মোবাইলের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার/অ্যাপস – সেরা ৯টি

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার: বর্তমান সময়ে আমরা আমাদের এন্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোনে নানান ধরণের কাজ গুলো করে থাকি যেগুলির কারণে মোবাইলে ভাইরাস প্রবেশ করার সুযোগ প্রচুর বৃদ্ধি পেতে পারে। যেমন ধরুন, অনলাইনে যেকোনো ওয়েবসাইটে প্রবেশ করা, অবিশ্বস্ত সাইট থেকে ফাইল ডাউনলোড করা বা অন্যান্য ভাইরাস সংক্রমিত ভাইস গুলোর থেকে নিজের মোবাইলে ডাটা বা ফাইল আদান প্রদান করা।

এছাড়াও নানান কারণ গুলো রয়েছে যেগুলির কারণে অনেক সহজেই আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করতে পারে। তবে এখন প্রশ্ন হলো, আপনার মোবাইলে ভাইরাস আছে কি নেই সেটা কিভাবে বুঝবেন? কিভাবে মোবাইল থেকে ভাইরাস ডিলিট করবেন? চিন্তা করতে হবেনা, এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে মোবাইলের জন্য থাকা একটি সেরা ভাইরাস পরিষ্কার করার সফটওয়্যার।

Google Play Store-এর মধ্যে আপনারা এমন প্রচুর ভাইরাস ডিলিট করার সফটওয়্যার গুলো পাবেন যেগুলো ব্যবহার করলেই আপনার মোবাইল থেকে ভাইরাস ক্লিন হয়ে যাবে। এই ভাইরাস কাটার অ্যাপস গুলোতে আপনারা, Real-time antivirus protection, Virus scan, SD card scan, Performance optimization, Battery life optimization, App permission check ইত্যাদি এই ধরণের সুরক্ষা ও সুবিধা গুলো পাবেন।

অবশই পড়ুন: মোবাইলে ছবি এডিট করার ৯টি প্রফেশনাল সফটওয়্যার

আর তাই আজকের এই আর্টিকেলের মধ্যে আমি এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা সেরা ও দুর্দান্ত ৯টি ভাইরাস কাটার সফটওয়্যার গুলোর বিষয়ে বলতে চলেছি যেগুলো ব্যবহার করার মাধ্যমে নিজের স্মার্টফোনটিকে ভিরামুক্ত রাখা যাবে।

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার/অ্যাপস গুলোর তালিকা:

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার

মোবাইলের জন্য থাকা এই ভাইরাস সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপস গুলোকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া, ভাইরাস কাটার প্রত্যেকটি অ্যাপস গুলোর ডাউনলোড লিংক সরাসরি এই আর্টিকেলের মধ্যেও আপনারা পাবেন।

নিচে দিয়ে দেওয়া এই ভাইরাস ক্লিনার সফটওয়্যার গুলোর বেশিরভাগ গুলোই আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। তবে এদের একটি premium/paid subscription plan অবশই থাকছে যেটা নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছের ওপর নির্ভর করবে।

এন্টিভাইরাস অ্যাপস:টোটাল ডাউনলোড:গুগল প্লে রেটিং:
Avast Security/Virus Cleaner100,000,000+4.5
AVG Security100,000,000+4.6
Malwarebytes Mobile10,000,000+4.6
Bitdefender Mobile Security10,000,000+4.6
Norton 360: Mobile Security50,000,000+ 4.3
Kaspersky Antivirus & VPN100,000,000+4.7
Quick Heal10,000,000+4.4
Nova Security10,000,000+4.2
Avira Security Antivirus10,000,000+4.4

চলুন এখন নিচে আমরা প্রত্যেকটি মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর বিষয়ে কিছুটা জেনেনেই। এই ভাইরাস ক্লিনার অ্যাপস গুলোর features এবং tools গুলোর বিষয়ে আমরা মূলত জানবো।

১. Avast Security/Virus Cleaner

Avast Mobile Security ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটিকে নানান ভাইরাস এবং বিভিন্ন রকমের ম্যালওয়্যার গুলোর থেকে রক্ষা করতে পারবেন। প্রায় 435 মিলিয়ন ইউজাররা এই এন্টিভাইরাস সফটওয়্যারটির ওপর বিশ্বাস করেছেন এবং এটিকে নিয়মিত ব্যবহার করছেন।

ভাইরাস কাটার এই অ্যাপটি, নিজে নিজেই নানান ভাইরাস এবং ম্যালওয়্যার গুলো খুঁজে বের করার জন্য নিয়মিত মোবাইল স্ক্যান করে থাকে। এতে যদি আপনার মোবাইলে কোনো ধরণের malware, spyware, Trojans ইত্যাদি থেকে থাকে তাহলে সেগুলোকে সাথে সাথেই খুঁজে পাওয়া যাবে।

এখানে থাকা ওয়েব, ফাইল এবং অ্যাপ স্ক্যানিং এর সুবিধা থাকার কারণে A টু Z সম্পূর্ণ মোবাইল সুরক্ষার ভরসা আপনি পাচ্ছেন।

এছাড়া, যখনি আপনার মোবাইলে spyware বা adware-infected apps গুলো কোনো ভাবে download হয়ে থাকবে তখন সাথে সাথে আপনাকে notification alert এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রিলেটেড: মোবাইলে টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার

Features of Avast security:

  • নানান ক্ষতিকর emails এবং infected websites থেকে হওয়া phishing attacks থেকে সুরক্ষা।
  • Antivirus Engine, Hack Check, File scanner, Wi-Fi Security, Virus Cleaner ইত্যাদি tools গুলো থাকছে।
  • Junk cleaner এর দ্বারা অপ্রয়োজনীয় data, junk files, system caches, gallery thumbnails, installation files ইত্যাদি ডিলিট করা যাবে।
  • Photo vault এর মাধ্যমে ডিভাইসে থাকা ছবি গুলোকে PIN code, pattern, fingerprint password দ্বারা সুরক্ষিত রাখতে পারবেন।
  • Web Shield: এর দ্বারা malware-infected links, Trojans, adware এবং spyware গুলোকে স্ক্যান করে ব্লক করা হবে।
  • Wi-Fi networks, browse safely এবং secure online payments এর সুবিধা থাকছে।

২. AVG Security

100,000,000 থেকেও অধিক লোকেরা এই AVG Antivirus FREE – Mobile Security App-টি তাদের মোবাইলে install করেছেন। এই মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার এর দ্বারা আপনারা নিজের মোবাইল ডিভাইসটিকে নানান ক্ষতিকর ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করতে পারবেন।

এছাড়া এই এন্টিভাইরাস অ্যাপ এর মধ্যে App Lock, Photo Vault, Wi-Fi Security Scan, Hack Alerts, Malware security ইত্যাদির মতো অপসন ও সুরক্ষা গুলিও রয়েছে। আপনার মোবাইলে থাকা নানান apps, games, settings এবং files গুলিকে নিয়মিত রিয়েল টাইম স্ক্যান করা হবে।

অ্যাপটি ব্যবহার করে নানান ক্ষতিকর ওয়েবসাইট এবং স্ক্যাম সাইট গুলোকে খুঁজে ব্লক করা যাবে। এখানে থাকছে Powerful cybersecurity tool, যেটা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে বিস্তৃত threats গুলোর বিরুদ্ধে রক্ষা করতে পারে।

Features of AVG Security:

  • নানান apps, games, files গুলো scan করে malicious content গুলো remove/delete করা যাবে।
  • ওয়েবসাইট গুলিকে স্ক্যান করে harmful threats বা virus গুলো খুঁজে পাওয়া যাবে।
  • খুঁজে পাওয়া কঠিন, মোবাইলের এমন জায়গা গুলোতেও advanced scan-এর মাধ্যমে স্ক্যান করা যাবে।
  • Junk Cleaner, Clean unnecessary files, App Lock, Hide private photos ইত্যাদি tools গুলো থাকছে।

৩. Malwarebytes Mobile

মোবাইলে ভাইরাস কাটার, ভাইরাস ডিলিট করার এবং মোবাইলটিকে ভাইরাস থেকে নিরাপদ রাখার এটা একটি অনেক শক্তিশালী ও কার্যকর সফটওয়্যার/অ্যাপ। এটা একটি সম্পূর্ণ মোবাইল সিকিউরিটি প্যাকেজ যেটা viruses, malware এবং অন্যান্য cybersecurity threats থেকে মোবাইলটিকে রক্ষা করতে সাহায্য করে থাকে।

এটা একটি free antivirus cleaner এবং spam blocker App যেটাকে ব্যবহার করার মাধ্যমে মোবাইলে আগের থাকা ভাইরাস এবং ম্যালওয়্যার গুলিকে খুঁজে সেগুলিকে ডিলিট বা রিমুভ করা যাবে। এই এন্টিভাইরাস সফটওয়্যার এর একটি বিশেষ বৈশিষ্ট হলো, এর দ্বারা Anti phishing protection এবং Ransomware protection আপনারা পাবেন।

এখানে Full Threat Scan, Real-time Protection, PUP/PUM Protection, Internet Security/Safe Browsing ইত্যাদির মতো নানান PREMIUM FEATURES গুলিও রয়েছে যেগুলোর লাভ নেওয়ার জন্য আপনাকে তাদের paid plan/ subscription কিনে নিতে হবে।

অবশই পড়ুন: মোবাইলের সেরা দুই ছবি একসাথে করার সফটওয়্যার

Features of Malwarebytes:

  • Spyware detection এবং Spam blocker-এর অপসন থাকছে।
  • Free virus protection & phone cleaner,
  • Ransomware থেকে শুরু করে adware, প্রত্যেক security threats গুলিকে খুঁজে পাওয়া যাবে।
  • Malware Removal-এর মাধ্যমে আগের থেকে প্রবেশ করা ভাইরাস/ম্যালওয়্যার গুলোকে খুঁজে রিমুভ করা যাবে।

৪. Bitdefender Mobile Security

Bitdefender Mobile Security & Antivirus, এন্ড্রয়েড মোবাইলের জন্য একটি সেরা ও শক্তিশালী এন্টিভাইরাস সফটওয়্যার। এটা আপনার স্মার্টফোনটিকে নানান viruses, malware এবং online threats গুলোর থেকে সুরক্ষা প্রদান করে থাকে এবং আপনার ব্যক্তিগত তথ্য গুলিকেও নিরাপদ রাখতে সাহায্য করে।

App-টি মোবাইলে ইনস্টল করার সাথে সাথেই এটি আপনার মোবাইলটিকে নানান viruses, malware, spyware, ransomware ইত্যাদির জন্য স্ক্যান করবে এবং যদি কোনো ধরণের ম্যালওয়্যার ভাইরাস পাওয়া যায় তাহলে সেটিকে সাথে সাথে রিমুভ করা যাবে।

এছাড়া, এখানে Web Protection, App Lock,  Anti-Theft ইত্যাদির মতো অন্যান্য tools এবং options গুলিও পাবেন।

Features of Bitdefender:

  • 100% detection rate-এর সাথে মোবাইলে থাকা প্রত্যেকটি অ্যাপস গুলিকে ভাইরাস বা ম্যালওয়্যার এর জন্য স্ক্যান করা হবে।
  • এখানে পাবেন web protection যার দ্বারা ইন্টারনেট ব্যবহার করার সময় malicious, phishing এবং fraudulent links গুলোকে ব্লক করে দেওয়া হবে।
  • VPN feature থাকছে যেটিকে সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন (200MB traffic / day)।
  • PIN code বা fingerprint এর দ্বারা সংবেদনশীল মোবাইল অ্যাপ গুলোকে সুরক্ষিত রাখা যাবে।

৫. Norton 360: Mobile Security

নিজের মোবাইল ডিভাইস এর জন্য উন্নত ও উচ্চমানের ভাইরাস সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে Norton 360 for mobile আপনার প্রচুর কাজে আসবে। এখানে নানান এন্টিভাইরাস ফীচার গুলো আপনি পাবেন যেমন, Wifi Analyser এবং Ad Blocker, ransomware থেকে সুরক্ষা, malware, spyware, এবং অন্যান্য online privacy threats গুলোর থেকে সুরক্ষা।

Ransomware, spyware, malware ইত্যাদির ক্ষেত্রে রিয়েল-টাইম এন্টিভাইরাস সুরক্ষা দেওয়া হবে।

এছাড়া এখানে থাকা Internet Security ফীচারটি ইন্টারনেট ব্যবহার করার সময় ফিশিং, ক্ষতিকর এবং ইনফেক্টেড ওয়েবসাইট গুলিকে সনাক্ত করতে এবং সেগুলির থেকে আপনাকে সুরক্ষিত রাখতে সহায়তা করে থাকে।

Features of Norton 360:

  • Ad Blocker এর মাধ্যমে মোবাইলে বিরক্তিকর এড গুলো ব্লক করা যাবে।
  • মোবাইলে থাকা নতুন এবং পুরোনো অ্যাপস গুলোকে নিয়মিত স্ক্যান করা হয়।
  • Suspicious Network Detection, SMS Security, Wi-Fi Security Alerts ইত্যাদি অপসন গুলো থাকছে।

6. Kaspersky Antivirus & VPN

Kaspersky antivirus আমার হিসেবে একটি অনেক কার্যকর এবং শক্তিশালী মোবাইল সিকিউরিটি সফটওয়্যার যেটিকে বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন ইউসাররা বিশ্বাস করে ব্যবহার করছেন। মোবাইলে ভাইরাস কাটার বা ডিলিট করার এই সফটওয়্যার আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ভাইরাস ক্লিনার অ্যাপটি মোবাইলে ইনস্টল করার পর একটি কুইক স্ক্যান এর মাধ্যমেই মোবাইলে থাকা ম্যালওয়্যার এবং spyware গুলো খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে, আপনার মোবাইলে ইনস্টল থাকা Apps গুলিকেও স্ক্যান করে চেক করা হবে।

এছাড়া, ইন্টারনেট এক্সেস করার সময় বা মেসেজে চলে আসা নানান বিপজ্জনক links গুলিকে খুঁজে সেগুলোকে block করা হবে।

Features of Kaspersky:

  • Virus cleaner এবং scanner হিসেবে কাজ করে থাকে।
  • নিজে নিজেই খুঁজে পাওয়া malware, viruses, spyware ইত্যাদি ব্লক করে থাকে।
  • App-টি background-এ কাজ করতে থাকে এবং ভাইরাস স্ক্যান প্রক্রিয়া চালিয়ে যায়।
  • Safe Browsing, Safe Messaging, Antivirus protection ইত্যাদি অপসন গুলো পাবেন।

৭. Quick Heal

প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এর সাথে মোবাইলের এই ভাইরাস কাটার এন্টিভাইরাস সফটওয়্যারটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। নানান online privacy threats, ransomware, malware, spyware ইত্যাদির থেকে আপনার মোবাইল ডিভাইস টিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এটা একটি অনেক শক্তিশালী অ্যাপ।

প্রত্যেক নতুন এবং পুরোনো ভাইরাস গুলো খুঁজে বের করার জন্য নিয়মিত রিয়েল-টাইম স্ক্যান প্রক্রিয়া চলতেই থাকে। এছাড়া, এখানে যেকোনো সময় নিজের ইচ্ছে হিসেবে Quick এবং Full Scan প্রক্রিয়া শুরু করার option থাকছে।

আপনার মোবাইলে থাকা প্রত্যেক files, apps এবং downloads গুলিকে স্ক্যান করে চেক করা হবে। যদি স্ক্যান করার পর সেগুলোতে viruses বা malware, spyware, Trojans, adware ইত্যাদি থেকে থাকে, তাহলে সেগুলিকে সরাসরি ডিলিট করে দেওয়া হয়।

Features of Quick Heal:

  • মোবাইলে থাকা files, apps, এবং downloads গুলিকে নিজে নিজে স্ক্যান করা হয়।
  • যেকোনো Apps ডাউনলোড করার আগে এবং ডাউনলোড করার পর স্ক্যান করা হবে।
  • সংক্রামিত এবং ফ্রড ওয়েবসাইট গুলিকে ব্লক করে দেওয়া হয়।
  • Anti-Theft, Web Security, Wi-Fi Security ইত্যাদির মতো অপসন গুলো পাবেন।

৮. Nova Security – Virus Cleaner

এটা একটি দারুন মোবাইল সিকিউরিটি এপ্লিকেশন যেখানে Antivirus, Virus Cleaner, Safe Browsing, Message Security, এবং Notification Blocker এর মতো দারুন options গুলো পাবেন।

এখানে ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার এবং ভাইরাস পরিষ্কার করার নানান অপসন গুলির পাশাপাশি নিজের গোপনীয়তা (privacy) রক্ষা করার জন্যও নানান অপশনস গুলো রয়েছে। এই দুর্দান্ত ভাইরাস ক্লিনার সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে hacking, viruses এবং malware থেকে প্রচুর দূরে থাকবে।

আপনারা একটি professional antivirus service পাবেন যার দ্বারা ভাইরাস গুলিকে স্ক্যান করার মাধ্যমে খুঁজে তারপর সেগুলিকে রিমুভ / ডিলিট করে নেওয়া যাবে।

Features of Nova Security:

  • Super Virus Cleaner: এটা সম্পূর্ণ ভাবে একটি প্রফেশনাল ভাইরাস ক্লিনার এপ্লিকেশন যার দ্বারা নিজের এন্ড্রয়েড মোবাইলটিকে নানান threat, malware, trojan বা extortion virus থেকে প্রতিরোধ করা যাবে।
  • Super Safe Browsing: অনলাইনে নানান অচেনা অজানা ওয়েবসাইট এবং লিংক গুলোতে প্রবেশ করার সময় আপনাকে সুরক্ষিত রাখা হবে।
  • AppLock: মোবাইলে থাকা প্রাইভেট apps বা photo gallery ইত্যাদি lock করে রাখতে পারবেন।
  • Message Security: মেসেজ সিকিউরিটি enable করার মাধ্যমে নিজের ব্যক্তিগত মেসেজ গুলিকে সুরক্ষিত রাখতে পারবেন।

৯. Avira Security Antivirus

প্লে স্টোরে ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং প্রায় ৪.৭ এর রেটিং এর সাথে Avira mobile antivirus App বিশ্বজুড়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। এখানেও আপনারা smart virus scan, web protection, Applock, VPN ইত্যাদির মতো নানান options গুলো পাবেন।

এখানে থাকা Virus Scanner & Cleaner-এর ব্যবহার করে নিজের ডিভাইস এর মধ্যে থাকা নানান ভাইরাস গুলোকে খুঁজে বের করে সেগুলিকে রিমুভ করা সম্ভব।

ভাইরাস স্ক্যান করে রিমুভ করার পাশাপাশি মোবাইলে নতুন করে ভাইরাস গুলোকে প্রবেশ করতে বাধা দিয়ে থাকে এই সিকিউরিটি সফটওয়্যার। এর সাথে আপনাকে ফ্রি Fast VPN পরিষেবা ব্যবহার করার সুবিধাও দেওয়া হয় (100 MB daily)।

এছাড়া, Privacy Advisor, Applock, Clean System ইত্যাদির মতো নানান tools ও features গুলো এখানে পাবেন। Avira Antivirus and VPN-এর এই প্রত্যেকটি features আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

Features of Avira Security:

  • নিয়মিত ভাইরাস গুলো স্ক্যান করে খোজ এবং রিমুভ করা হয়।
  • Adware এবং spyware গুলোকে সহজেই block করে থাকে।
  • Ransomware Protection-এর feature-ও আপনারা পাবেন।
  • Fast VPN— 100 MB daily।

FAQ: ভাইরাস কাটার অ্যাপস

Q. মোবাইলের ভাইরাস কাটার জন্য কোন অ্যান্টিভাইরাস সবচেয়ে ভালো?

এক্ষেত্রে, “Bitdefender Mobile Security, AVG Antivirus, McAfee Mobile Security, Norton Mobile Security, Avast Mobile Security”, আমার হিসেবে সেরা।

Q. মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করাটা কি জরুরি?

যদি আপনি নিজের মোবাইলে downloading এবং internet surfing-এর মতো কাজ গুলো প্রচুর পরিমানে করে থাকেন, তাহলে অবশই একটি Android antivirus software ব্যবহার করাটা জরুরি।

Q. আমি কীভাবে আমার ফোনে ভাইরাস চেক করব?

মোবাইলে ভাইরাস স্ক্যান করার মাধ্যমে আপনি নিজের মোবাইলে থাকা ভাইরাস গুলিকে খুঁজে বের করতে ও সেগুলিকে রিমুভ করতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে আপনার মোবাইলে একটি mobile security software app ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

আজকে আমরা কি কি জানলাম?

যদি আপনার মোবাইল স্লো হয়ে গিয়েছে, হ্যাং হচ্ছে বা নিজে নিজে নানান একটিভিটি গুলো হচ্ছে বলে মনে হচ্ছে, এক্ষেত্রে হতে পারে আপনার মোবাইলেও কোনো ধরণের ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করেছে।

মোবাইল থেকে ভাইরাস ডিলিট করা হোক বা মোবাইলে নতুন করে ভাইরাস প্রবেশ থেকে বাধা দেওয়া, প্রত্যেক ক্ষেত্রেই আপনার প্রয়োজন হবে একটি সেরা ও শক্তিশালী এন্ড্রয়েড মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ এর।

তাই, আজকের আর্টিকেলে আমি আপনাদের কার্যকর সেরা ৯টি ভাইরাস ডিলিট করার সফটওয়্যার বা মোবাইলটিকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার অ্যাপস গুলোর বিষয়ে বললাম। আশা করছি আমাদের আজকের এই মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার গুলো আপনাদের অবশই কাজে লাগবে।

অবশই পড়ুন: মোবাইলে কাটুন ভিডিও বানানোর ফ্রি অ্যাপস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top