যুগে, Facebook, Instagram, Twitter, ইত্যাদির মতো নানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল প্লাটফর্ম গুলি, যেকোনো সময় যেকোনো জায়গার থেকে নিজের প্রিয়জনের সাথে, বন্ধু-বান্ধব এর সাথে বা সম্পূর্ণ বিশ্বের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ আমাদের কাছে তুলে ধরেছে।

তবে এদের মধ্যে, ফেসবুক কিন্তু অনলাইনে নানান স্টোরিজ, জীবনের মুহূর্তগুলি এবং ভিডিও শেয়ার করার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষক প্ল্যাটফর্ম হিসেবে আমাদের প্রত্যেকেরই ভালোবাসা পেয়ে চলেছে। ফেসবুকের মধ্যে প্রতিদিন হাজার হাজার বিষয় গুলো নিয়ে হাজার হাজার রকমের ভিডিও গুলো আপলোড করা হয়।

আর সত্যি বলতে, ফেসবুকে কিন্তু দারুন এবং ভেজালমুক্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং অভিজ্ঞতার লাভ আমরা নিতে পারি। তবে ভিডিও গুলি অফলাইনে দেখার জন্যে কোনো ধরণের ভিডিও ডাউনলোড অপসন কিন্তু ফেসবুকে দেওয়া নেই।

অবশই পড়ুন: মোবাইলে ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার

চিন্তা করতে হবেনা, এই সমস্যার সমাধান পাওয়াও অনেক সোজা। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় হিসেবে আমরা নানান Facebook video downloader apps-গুলি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে, একটি সেরা ফেসবুক ভিডিও ডাউনলোডার অ্যাপ এর।

মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার এই অ্যাপস গুলো Google Play Store-থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন।

এতে, পছন্দের ফেসবুক ভিডিও গুলিকে নিজের মোবাইলের ফাইল ম্যানেজারে সেভ বা ডাউনলোড করে, ভিডিও গুলিকে অফলাইনে দেখতে ও বন্ধুদের সাথে শেয়ার ও করতে পারবেন। তাহলে চলুন, নিচে সরাসরি প্রত্যেকটি ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/সফটওয়্যার গুলির বিষয়ে জেনেনেই।

অবশই পড়ুন: মোবাইলে অডিও গান ডাউনলোড করার অ্যাপস

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় কি?

এমনিতে যখন, ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় গুলো নিয়ে কথা বলা হয়, তখন আমাদের কাছে মূলত দুটি অপসন থেকে থাকে।

একটি হলো, “ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস” এবং আরেকটি হলো, “ফেসবুক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট” গুলো। আপনি চাইলে Facebook video downloader apps গুলি ব্যবহার করতে পারবেন, বা আবার video downloader website গুলিও ব্যবহার করার অপসন আপনার কাছে থাকছে।

এমনিতে app এবং website দুটো ক্ষেত্রেই facebook থেকে video download করার প্রক্রিয়া প্রায় একই। আপনি ফেসবুক থেকে যেই ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, সেই ভিডিওর URL Link-টি আপনাকে copy করতে হবে।

এবার, কপি করা ভিডিওর লিংকটি, ভিডিও ডাউনলোডার অ্যাপ বা ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটে গিয়ে সেখানে থাকা URL box-এর মধ্যে paste করতে হয়।

ফেসবুক ভিডিও লিংকটি পেস্ট করার সাথে সাথে ভিডিওটি আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং ভিডিওটি ডাউনলোড করার জন্যে কিছু অপসন আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ব্যাস, নিজের পছন্দমতো video resolution/quality সিলেক্ট করুন এবং সরাসরি ফেসবুক ভিডিওটি ডাউনলোড করে নিন।

তবে, যদি আমাকে প্রশ্ন করে থাকেন যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় কি? তাহলে আমি নিচে বলে দেওয়া এই ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলি ব্যবহার করে দেখার পরামর্শ দিবো। কেননা, এক্ষেত্রে Facebook mobile app থেকে সরাসরি ভিডিও লিংক কপি করে এই video downloader apps গুলোতে পেস্ট করলেই কাজ হয়ে যায়।

রিলেটেড: মোবাইলের ৯টি জনপ্রিয় অডিও প্লেয়ার সফটওয়্যার

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস/সফটওয়্যার – সেরা ৭টি

App details:Downloads:Rating:
ETM Video Downloader50M+4.8
Just Download It1M+4.5
FastVid100M+4.2
FB Video Downloader1M+4.2
Happy4Video Studio1M+4.5
Social Downloader Plus100K+4.3
FB Downloader – Ciliconsky100K+3.5

১. ETM Video Downloader

আপনি যদি ফেসবুক থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে চাইছেন বা ফেসবুক স্টোরি ভিডিও গুলো ডাউনলোড করতে চান, তাহলে এই অ্যাপ ব্যবহার করে কেবল একটি click করেই ভিডিও গুলি ডাউনলোড করে নিতে পারবেন।

এই fb video downloader app-টি ব্যবহার করার মাধ্যমে আপনি ভিডিও লিংক এবং ব্রাউজার, দুটো মাধমের ব্যবহার করেই ভিডিও গুলি ডাউনলোড করতে পারবেন।

ফেসবুক মোবাইল অ্যাপ থেকে সরাসরি video URL copy করে এই downloader-এর মধ্যে লিংকটি পেস্ট করলেই, সেই ফেসবুক ভিডিওটি ডাউনলোড করার অপসন আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

App-এর কি কি features আছে –

  • ভিডিওর লিংক থাকলেই সেটিকে ডাউনলোড করা যাবে।
  • App-টি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
  • এখানে browser-এর সুবিধাও রয়েছে।
  • ফেসবুক স্টোরিজ ডাউনলোড করা যাবে।
  • Facebook groups/pages থেকেও ভিডিও ডাউনলোড করুন।

২. Just Download It

Google Play Store-এ প্রায় ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এবং প্রায় ৪.৫ রেটিং পাওয়া এই ভিডিও ডাউনলোডার অ্যাপসটি, ফেসবুক এর ভিডিও গুলো ডাউনলোড করার ক্ষেত্রে বর্তমানে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

এখানেও আপনারা শুধুমাত্র ভিডিও লিংক পেস্ট করেই HD quality সহ Facebook videos গুলো download করে নিতে পারবেন। এছাড়া, ফেসবুক স্টোরি ডাউনলোড করার সুবিধাও এখানে থাকছে।

Facebook watch, newsfeed, groups, pages, ইত্যাদি সম্পূর্ণ ফেসবুকের মধ্যে দেখা পছন্দের যেকোনো ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।

App-এর কি কি features আছে –

  • HD quality-তে ভিডিও গুলো ডাউনলোড করা যাবে।
  • শুধুমাত্র ভিডিও লিংক ব্যবহার করেই ভিডিওটি সেভ করা যাবে।
  • ভিডিও ডাউনলোড করার জন্যে ফেসবুকে লগইন করতে হয়না।
  • ফেসবুক স্টোরি সেভ করার সুবিধা আছে।

৩. FastVid

এই Video Downloader App-টি গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। ফেসবুক ভিডিও ডাউনলোড করার এই অ্যাপটির এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো এর সরলতা।

এখানে একটি ইনবিল্ট ব্রাউজার পাবেন যেটি ব্যবহার করে নিজের ফেসবুক একাউন্টে লগইন করা যাবে। এবার ফেসবুক থেকে যেই ভিডিওটি আপনার ডাউনলোড করতে মন হচ্ছে, সেটিতে click করুন। এবার আপনারা সরাসরি একটি download button দেখতে পাবেন, যেখানে click করলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

আবার, যদি আপনি ফেসবুকে লগইন না করেই ভিডিও ডাউনলোড করতে চাইছেন, তাহলে ভিডিওর link copy করে FastVid downloader app-এর মধ্যে পেস্ট করে সরাসরি ভিডিওটি ডাউনলোড করা যাবে।

ভিডিও গুলিকে SD এবং HD, দুটো কোয়ালিটি সহ ডাউনলোড করার অপসন আপনাকে দেওয়া হবে।

App-এর কি কি features আছে –

  • Browser এর মাধ্যমে ফেসবুকে লগইন হয়ে ডাউনলোড করা যায়।
  • সরাসরি ভিডিও লিংক পেস্ট করেও ভিডিওটি ডাউনলোড করা যাবে।
  • SD এবং HD video quality-র অপসন পাবেন।
  • ৩টি আলাদা আলাদা মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যাবে।

৪. FB Video Downloader

Smart Mobile Tools-এর তরফ থেকে থাকা এই ভিডিও ডাউনলোডার অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে অনেক সরলতার সাথে পছন্দের ভিডিও গুলিকে ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

Facebook news feed, liked pages, ইত্যাদি যেকোনো জায়গার থেকে ভিডিও গুলি মোবাইলে সেভ করা যাবে। তবে, এই app-টি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করার জন্যে প্রথমে আপানাকে app-টিতে নিজের ফেসবুক একাউন্টে লগইন করতে হবে।

App-টিতে ভিডিও গুলিতে HD-তে ডাউনলোড করার অপসন অবশই থাকছে। এছাড়া, বড় বড় সাইজ এর ভিডিও ফাইল ডাউনলোড করা এবং দ্রুত ডাউনলোড স্পিড এর মতো সুবিধা গুলিও এখানে থাকছে।

App-এর কি কি features আছে –

  • HD video download supported থাকছে।
  • ভিডিও গুলিকে মোবাইলের গ্যালারীতে সেভ করা যাবে।
  • বড় ফাইল ডাউনলোড করা যাবে।
  • ডাউনলোড করা ভিডিও গুলিকে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে।

৫. Video Downloader – Happy4Video Studio

গুগল প্লে স্টোরে প্রায় ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.৫ রেটিং সহ এই ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপসটি আপনাকে শুধুমাত্র ভিডিও URL link-এর দ্বারা যেকোনো ভিডিও ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে।

তবে আপনি চাইলে, app-টির in built browser-টি ব্যবহার করে সরাসরি নিজের Facebook একাউন্টে লগইন করেও পছন্দের ভিডিও গুলি ডাউনলোড করতে পারবেন। বলা হয়েছে যে, এখানে আপনারা তিনগুন অধিক দ্রুততার সাথে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, ভিডিও গুলিকে SD বা HD কোয়ালিটি সহ ডাউনলোড করার অপসনও দেওয়া হবে।

App-এর কি কি features আছে –

  • Instagram থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  • ডাউনলোড করা ভিডিও গুলিকে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে।
  • In built browser-এর মাধ্যমে ফেসবুক ব্রাউস করার সুবিধা।
  • শুধুমাত্র একটি ক্লিকেই ভিডিও ডাউনলোড করা যাবে।
  • শুধুমাত্র video url link paste করলেই ভিডিও ডাউনলোড করা যাবে।

৬. Social Downloader Plus

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস গুলো মূলত কেবল ফেসবুকের মধ্যে থাকা ভিডিও গুলোকেই ডাউনলোড করার অপসন দিয়ে থাকে। তবে এই social downloader plus app-টি ব্যবহার করে, ফেসবুকের পাশাপাশি Instagram এবং Twitter থেকেও ভিডিও গুলোকে ডাউনলোড করা যাবে।

Facebook news feed, pages, groups, friends, reels, stories, ইত্যাদি যেকোনো জায়গার থেকে পছন্দের ভিডিও মোবাইলে ডাউনলোড করা যাবে। এছাড়া, HD quality videos, maximum download speed এবং built-in video player/photos viewer-এর মতো ফীচার গুলিও এখানে পাবেন।

কি কি features আছে –

  • Facebook, Instagram এবং Twitter থেকে ভিডিও সেভ করা যাবে।
  • ভিডিও গুলি হাই স্পীডে ডাউনলোড করা যায়।
  • স্টোরি এবং রিল্স গুলিও ডাউনলোড করা যায়।
  • App-এর মধ্যেই ভিডিও প্লে করা যায়।

৭. FB Downloader – Ciliconsky

যদি আপনি কোনো ধরণের ঝামেলা ছাড়া ফেসবুকে লগইন না করে ফেসবুক থেকে ভিডিও গুলি নিজের মোবাইলে ডাউনলোড করতে চাইছেন, তাহলে এই FB Downloader App-টি ব্যবহার করতে পারেন। App-টি ওপেন করলেই সেখানে একটি URL box দেখতে পাবেন।

ফেসবুক থেকে কপি করা পছন্দের ভিডিও লিংকটি সরাসরি সেই URL box-এর মধ্যে পেস্ট করলেই নিজে নিজে ভিডিওটি লোড হয়ে যাবে। এবার ভিডিওর নিচে সেটিকে ডাউনলোড করার জন্যে একটি Download button আপনারা দেখতে পারবেন।

এখানেও, ভিডিও গুলিকে high quality (HD) সহ download করার অপসন দেওয়া হবে।

কি কি features আছে –

  • ভিডিও লিংক কপি করে পেস্ট করলেই হয়ে যায়।
  • দ্রুত ডাউনলোড স্পিড পাবেন।
  • Instagram থেকেও reels এবং stories সেভ করা যাবে।
  • Facebook groups এবং pages-এর ভিডিও গুলি সেভ করা যায়।
  • SD এবং HD quality সহ ভিডিও ডাউনলোড করা যায়।

কিভাবে ফেসবুক ভিডিওর লিংক কপি করবেন?

ফেসবুক ভিডিও গুলো ডাউনলোড করার সব থেকে সহজ উপায় হলো, ভিডিওর লিংক কপি করে ভিডিও ডাউনলোডার apps গুলিতে পেস্ট করার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, কিভাবে ভিডিওর লিংক গুলো কপি করা যাবে? চিন্তা করতে হবেনা, এটা একটি অনেক সহজ প্রক্রিয়া।

আপনাকে সরাসরি অফিসিয়াল ফেসবুক মোবাইল অ্যাপটি ওপেন করে নিতে হবে। এবার, আপনি যেই ভিডিওটি মোবাইলের ফাইল ম্যানেজারে ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটির পাশে থাকা ডট আইকন/মেনু (…) এর মধ্যে ক্লিক করতে হবে। এতে আপনারা “copy link” এর একটি অপসন দেখবেন।

সরাসরি সেই অপশনে click করুন, এতে ফেসবুকের ভিডিও লিংকটি কপি হয়ে যাবে। এখন কপি হওয়া ভিডিও লিংকটি Facebook video downloader-এর মধ্যে গিয়ে URL Box-এর মধ্যে পেস্ট করে দিন। এতে, ডাউনলোড অপসন সহ আপনার ভিডিওটি সেখানে দেখিয়ে দেওয়া হবে।

রিলেটেড: স্মার্টফোনে দ্রুত ডাউনলোড করার অ্যাপস

FAQ: ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস

Q. ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় কি?

ফেসবুক থেকে সহজে ভিডিও ডাউনলোড করার জন্য নানান ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট বা অ্যাপস গুলো ব্যবহার করা যেতে পারে। আপনাকে কেবল পছন্দের ভিডিওটির URL link কপি করে পেস্ট করতে হয়। ব্যাস, ভিডিওটি ডাউনলোড করার অপসন দিয়ে দেওয়া হয়।

Q. ফেসবুক ভিডিও ডাউনলোড করার সেরা ওয়েবসাইট কোনগুলি?

Fdown.net, snapsave.app, getfvid.com, clipconverter.cc, ইত্যাদি এই ধরণের জনপ্রিয় ওয়েবসাইট গুলো ব্যবহার করে ফেসবুক ভিডিও গুলো সহজেই ডাউনলোড করা যায়।

শেষ পরামর্শ:

যদি আপনি কোনো ঝামেলা ছাড়া এবং অজানা অচেনা অ্যাপ গুলি দিয়ে নিজের ফেসবুক একাউন্টে লগইন না করেই ভিডিও ডাউনলোড করতে চাইছেন, তাহলে ওপরে বলে দেওয়া এই সেরা ফেসবুক ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলো ব্যবহার করে দেখুন।

এই অ্যাপ/সফটওয়্যার গুলো ব্যবহার করে কেবল ভিডিও URL link paste করার মাধ্যমেই যেকোনো ফেসবুক ভিডিওর ডাউনলোড লিংক জেনারেট করতে পারবেন। এছাড়া, ভিডিও গুলিকে স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটি সহ ডাউনলোড করারও অপসন আপনি পেয়ে যাবেন।

আশা করছি, ওপরে বলা এই ফেসবুক ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলি আপনাদের অবশই কাজে আসবে।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top